আজকাল এ্যান্টিভাইরাস ছাড়া কোন কম্পিউটার কল্পনা করা যায় না। কিন্তু এই
এ্যন্টিভাইরাস গুলোর আছে অনেক সমস্যা। প্রায় সব কয়টি এন্টিভাইরাসই
কম্পিউটারের স্পীড কিছুটা হলেও স্লো করে দেয়। আবার এদেরকে নিয়মিত
ইন্টারনেট হতে আপডেট দিতে হয়। আবার এদের আছে ফুলভার্সন, হাফভার্সন, ক্রাক,
কি-জেন কত কি। কি দরকার এত ঝামেলা। তাহলে এখন থেকে ঝামেলা ছাড়াই ব্যবহার
করুন আপনার প্রিয় কম্পিউটারটি।
আসলে আমি এখানে ডিপফ্রিজ নিয়ে কথা বলব, যা এমনি একটি সফটওয়ার যার
মাধ্যমে উইন্ডোজ নিরাপদ থাকবে ১০০%। কম্পিউটারের স্পীড কখনোই স্লো হবে না। এ
ছাড়া ডিপফ্রিজ থাকলে ভাইরাস স্ক্যান করার ঝামেলাও থাকে না।
ডিপফ্রিজ কিভাবে কাজ করে?: ডিপফ্রিজ
ইন্সট্রলের পর আপনি...
Sunday, November 25, 2012
আপনার কম্পিউটার এর যে কোন ফাইল অথবা ফোল্ডার পাসওয়ার্ড প্রোটেক্টেড রাখুন কোন সফটওয়্যার ছাড়াই
অনেক সময় আমরা আমাদের বিভিন্য ব্যক্তিগত ফাইল অথবা ফোল্ডার অন্য দের কাছ
থেকে লুকিয়ে রাখতে চাই, আর এ জন্য আমরা বিভিন্ন জটিল অপশন এর ফোল্ডার হাইড
অথবা ফোল্ডার পাসওয়ার্ড সফটওয়্যার ব্যবহার করি যেগুলোতে ঝামেলা অনেক বেশি
আর জটিল অপশন সমৃদ্ধ। আমরা চাইলে একটি ছোট্ট সাধারন ট্রিক্সের মাধ্যমে এ
কাজটি কোন সফটওয়্যার এর সাহায্য ছাড়াই করতে পারি।এতে যেমন বাঁচবে আমাদের
সময় ঠিক তেমনি বাঁচবে কম্পিউটার এর মূল্যবান RAM চলুন দেখা যাক।
১. আপনি যে ফাইল অথবা ফোল্ডারে পাসওয়ার্ড দিতে চান সেটির উপর রাইট ক্লিক করুন এবং “Send to Compressed(zipped) Folder” ক্লিক করুন।
২. দেখবেন যে আপনার ফাইল অথবা ফোল্ডারটি zipped folder এ পরিনত হয়েছে।
৩. এবার আপনার...
কম্পিউটারের কিছু জানা-অজানা তথ্য যা অবশ্যই জেনে রাখা উচিত (অবশ্যই দেখবেন ১০০% কাজে দিবে গ্যারান্টি)
সবাই আমার সালাম নিবেন। আশা করি আল্লাহ্র কৃপায় সবাই ভালো আছেন
!!!!!!! আজ আমি কোন টিপস শেয়ার করব না। আজ আমি কম্পিউটারের এমন কিছু তথ্য
আপনাদের সাথে শেয়ার করব যা প্রত্যেকের জেনে রাখা উচিত। তথ্য গুলো খুবই
কাজের। অনেকের এ তথ্যগুলো জানা থাকতে পারে। আবার অনেকে জানেন না। যারা
জানেন না তাদের জন্য আমার এই টিউন। যারা কম্পিউটারে নতুন + এ তথ্যগুলো
জানেন না তাদের আশা করি এ তথ্যগুলো ১০০% কাজে লাগবে। তাহলে চলুন আর কথ্য না
বাড়িয়ে আমরা এই জটিল তথ্য গুলো জেনে নেই।
কম্পিউটার গ্রাফিক্স কি ?
কম্পিউটার এর মনিটরে অস্থায়ীভাবে বর্ণ, সংখ্যা, বিশেষ ধরনের অক্ষর, ছবি, চিত্র ইত্যাদিকে কম্পিউটার গ্রাফিক্স বলে।
Pixel কাকে বলে ?
কম্পিউটারের...
ফোল্ডার শেয়ার করুন পিসি টু পিসি
ফোল্ডার শেয়ার অনেক নিয়মে করা
যাই।তবে আজ একটা নিয়ম শেয়ার করব।এটি আসলে কম্পিউটার নতুন ব্যবহারকারীদের
জন্য।যারা এক্সপার্ট তারা তো অনেক জানেন তাদের কাজ থেকে অনেক কিছু শেখার
আছে আমারও আপ্নারা আমার ভুল ধরিয়ে দিলে অনেক খুশি হব।এবার কাজের কথা আসি
প্রথমে লোকাল এরিয়া কানেকশন থাকা লাগবে। যে ফোল্ডারটিকে শেয়ার করতে চান
সে ফোল্ডাররের ওপর রাইট বাটন ক্লিক করে প্রোপার্টিসে ক্লিক করুন। নিচের মত
উইন্ডো আসবে।
চিত্র - ১
এখন sharing অপশনে ক্লিক করুন তারপর যে উইন্ডো সেখানে Advanced sharing ক্লিক করুন।
চিত্র - ২
এরপর share this folder...
Saturday, November 24, 2012
ফ্রী ওয়েব হোস্টিং কোম্পানি এর মালিক হন ফ্রী তে!!!
স্বাগতম , আশা করি সবাই ভাল আছেন ।
সাইট টেস্টিং এর ক্ষেত্রে বা
নতুন রা সাইট তৈরির ক্ষেত্রে প্রায়শই দেখা যায় ফ্রী হোস্টিং এর ব্যাবহার ।
আশে পাশে আছে বিভিন্ন নাম করা ফ্রী হোস্টিং কোম্পানি যেমনঃ ডিএইচ মারট,
1freehosting, 2freehosting, x10 , my5gb আর কত কি ? কেমন হবে যদি আপনার ও
থাকে একটা ফ্রী হোস্টিং কোম্পানি ! সাথে আর থাকবেঃ প্রত্যেক অ্যাকাউন্ট
এর সাথে ১০ জিবি ডিস্ক স্পেস , ১০০ জিবি ব্যান্ডউইথ, মাই এসকিউএল সহ সব !
এবার চলুন মাত্র কয়েক ক্লিক এই তৈরি করে ফেলিঃ
স্টেপ...
Friday, November 23, 2012
আর্টিকেল রাইটিং (Article Writing) এর মাধ্যমে ফ্রিল্যান্সিং সাইট থেকে আয় করুন

ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইটে আর্টিকেল রাইটিং (Article Writing) এর প্রচুর কাজ পাওয়া যায়। আর্টিকেল রাইটিং (Article Writing) এর কাজ করার বড় সুবিধা হল যে, এই কাজের রেট মোটামুটি ভাল এবং এই কাজ করার জন্য দক্ষ প্রতিযোগি কম ফলে সহজেই বিভিন্ন ফ্রীলানন্সিং মার্কেটপ্লেসে বিড করলেই এই কাজ পাওয়া যায়। নিচে আর্টিকেল রাইটিং পদ্ধতি এবং আর্টিকেল রাইটিং এর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল।
Buyer এর requirement: Ø আর্টিকেল অবশ্যই Unique হতে হবে। Ø আর্টিকেল Copyscape passed হতে হবে (plagiarism pass)। ...
Wednesday, November 21, 2012
Microsoft Word এর কিছু শর্টকাট
Alt+0131= ƒ (টাকা) Alt+0165= ¥ (ইয়েন) Alt+0177= ± (যোগবিয়োগ) Alt+0215= × (গুণ)
Alt+Ctrl+T= ™ (ট্রেডমার্ক) Alt+ Ctrl+R= ® (রেজিষ্টার্ড) Alt+0163= £ (লীরা) Alt+0128= € (পাউন্ড) Alt+0247= ÷ (ভাগ) Alt+248/0186= º (ফারেনহাইট) Ctrl + A = সিলেক্ট অল। Ctrl + B = টেক্সট বোল্ড। Ctrl + C = কোন কিছু কপি করা। Ctrl + D = ফন্ট পরিবর্তনের ডায়ালগ বক্স প্রদর্শন করা। Ctrl + E = সেন্টার এলাইনমেন্ট করা। Ctrl + F = কোন শব্দ খোঁজা বা প্রতিস্থাপন করা। Ctrl + G = গো টু কমান্ড। Ctrl + H = রিপ্লেস কমান্ড। Ctrl + I = টেক্সট ইটালিক। Ctrl + J = টেক্সট জাস্টিফাইড এলাইনমেন্ট করা। Ctrl + K = হাইপারলিংক তৈরী করা। Ctrl + L = টেক্সট লেফট এলাইনমেন্ট করা।...
Friday, November 16, 2012
কোন প্রকার সফটওয়ার ছারাই পরিবর্তন করুন আপনার ফোল্ডার এর অথবা পেন ড্রাইভ এর Background!
প্রথমে আপনি যান :
১:- Start Menu< > All Programs< > Accessories< > Notepad
নোটপ্যাডে
ছোট্ট একটি কোড ব্যাবহার করে আপনি আপনার কম্পিউটারের Local Disk এর
Background ও ফোল্ডারের Text এর কালার পরিবর্তন করতে পারেন
২. নোটপ্যাড ওপেন করুন।৩. এখানে দেয়া কোড গুলো সম্পূর্ন কপি করে নোটপ্যাড এ পেস্ট করুন
[{BE098140-A513-11D0-A3A4-00C04FD706EC}]Attributes=1IconArea_Image=background.jpgIconArea_Text=0xFFFFFF
(এখানে শেষের 0xFFFFFF আংশ টুকু নিজের পছন্দ মত বেছে নিন আর্থাৎ0xCC0099 = Violet ,0x9900FF = pink ,0×000000 = black ,...
টরেন্ট ফাইল ডাউনলোড করেন নতুন ডাউনলোডার দিয়ে
আপনাদের জন্য নিয়ে এলাম নতুন টরেন্ট ফাইল
ডাউনলোডার। Tixati নামক একটি টরেন্ট ডাউনলোডার। চমৎকার স্পীডে ডাউনলোড করা
যায় এবং ব্যবহার করাও খুব সহজ।আরও উন্নত , আরও হবে দ্রুত গতিতে ডাউনলোড ।
কি কি সুবিধা থাকছে এতে * detailed views of all aspects of the swarm, including peers, pieces, files, and trackers * support for magnet links, so no need to download .torrent files if a simple magnet-link is available * super-efficient peer choking/unchoking algorithms ensure the fastest downloads * peer connection encryption for added security
* full DHT (Distributed Hash Table) implementation for trackerless
torrents, including detailed...
Windows এর ৫০টি গুরুত্বপূর্ণ Run Command

০১. ফোল্ডার প্রপার্টিস = Control Folder ০2. ফন্টস = control fonts
০৩. ফন্টস ফোল্ডার = fonts ০৪. গেম কন্ট্রোলস = joy.cpl ০৫. গ্রুপ পলিসি এডিটর = gpedit.msc ০৬. হেল্প এন্ড সাপোর্ট = helpctr ০৭. হাইপার টার্মিনাল = hypertrm ০৮. Word প্যাড = write ০৯. উইন্ডোস এক্সপি টুর = tourstart ১০. উইন্ডোস ভার্শন = winver ১১. উইন্ডোস মেসেঞ্জার = wsmsgs ১২. উইন্ডোস মিডিয়া প্লেয়ার = wmplayer ১৩. উইন্ডোস মেনেজমেন্ট = wmimgmt.msc ১৪. উইন্ডোস ফায়ারওইয়াল = firewall.cpl ১৫. Windows এক্সপ্লোরার = explorer ১৬. টাস্ক মেনেজার = taslmgr...
Thursday, November 8, 2012
চলুন তৈরি করি নিজের একটি ফ্রি wordpress ব্লগ Part :5
কেমন আছেন সবার প্রিতি ও ভালবাসা নিয়ে শুরু করছি আমার আজকের part 5। আজ
আপনাদের দেখানো হবে কিভাবে wordpress install করতে হয়।কেনানা গত পর্বে বলে
ছিলাম আপনাদের wordpress install করতে দেখনো হবে । কেন wordpress install
করব তা জানতে আপনা part 1 দেখতে পারেন। যা হক চলুন দেখেনেই কিভাবে install
করবেন।
আর যারা english wordpress install করতে চান তারা এখান থেকে download করে নিন
আমি
বলি সবাই বাংলাট download করেন কেননা এটা শিখার জন্য যখন আপনারা নিজে নিজে
wordpress install করতে পারবেন তখ english টা ডাউনলোড করে নিতে পারে তবে
এটা আপনার ইচ্ছা।...
চলুন তৈরি করি নিজের একটি ফ্রি wordpress ব্লগ Part :4
কেমন আছেন সবাই। আসাকরি অনেক ভাল আছেন। এটা “চলুন তৈরি করি cpanel এ নিজের একটি ফ্রি wordpress ব্লগ”
৪র্থ পাট। আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার wordpress ব্লগ এর জন্য একটি
database তৈরি করবেন। কেনানা database ছারা আপনি wordpress install করতে
পরবেন না। তাহলে চলুন দেখে নেই কিভাবে তৈরি করবেন database
প্রথমে http://a.free.hostzilla.ws/cpanel এই link এ ক্লিক করে আপনার cpanel user and password দিয়ে নগ ইন করুন।
তার পর mySQL Database wizard এ ক্লিক করুন।
তার পর নিচের দেখানো চিত্রের অনুশারে কাজ গুলো করুন।
আমি এখানে 01 ব্যবহার করেছি...
চলুন তৈরি করি নিজের একটি ফ্রি wordpress ব্লগ Part :3
কেমন আছেন সবাই আপনাদের দোআ এবং ভালবাসা নিয়ে সুরু করছি আমার চলুন তৈরি করি cpanel এ নিজের একটি ফ্রি wordpress ব্লগ part :3।
2য় part এ দেখিয়ে ছিলাম .tk domain রেজেষ্টেশন এবং আজ দেখাব কিভাবে আপনার
domain hosting এ add করবেন। তাহলে চলুন দেখি 3য় part আপনাদের জন্য কি আছে।
প্রথমে এখাণে ক্লিক করুন
এবং এখান থেকে file টি download করুন
তাহলে
নিচের ছবির মত একটি page আসবে। ছবিতে দেখান মত কাজ করে আর হ্যা এখানে top
লেবেল domain name দেন কেননা এটি ফ্রি domin নেয়না। কোন ভয় নাই আমরা পরে
.tk domain add করে দিব। আপনার domin name দেওয়া হলে click to...
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
17,102
Powered by Blogger.