Sunday, October 28, 2012

জেনে নিই সার্চ ইঞ্জিন এর ইনডেক্স করার সীমাবদ্ধতা।।

স্বাগতম সবাইকে আমার পোস্ট এ। এটি একটি ছোট পোস্ট। তারপরও যারা ব্লগিং করছেন তাদের জন্য উপকারি হবে বলে আশা করি। আমি এই পোস্ট এ বোঝানর চেষ্টা করবো কি কি বিষয় খেয়াল না  করলে আপনার ওয়েব সাইট ইনডেক্স থেকে বঞ্চিত হতে পারে বা সার্চ ইঞ্জিন এর ইনডেক্স করার সীমাবদ্ধতা কি কি?

পেজ এর ফাইল সাইজ:

১৫০ কিলোবাইট এর বেশি নয় ( ইমেজ, সিএসএস ও অন্যান্য অ্যাটাচমেন্ট ছাড়া)

পেজ এ লিংক এর পরিমান:

১০০ টি ইউনিক লিংক এর বেশি নয়

টাইটেল ট্যাগ:

৭০ টি শব্দের বেশি নয়

মেটা ডেসক্রিপশন:

১৫৫ টি শব্দের বেশি নয়

URL এর মানসমূহঃ 

২ এর বেশি নয়

ভূল পদ্ধতিঃ

http://www.mysite.com/brands.php?object=1&type=2&kind=3&node=5&arg=6

সঠিক পদ্ধতিঃ

http://www.mysite.com/brands.php?nike

URL এর গভীরতা:

৪ এর বেশি নয়

পদ্ধতিঃ

http://www.mysite.com/people/places/things/noun/danny/car

তবে সবচেয়ে ভাল ফলাফল পেতে এভাবে ব্যবহার করুনঃ

http://www.mysite.com/people/danny

আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যদি কোন প্রশ্ন থাকে তাহলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাই কে।

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot