Monday, October 29, 2012

গ্রামীণ সিম দিয়ে ফ্রি ইন্টারনেট চালান আজীবন মেয়াদ (মেগা টিউন)

আমি আজকে আপনাদের দেখাব কিভাবে গ্রামীণ সিম দিয়ে আজীবন ফ্রি ইন্টারনেট চালাবেন। আমি তিন মাস হল এভাবে ইন্টারনেট চালাছি। আপনারা ও পারবেন।


আর বকবক না করে কাজ শুরু করি।

আপনার যা যা লাগবেঃ
১-একটি GP সিম
২-একটি মডেম
৩-একটি কম্পিটার

এবার মুল কাজে যায় ঃ
১-প্রথমে এখানে যান । download করে আনজিপ করুন। তারপর এখানে যান । এখান থেকে ১টি একাউন্ট করেন।
২-তারপর আপনার gp মডেম টি কম্পিউটারে কানেক্ট করুন। আপনার সিমে যে কোন একটি pakage(যেমন P1 send 5000) চালু করেন। আপনার কোন টাকা কাটবে না।
3-এরপর এখানে যান ।ফ্রি ব্রাওজিং। টাকা কাটবে না।
৪-আপনার download করা আনজিপ করা ফোল্ডারে দেখেন PD-launcher নামে একটি ফাইল আছে । PD-launcher ক্লিক করেন।
৫- yes চাইলে yes দেন। তারপর নিচের মত একটি উইন্ডো আসবে।

৬- সেখানে আপনি যে একাউন্ট করেছিলেন, তার উজারনেম ও পাসওয়াড দিয়ে কানেক্ট করেন।
৭-কানেক্ট হলে আপনি ইচ্ছা মত ইন্টারনেট ইউস করতে পারবেন।

(বিঃদ্রাঃ ১টি একাউন্ট দিইয়া ১০০mb use করা যায়। আপনি যদি ১০ টি একাউন্ট করেন, তাহলে ১gb use করতে পারবেন। যত বেশি একাউন্ট তত বেশি use.

আর একটি কথাঃ ১টি একাউন্ট দিয়ে ৯০mb use করার পর আর একটি একাউন্ট কানেক্ট করেন। যদি কোন কারনে ১০০mb use হয়ে যায়, তাহলে ঐ দিন আর কনেক্ট হবে না। সাবধান।

আর একটি কথাঃ আপনি যদি বেশি স্পীড পেতে চান, তাহলে আপনাকে p1 pakage বাদে অন্য কোন পেকেজ (জেমনঃp7, 3,1...) চালু করতে হবে। p7 চালু করলে ১৫ দিন আনলিমিটেড চালাতে পারবেন। মানে অন্য যেকোনো পেকেজ।

এটি গ্রামীণ জানলে ও কিছু করতে পারবে না। আজীবন চালান ফ্রি ইন্টারনেট।))

---------Banglalion,Qubee,olloo এগুলো তে ও আনলিমিটেড চালাতে পারবেন। একই ভাবে। তারপর ও কোন সমস্যা হলে কমেন্ট করেন।

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot