Sunday, October 28, 2012

খুব সহজে সময় বাঁচিয়ে এক সাথে বিভিন্ন সাইটে বুকমার্কিং করুন…

আমরা যারা এসইও সম্পর্কে জানি তারা অবশ্যই সোস্যাল বুকমার্কিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখি। মূলত সাইটের ব্যাকলিঙ্ক এবং ভিজিটর বৃদ্ধির জন্যই এর জনপ্রিয়তা। কেননা প্রতিটি সোস্যাল বুকমার্কিং সাইটের রয়েছে প্রচুর পরিমানে নিজস্ব ভিজিটর। পাশাপাশি মানের দিক থেকেও সাইটগুলো বেশ কোয়ালিফাইড। তাই সবাই ব্লগিং-এ সফলতা লাভ করার জন্য সোস্যাল বুকমার্কিং এর মাধ্যমে সাইটের ব্যাকলিঙ্ক বৃদ্ধি করে থাকেন। এছাড়াও ফ্রিল্যান্সিং সাইট গুলোতেও এর বেশ চাহিদা রয়েছে।
তবে প্রতিটি বুকমার্কিং এর জন্য আপনাকে বারবার ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, মেটাট্যাগ ব্যাবহার করতে হবে যা সত্যিই বেশ ঝামেলাপূর্ন কাজ। তাই অনেকেই ইদানিং কিছু অত্যাধুনিক টুলস ব্যবহার করে থাকেন যা এই ঝামেলা থেকে একজন ব্লগার বা ফ্রিল্যান্সারকে মুক্তি দিতে অনেকটা সহায়তা করে থাকে।
আজকে আমরা এমনই একটি সাইট সম্পর্কে জানব। তবে যারা সোস্যাল বুকমার্কিং এর কাজগুলো রেগুলার করে থাকেন তাদের কাছে হয়তবা সাইটটি পরিচিত।
সাইটটির নাম Easysocialbookmarking আসুন জেনে নেই এই উপকারি সাইট টা সম্পর্কে…

undefined

সাইটটিতে রেজিষ্ট্রেশন এবং লগইন প্রতিটি বুকমার্কিং সাইটের প্রয়োজনীয় বিষয় হলেও বারংবার একই তথ্য দেয়ার প্রয়োজনীয়তা থেকে মুক্তি দিয়ে আপনার সময়কে বাঁচিয়ে দিবে অনেকগুণ।
কর্ম-কৌশলসমূহ:
  • উপরের লিঙ্কে ক্লিক করে প্রথমে সাইটিতে প্রবেশ করুন।
  • ডানপাশে সোস্যাল বুকমার্ক করার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো  (ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, মেটাট্যাগ) যোগ করুন এবং Gather info বাটনে ক্লিক করুন।
  • এবার বামপাশের বুকমার্কিং সাইটের লিষ্ট থেকে একেকটি সাইটে লগইন করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। আর যেসাইটগুলোতে আপনার কোন রেজিষ্ট্রেশন নেই সেখানে বুকমার্কিং এর কাজ করতে শুরুতে রেজিষ্ট্রেশন করুন।
undefined
  • ব্যাস হয়ে গেল বুকমার্কিং
আশা করি সবাই ব্যাপার টা বুঝতে পেরেছেন। এতে করে আপনার বার বার ইনফো দেয়ার সময় নষ্টের হাত থেকে বাঁচবেন। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য। ভালো থাকবেন সবাই কামনা। 

0 comments:

Post a Comment

Total Pageviews

17,133
Powered by Blogger.

© 2025 iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot