Thursday, November 8, 2012

চলুন তৈরি করি নিজের একটি ফ্রি wordpress ব্লগ Part :5

কেমন আছেন সবার প্রিতি ও ভালবাসা নিয়ে শুরু করছি আমার আজকের part 5। আজ আপনাদের দেখানো হবে কিভাবে wordpress install করতে হয়।কেনানা গত পর্বে বলে ছিলাম আপনাদের wordpress install করতে দেখনো হবে । কেন wordpress install করব তা জানতে আপনা part 1 দেখতে পারেন। যা হক চলুন দেখেনেই কিভাবে install করবেন।

আর যারা english wordpress install করতে চান তারা এখান থেকে download করে নিন

আমি বলি সবাই বাংলাট download করেন কেননা এটা শিখার জন্য যখন আপনারা নিজে নিজে wordpress install করতে পারবেন তখ english টা ডাউনলোড করে নিতে পারে তবে এটা আপনার ইচ্ছা। এবং আমার পরবর্তি লেখাগুলো থাকবে বাংলা wordpress উপর তবে english wordpress কে ও পরে বাংলা করা যায়। তাহলে আর কথা না বারিয়ে চলু install করি wordpress তৈরি করে ফেলি নিজের ব্লগ।
প্রতমে এখানে ক্লিক করে user and password দিয়ে log in করুন।



তার পর file Manager open করুন।



তার পর আপনার dot.tk domain সিলেট করে go তে ক্লিক করুন।




নিচের চিত্রে দেখানো মত সব ফাইল ডিলেট করে ফেলুন।




তার পর upload এ ক্লিক করুন।




তার পর Browse এ ক্লিক করুন।




তার পর bangla wordpress টি ক্লিক করে open করুন। যেটি এখান থেকে ডাউনলোড করেছেন।




তার পর upload শুরু হবে। upload শেষ না হওয়া পরয়ন্ত অপেক্ষা করুন।



আপলোড শেষ হয়ে গেলে ঐ পেজটি কেটে দিয়ে আগের পেজটি রিলোড দিন।



তার পর ফাইলটি সিলেট করে Extract এ ক্লিক করুন।



তার পর extract files এ ক্লিক করুন।



তার পর close এ ক্লিক করুন। তার পর reload দেন দেখবেন সব ফাইল এশে গেছে।




তার পর আপনার dot.tk domin open করুন দেখবেন নিচের মত একটি page আসবে । তার পর Run the install এ ক্লিক করুন।





তার পর আপনার database এ user and password দিন নিচের ছবিটি একবার দেখেনিন।





তার পর নিচের চিত্রে মত আপনার ব্লগ এর নাম admin user and password and email দেন তার পর ওয়ার্ডপ্রেস ইনস্টল করুন এ ক্লিক করুন।





তার পর একটি কনফ্রাম মেসেজ আসবে নিচের মত তার পর প্রবেশ এ ক্লিক করুন ।




আপনার admin user and password দিয়ে প্রবেশ এ ক্লিক করুন।




তার পর আপনি আপনার admin panel দেখতে পারবেন।



আপনার dot.tk ডোমাইন দিয়ে বিজিট করুন দেখবেন নিচের ছবির মত আপনার ব্লগ আসবে।



সবাইকে আবার ভালথাকার কথা বলে আমার আজকের পাট শেষ করলাম আবার দেখা হবে । লেখাটি ভাল লাগলে কমেন্ট করবেন।

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot