Monday, December 10, 2012

◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘

আসসালামুয়ালাইকুম।
আশা করি সবাই ভালো আছেন। :)
আজকে আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে Linux BackTrack এর SET ব্যবহার করে yahoo, gmail, facebook সহ যে কোনো ওয়েবসাইটের username আর password বের করা জায়।
প্রথমে,  VMWare অথবা Virtual Box দিয়ে  BackTrack OS এ প্রবেশ করতে হবে। তারপর, বাম পাশের একেবারে নিচে ছোট একটি BackTrack এর লোগো আছে, সেটা তে ক্লিক করুন। এই বাটন টি BacktTrack এর স্টার্ট বাটন।
14 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘

এবার মেনু থেকে এই ডিরেক্টরি তে জান BackTrack>Exploitation Tools>Social Engineering Tools>Social Engineering Toolkit>set.
set ওপেন করার পর নিচের ছবির মত দেখাবেঃ
25 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
এবার এখানে  ”y” প্রেস করে এবং enter প্রেস করুন। তাহলে নিচের ছবির মত দেখাবেঃ
36 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
এখান থেকে Social-Engineering Attacks সিলেক্ট করতে হবে। সেজন্য  লিখুন “1″ এবং enter প্রেস করুন।
তাহলে এরকম দেখাবেঃ
51 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
এবার এখান থেকে Website Attack Vectors অপশন টি সিলেক্ট করতে হবে। সে জন্য লিখুন “2″ এবং enter প্রেস করুন।
তাহলে এরকম দেখাবেঃ
61 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
এখানে সিলেক্ট করতে হবে Tabnabbing Attack Method. সেজন্য লিখুন “4″ এবং enter প্রেস করুন।
তাহলে এরকম দেখাবেঃ
7 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
এখান থেকে Site Cloner অপশন টি সিলেক্ট করতে হবে। সেজন্য লিখুন “2″ এবং enter প্রেস করুন।
তাহলে এরকম দেখাবেঃ
8 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
এখানে আপনার IP চাওয়া হবে।
IP বের করার জন্য Terminal ওপেন করুন। এবং টাইপ করুনঃ “ifconfig” এবং enter প্রেস করুন।
তাহলে এরকম দেখাবেঃ
9 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
২য় লাইনে লাল রঙের বক্সের ভেতর IP পাবেন। IP টা copy করুন এবং set এ ফিরে আসুন।
এবং paste করুন। তারপর enter প্রেস করুন।
তাহলে এরকম দেখাবেঃ
10 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
আপনি যে সাইটের একাউন্ট হ্যাক করতে চান, সেই সাইট এর URL এখানে দিন।
এখানে facebook একাউন্ট এর জন্য দেখানো হলো।
টাইপ করুনঃ “www.facebook.com” এবং enter প্রেস করুন।
তাহলে এরকম দেখাবেঃ
111 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
এবার enter প্রেস করুন।
এরকম দেখাবেঃ
121 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
এখন আপনার কাজ শেষ… আপনার যেই IP টা কপি করেছিলেন, সেটা আপনি যার একাউন্ট হ্যাক করতে চান, তাকে সেন্ড করুন।
আপনার পাঠানো IP তে ক্লিক করলে এরকম একটি পেইজ দেখা যাবেঃ
132 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
ভিকটিম কে একটু আকাশ-পাতাল বুঝিয়ে এখানে লগিন করান… তারপর সে অটোমেটিকালি ফেসবুকের হোম পেজে ফিরে যাবে। আর আপনি তার username আর password পেয়ে জাবেন।
এখন প্রশ্ন হলো, username , password কোথায় এসে জমা হলো?
জমা হয়েছে set এর ভিতর। যেখানে বসে আপনি Tabnabbing করলেন। ফিরে যান BackTrack এর ডেস্কটপে।
সেখানে দেখতে পাবেন এরকম একটি স্ক্রীনঃ
141 ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘
এখানে লাল বক্সের ভেতর দেখতে পাচ্ছেন, ভিকটিম এর টাইপ করা ডেটা গুলো।
এভাবে আপনি ও ভিকটিম এর ডেটা গুলো পেয়ে জাবেন। এবং লগিন করতে পারবেন।
বুঝতে সমস্যা হলে কমেন্ট করে জানাবেন :)
***দয়া করে এই টিউটোরিয়াল টি কোনো খারাপ কাজে অথবা কারো ক্ষতি করার জন্য ব্যবহার করবেন না***
line ◘☻SET (Social Engineering Toolkit) দিয়ে হ্যাক করুন yahoo!, gmail, facebook সহ যে কোনো সাইটের user name, password [BackTrack] ☻◘

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot