আজ আমি শেয়ার করবো মজিলা ফায়ারফক্সের সাধারণ একটি টুলবার ওয়েবরেঙ্ক (
Web Rank )। আমি জানি এটি নিয়ে অনেকেই জানেন , তবে আমি মনে করি নতুন অনেকেই
এটি নিয়ে জানেন না।
তাই আভিজ্ঞদের কাছ থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।
আর এই টুলবারটি যারা ফ্রীল্যান্সিং করেন তাদের খুব কাজে লাগবে এবং ব্লগারদেরও কাজে লাগবে।
এই টুলবার দিয়ে আপনি যা করতে পারবেন :
- গুগলের পেইজ রেঙ্ক দেখতে পারবেন
- এলেক্সা রেঙ্ক দেখতে পারবেন
- কমপ্লিট রেঙ্ক দেখতে পারবেন
- কুইঙ্কেস্ট রেঙ্ক দেখতে পেরবেন
- গুগল আপনার কতটি পেইজ ইনডেক্স করল
- ইয়াহু আপনার কতটি পেইজ ইনডেক্স করল
- বিং আপনার কতটি পেইজ ইনডেক্স করল
- গুগল এর কতটি ব্যাকলিঙ্ক
- বিং এর কতটি ব্যাকলিঙ্ক
- ইয়াহু এর কতটি ব্যাকলিঙ্ক
এই সুবিধা গুলি আপনি যে কোন সাইটে গেলেই দেখতে পাবেন।
এটি যেভাবে আপনার ব্রাউজারে ইন্সটল করবেন:
- প্রথমে এই লিঙ্কে জান
- তারপর Add to firefox এ ক্লিক করুন
- তারপর টুলবারটি ব্রাউজারে ইন্সটল করুন
- তারপর ব্রাউজার রিস্টার্ট করুন
যে কোন সাইটে গিয়ে মজা দেখুন।আশা করি নতুনরা সবাই বুঝতে পেরেছেন।
তারপরও
কারো কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। ভালো লাগলে
কমেন্ট করতে ভুলবেন না কিন্তূ এর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে
দেখবেন।
0 comments:
Post a Comment