Sunday, October 28, 2012

ক্রেইগ লিস্ট নিয়ে বেসিক ধারণা

ক্রেইগ লিস্ট , এখানে ক্রেইগ হচ্ছে একজন ব্যক্তি from San Francisco যে কিনা সিদ্ধান্ত নিল একটা ওয়েবসাইট বানাবে যেখানে সবাই easily buy and sell করতে পারবেন যেকোনো কিছু নিয়ে সেটাই হল http://craigslist.org/ ক্রেইগ লিস্ট। প্রথমত এটা ছিল available for San Francisco কিন্তু আস্তে আস্তে এটা ইউএসএ and কানাডা এর পর চারিদিকে চড়িয়ে পড়ে। এই সার্ভিস টা লোকাল আমাদের cellbazaar এর মতো যাতে যে কেউ একজন পণ্য কেনার আগে তা দেখতে পারে। No more sending money on the internet and then wondering whether your item will actually show up!  Conversely, if you’re selling something, its much nicer to deal with local buyers, rather than to have to worry about shipping something. তাহলে ফাইনাল কথা হচ্ছে ক্রেইগ লিস্ট হচ্ছে পপুলার এড পোস্টিং ওয়েবসাইট যেখানে ইউএসএ অ্যান্ড কানাডিয়ান তাদের বিবিন্ন পণ্যের এড দেই। আচ্ছা অনেক কিছুই বলে ফেললাম এখন কিছু করার কথায় আসি


ক্রেইগলিস্ট


ক্রেইগ লিস্ট এ এড পোস্ট করতে গেলে কোন অতিরিক্ত স্কিল্ এর দরকার হই না। ক্রেইগ লিস্ট এর কাজ যে কেউ করতে পারে যদি তার কাছে দরকারি সরঞ্জাম গুলো থাকে। তাহলে আমরা আসি কি কি আমাদের লাগবে একটা পিসি এন্ড নেট তো লাগবেই তাই ওটার কথা বললাম না। :) ১। PVA [ ক্রেইগ লিস্ট এড পোস্টিং করার জন্য ক্যানাডা এন্ড ইউএসএ এর ফোন নাম্বার দিয়ে একটা মেইল একাওন্ট ভেরিফাইট করতে হই। এইটারে বলে  PHONE VERIFIED ACCOUNT=PVA। ]

২। USA and Canadian IP

এখন কথা হছে আমরা কিভাবে আমাদের দেশ থেকে পিভিএ করব। এটার জন্য কিছু টেকনিক এপ্লাই করতে পারেন।
১. আত্মীয় থাকলে তাদের হেল্প নিতে পারেন ভেরিফাই করতে।
২. যার কাজ করবেন সে আপনাকে সাপ্লাই দিবে।
৩. অনলাইন থেকে বাই করতে হবে যেখানে ট্রাস্ট এর একটা বেপার থাকে।

কিছু দরকারি কথাঃ

একটা PVA দিয়ে আপনি আনলিমিটেড পোস্ট করতে পারবেন কিন্তু তা হতে হবে ৪৮ ঘণ্টা পর পর। কি ডরাই গেলেন ? যদি আপনার প্রতিদিন ফোন ভেরিফিকেশান করার সুযোগ থাকে তাইলে আপনি প্রতিদিন একই পিভিএ দিয়ে ১০ থেকে ১৫ টা এড পোস্ট করতে পারবেন। আর যদি না থাকে তাইলে উপরের থিওরি অনুযায়ী এগোতে হতে পারে।

আইপি সমাধানক্রেইগ লিস্ট এ এড লাইভ রাখা টা অনেক কঠিন। কারণ এটাতে খুভ বেশি স্পাম হই। যার ফলে একই আইপি দিয়ে এড পোস্ট করলে ক্রেইগ লিস্ট বট একই আইপি ট্রেক করে তখন পোস্ট গুলা কে গেস্ট বা Shadow এড হিসেবে মার্ক করে। যার ফলে যে এড পোস্ট করবে সে তার পোস্ট গুল কে লাইভ দেখবে কিন্তু অন্যরা দেখবে না। এর সমাধান হচ্ছে আপনার আইপি পরিবর্তন করেন যেকোনো ভাবে সফট ব্যাবহার করে অথবা আইপি পরিবর্তন করার সাইট গুল ব্যাবহার করে।

প্রয়জনীয় একটা লিঙ্কঃ https://www.facebook.com/groups/webseoguide/permalink/421750607860557/?comment_id=421768871192064&offset=0&total_comments=32

একটা youtube ভিডিওঃ http://www.youtube.com/watch?v=IQzTqd_X8xY&feature=player_embedded
or
http://trainmyva.blogspot.com/2012/08/how-to-create-craigslist-ads.html

N.B: আমি কখন বাংলা লিখি নাই এইভাবে তাই হয়ত ভুল থাকতে পারে তার জন্য দুঃখিত। আর এটা একদম বেসিক যার পুরা ক্রেডিট যাবে সোহেল রানা ভাই এর কাছে উনি বাংলিশ দিয়েছেন আমি বাংলা করেছি। ভুল থাকলে যে কেউ অনুমতি নিয়ে এডিট করতে পারবে এতে সবার ভাল হবে।


By Ramkrishna Bhattacharjee, Aowlad Hossain Joy and SyCo Nazmul Hoque

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot