Sunday, October 28, 2012

যেভাবে কোন সফটওয়্যার ছাড়াই ১ ক্লিকেই পিং করবেন আপানর সাইট।

কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আজ ছোট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো। আমরা অনেকেই জানি যে পিং কাকে বলে। বিশেষ করে আমরা যারা ব্যাকলিংকের কাজ করি তারা বেশি ভালো করে জানেন।কিন্তু আমরা অনেকেই আছি যারা এই কাজ করার জন্য ম্যানুয়্যেলি করে থাকি।যা অনেক সময় সাপেক্ষ।

আমরা যেসকল সাইটে পিং করি তার মধ্যে রয়েছে


আমার মতে তার মধ্যে http://pingomatic.com/  বেশ ভালো কাজ দেয়।তাছাড়া আপনি এখান থেকে এক ক্লিকেই ২০টি মত সাইটে একসাথে পিং করতে পারবেন। কিন্তু আপনি যখন কোন লিংককে পিং করতে যাবেন তখন দেখবেন যে সেখান বেশ কিছু ডিটেইলস আপনাকে পূরণ করা লাগছে যা আপনার মূল্যবান সময় নষ্ট করবে।একসময় আমার এমন অনেক সময়  নষ্ট হয়েছে। তাছাড়া এক কাজ বার বার করা বিরিক্তিকর ও বটে।
 
তাই কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন তার একটা টিপস দেখাবো আপনাদের।এর মাধ্যমে আপনি শুধুমাত্র ব্রাউজার থেকে একটি ক্লিকের মাধ্যমেই এই কাজটি সেরে ফেলতে পারেন

যেভাবে তৈরী করবেন

এই কাজটি আমরা করবো আমাদের ব্রাউজারের বুকমার্কাস টুলবারের সাহায্যে। আর এর জন্য আমরা ব্যবহার করবো মজিলা ফায়ারফক্স ব্রাউজার।আসুন নিচের ধাপ গুলো অনুসরণ করি
 ১।আপানর ব্রাউজারে যদি বুকমার্কাস টুলবারের অফ করা থাকে তাহলে তা একটিভ করে নিন।এর জন্য ব্রাউজারের উপরের দিকে মাউসের রাইট বাটন ক্লিক করে Bookmarks Toolbar সিলেক্ট করুন
  
২। এবার Bookmarks Toolbar আপানর ব্রাউজারে ওপেন হবে,এখন Bookmarks Toolbar গিয়ে আবার রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে “New Bookmark” এ ক্লিক করুন।
৩।তাহলে এখন নতুন একটি বুকমার্কের উইন্ডো অপেন হবে।এখন এখান থেকে আপনি পছন্দমত একটা নাম দিন Name এর স্থলে।

৪।এখন আপনি Location ফিল্ডে নিচের দেয়া জাভাস্ক্রিপ কোডটি কপি করে পেস্ট করুন।
javascript:(function(){var%20url=encodeURIComponent(window.location);var%20%20name=encodeURIComponent(document.title);%20var%20rss%20='';var%20%20links=document.getElementsByTagName('link');for%20(i=0;i%3Clinks.length;i++)%20{if(links[i].getAttribute('type')%20==%20'application/rss+xml')%20%20rss=encodeURIComponent(links[i].getAttribute('href'));}%20%20window.location='http://pingomatic.com/ping/?%20title='+name+'&blogurl='+url+'&rssurl='+rss+'&chk_weblogscom=on&chk_blogs=on&chk_technorati=on&ch%20k_feedburner=on&chk_syndic8=on&chk_newsgator=on&chk_myyahoo=on&chk_pubsubcom=on&chk_blog%20digger=on&chk_blogrolling=on&chk_blogstreet=on&chk_moreover=on&chk_weblogalot=on&chk_icerocket%20=on&chk_newsisfree=on&chk_topicexchange=on&chk_google=on&chk_tailrank=on&chk_bloglines=on';})()
৫। এবার Add বাটনে ক্লিক করুন। ব্যাস তাহলেই হয়ে গেলো। এখন আপনার বুকমার্কে দেখবেন এলটি নতুন বুকমার্ক তৈরী হয়েছে.
 
৬। এবার আপনি কোন ওয়েবসাইটকে পিং করতে যাবেন তখন শুধুমাত্র ঐ ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন আপনার তৈরি করা বুকমার্কে।
 
তাহলে দেখুন কোন ঝামেলা ছাড়াই আপনার সাইটটি এক ক্লিকেই পিং হয়ে গেছে।
 
 
আশা করি এই ছোট টিপসটি আপনাদের বেশ সময় বাচাবে।

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot