Sunday, October 28, 2012

SEO তে গুগল প্লাস এর গুরুত্ব

গুগল এখন অনেক চালাক হয়ে গেছে এবং সব সমই সে সন্ধানের ফলাফল প্রাসঙ্গিক এবং ব্যবহারকারীদের জন্য সঠিক রাখতে চায় যাতে ব্যাবহার কারীরা তাদের পছন্দমত ফলাফল পাই। এটা করা হয়েছে তাদের জন্য যারা কিনা খারাপ কন্টেন্ট থাকার পরেও গুগলের প্রথম পেজে থাকতে চাই। তাদেরকে শাস্তি দেয়ার জন্য এইটা করেছে এক প্রকার।


এস ই ও তে গুগল প্লাস এর গুরুত্ত


এই ধরনের কাজ বা ব্ল্যাক হ্যাট কে প্রতিরোধ করার জন্য গুগল অনেক রুলস এবং আপডেট এর সুচনা করে। যেমনঃ গুগল এখন ওইসব সাইটকে প্রাধান্য দেয় যাদের খুব ভাল কন্টেন্ট এবং বিশেষ করে কিওয়ারড রিলেটেড কন্টেন্ট আছে। গুগল এখন ওইসব ব্যাক লিঙ্ক কে গুরত্ত দেয় যে লিঙ্ক গুল অথরিটি সাইট থেকে ক্রেডিট পাই। গুগল এখন দেখছে যখন ভিজিটর একটা সাইট ভিজিট করে তারা ওই সাইট এ গিয়ে কি করে এবং কতক্ষন থাকে। তারা কি সাইট এ ৫ মিনিট অথবা ১০ মিনিট থাকছে কিনা? সোজা বাংলাই আপনার সাইট কি মানুষের জন্য নাকি রোবট এর জন্য তা এখন গুগল বুজতে পারে এবং তাই বেশি সময় অনলাইন ওয়ার্ল্ড এ থাকতে হলে কাল টুপি ফেলে দিয়ে সাদা টুপি পরতে হবে।

কিভাবে গুগল প্লাস কাজ করে।
It’s nothing much to do with the SEO, but is good to make your website at the top of Google.

কিভাবে এটা করবেনঃ

1. প্রথমে আপনার টার্গেট করা ওয়েবসাইট তৈরী করুন গুগলের রুলস মেনে।
2. এরপর একটা গুগল প্লাস প্রোফাইল করুন।
3. এবার চেষ্টা করুন আপনার সার্কেল এ প্রচুর মানুষ এড করার।
4. অপেক্ষা করুন তারা আপনাকে ফলো বেক করার জন্য।
5. এখন কি করবেন আপনি জাস্ট আপনার সাইটটাকে +১ করুন।
6. রেজাল্ট????????

ফলাফল হবে যখনই যারা আপনাকে অনুসরণ করে তারা সার্চ করবে যে কোন বিষয় নিয়ে আপনার niche Keyword সম্পর্কে তখন আপনার সাইটটাই গুগলের টপ পেজ এ চলে আসবে।
_____________________________ অবাক হলেন এটা নিজের অভিজ্ঞতা থেকে বলছি।

Technique to get top rank under new search engine optimization rules!!

মনে করেন আমার একটি সাইট ” ক ” আছে এবং আমার টার্গেট কীওয়ারড হচ্ছে ” money making tips ” এখন আমার একটি গুগল প্লাস অ্যাকাউন্ট আছে এবং আমার সার্কেল এ ১০০০০ মানুষ আছে তাহলে চিন্তা করেন কি ঘটবে!!!!!!!!!!!
যখন তারা আমার সাইট এর যে কোন নিশ কীওয়ারড দিয়ে সার্চ দিবে তারা আমার সাইট কে টপ এ পাবে। তাই আমার সাইট প্রচুর পরিমাণ রিয়েল ট্রাফিক পাবে। তারা বার বার আমার সাইট এ আসবে কারণ গুগল আমার সাইট কে টপ এ রেখেছে।
এরফলে গুগল ভাবে যে আমার ” ক ” সাইট এর ভালো কন্টেন্ট আছে আমার টার্গেট কী ওয়ার্ড ” money making tips ” সম্পর্কে কারণ ট্রাফিক বার বার আমার সাইট ভিজিট করছে এবং বেশি সময় থাকছে। তার ফলে গুগল সব রকমের ব্যাবহার কারীদের জন্য আমার সাইট কে টপ এ নিয়ে যাই।
তাই আমার মনে হয় যদি আপনার সাইট এর জন্য একটা ভাল মানের কন্টেন্ট লিখে গুগল প্লাস মেথড অ্যাপ্লাই করেন তাহলে নতুন সার্চ মেথড অনুযায়ী টপ রেঙ্ক এ আসার সম্ভাবনা।

কিভাবে আপনার গুগল + অ্যাকাউন্ট এর সার্কেল এ মানুষ বাড়াবেন???
1. আপনার বন্ধু এবং পরিচিত দের ইমেইল দিয়ে আমন্ত্রন করে।
2. যারা আপনাকে ফলো করেছে তাদেরকে আপনিও এড করে নিন
3. মজাদার টপিকস খুজুন এবং তাদের সাথে যুক্ত হন।
4. নতুন কোন কিছু অফার করুন অ্যান্ড মূল্যবান তথ্য শেয়ার করুন
5. অন্যদের স্ট্যাটাস আপডেট এ কমেন্ট করুন অ্যান্ড + দিন
6. আপনার আপডেট গুলো শেয়ার করুন via ইমেইল।
7. সামাজিক নেটওয়ার্ক সাইট গুলোতে আপনার গুগল প্লাস প্রোফাইল শেয়ার করুন।
8. আপনি ইমেইল সিগনেচার হিসেবে ব্যাবহার করুন।
9. ফোরাম প্রোফাইল এ সিগনেচার অথবা প্রোফাইল হিসেবে গুগল প্লাস প্রোফাইল ব্যাবহার করুন।

আমি জানি এটা অনেক লং টাইম আপনার সার্কেল ফুল করা এখন থেকে শুরু করে দিন। কাজে দিবে এক সময়।
N.B: যদি কিছু খারাপ লিখি তাহলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
By Ramkrishna.Bhattacharjee

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot