Wednesday, December 5, 2012

আপনার Windows 7 এর Start Menu কে Windows 8 এর Start Menu মত করে ফেলুন।

আসসালামু আলাইকুম।সবাই কেমন আসেন আসাকরি সবাই ভাল আছেন।আমি জানি আপনারা সব সময় ভালই থাকেন।আমিও আপনাদের দোয়াতে ভাল আছি।কি করবো নতুন কোন কিছু পেলে আপনাদের সামনে হাজির হতে হয়।যাই হোক কাজের কথায় আছি।এটা এমন একটি প্রোগ্রাম সকলের জন্য ব্যবহার করা সহজ হবে।এটি দিয়ে এত সুন্দর করে সাজানও যায় আপনি ভাবতে পারবেন না।এছাড়াও আপনি এর চেহারা, ইমেজ, এবং কমান্ড ইত্যাদি পরিবর্তন করতে পারবেন।উইন্ডোজ 8 উপর সম্পূর্ণ অন্তর্ভুক্ত তাই এটি সহজ এই নিয়ন্ত্রণ করতে পারবেন। এটি দিয়ে সহজেই মাউসের মাধ্যমে ক্লিক করে আপনার কম্পিউটার লক করতে পারে।উপকারিতাও আছে নিচে দেখুন.

এর উপকারিতা

১- একটি ক্লিকের সাহায্যে চালানো যায়।

২- কাঠামো এবং পরিবর্তন টেবিল যুক্ত করে যায়।

৩- নাম অনুযায়ী  ফাইল সাজানো যায়।

নামঃWindows 8 StartButton 1.0.9
 
 
 
সবাই কমেন্ট করবেন কেমন লাগলো। সবাই কে ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনদিন সবাই ভাল থাকবেন।

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot