Wednesday, October 31, 2012

অতিসহজেই লাইক,ভোট,আর মেলা কিছু সাইটের মুল্যবান কালেকশন

  •  
  •  
প্রথমেই বলে, আমার ফ্রিলেঞ্চিং এর শুরুতে এগুলো নিয়ে কাজ করতাম । এগুলো অনেক কষ্ট করে যোগাড় করেছি । আপনাদের মাঝে তা আজ বিলিয়ে দিলুম :পি ।আর হ্যাঁ এগুলোর প্রধান ছিলো www.youlikehits(dot)com কিন্তু এইটাই এখন ফেসবুক লাইক বাদে অন্যান্য কাজ গুল ভালই হচ্ছে । সাইট লিঙ্ক গুল ঃ-
Read More

$5 মূল্যের .asia ডোমেইন একদম ফ্রী-তে লুফে নিন

আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার প্রথম টিউনে। প্রথমেই আমি আপনাদের সাথে দারুন একটি নিউজ শেয়ার করার মাধ্যমে টিটি তে আমার টিউনিং যাত্রা শুরু করতে যাচ্ছি। আশা করি আপনাদের পাশেই পাব।
বলা বাহুল্য যে, ডোমেইনের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ডোমেইন হল .com। যা GoDaddy থেকে কিনতে গেলে আপনাকে প্রায় ১০ ডলার গুনতে হবে। অনুরুপভাবে GoDaddy থেকে .asia এক্সটেনশনের ডোমেইনগুলো নিতে চাইলে আপনার খরচ পড়বে প্রায় ৫ ডলার। আর এই ৫ ডলারের .asia ডোমেইন আপনি একদম বিনামূল্যে নিতে পারেন CrazyDomains থেকে। CrazyDomains হল Australia - এর একটি ডোমেইন/হোস্টিং কোম্পানী। তারা অল্প কিছুদিনেল জন্য এই অফারটি দিয়েছে। কিছুদিন আগেও তারা অফারটি দিয়েছিল, কিন্তু কয়েকদিন পর হঠাৎ করে তারা অফারটি বন্ধ করে দিল। এখন পুনরায় তারা ফ্রী .asia ডোমেইনের অফারটি চালু করেছে। তাই খুব শীঘ্রই রেজিস্ট্রেশন করে ফেলুন আপনার ফ্রী .asia ডোমেইনটি।


ডোমেইন রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন। তারপর .asia এক্সটেনশনটি সিলেক্ট করে আপনার পছন্দের ডোমেইনটি Available আছে কিনা সার্চ করে দেখুন। Available থাকলে ঝটপট রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সেরে ফেলুন। রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি খুবই সহজ, তাই আর দেখালাম না। তারপরও আপনাদের কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ডোমেইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া পুরোপুরিভাবে শেষ হতে আপনাকে প্রায় ২ দিনের মত অপেক্ষা করতে হতে পারে। একই আইপি দিয়ে একাধিক ফ্রী ডোমেইন নেয়া যায়না। কিন্তু আপনি আইপি পরিবর্তন করে একাধিক ফ্রী ডোমেইন নিতে পারবেন।
Read More

ফ্রি তে GP সিম দ্বারা ফেসবুক ব্যবহার করুন ।

আসসালামু আলাইকুম ।

কেমন আছেন বন্ধুরা । সবাই আশা করি অনেক ভাল আছেন

একদম সত্যি কথা ফিতে gp
দ্বারা ফেসবুক ব্যবহার করুন । শুধু নিচের স্টেপ গুলো অনুযায়ী কাজ করুন ।

Opera mini এর যে কোন ভার্সন
এখন অপেরা র এড্রেস বারে গিয়ে 0.facebook.com লেখে এন্টার করুন !!Done!!!!

এখন ফেসবুক ইউজ করুন মনের শান্তিতে !


সিমে এক পয়সাও রাখা চলবে না ।এই ভাবে ছবি ডাইরেক্ট দেখতে পারবেননা !

Photo লেখাতে ক্লিক দিলে উপরে লেখা আছে You are using aversion of Facebook withoutphotos. To view the photo below, click here. Standard data charges may apply.

এইটা লেখা তে যান Click here এইটা তে ক্লিক দিলেই দেখতে পারবেন ।

শুধু মাত্র ফেসবুক চালাতে পারবেন এইভাবে | অন্য কিছু নয়
Read More

মোবাইলে জিপি সিম ব্যাবহার করে শুধুমাত্র মোবাইলের configuration পরিবর্তন করে ফ্রী আনলিমিটেড ইন্টারনেট চালান .

সুপ্রিয় ভাই ও বোনেরা, সালাম নিবেন । আশাকরি সবাই ভাল আছেন । আজ আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার মোবাইলে জিপি সিম ব্যাবহার করে শুধুমাত্র মোবাইলের configuration পরিবর্তন করে ফ্রী আনলিমিটেড ইন্টারনেট চালান যায় ।
পদ্ধতি-(নকিয়ার জন্য):
প্রথমে আপনার মোবাইলের Menu তে যান । তারপর > Menu
> Settings
> Configurations
> Personal Configurations
> Option থেকে Add New > Web সিলেক্ট করুন।
> Web এর ভেতর যা যা পাবেন তা নিম্নরূপে পরিবর্তন করুনঃ
Account Name: Free Internet Home: http://www.gpworld.com
Use Preffered Access Point: No
Use Preffered Access Point No করলে Access Point Setting পাবেন। Access Point Setting এ প্রবেশের পর
 Proxy : Enable
 Proxy Address: 173.208.197.229
 Proxy Port: 80
 Bearer Setting এ যান। এখানে পাবেন Pocket Data Account Access Point যেটাতে internet লেখা থকে এটাকে gpinternet লিখে দিন।
এবার Back চেপে চেপে বের হয়ে আসুন। এখন আবার নতুন করে Menu> Settings> Configaration> Personal Configurations যান এবং Option থেকে Free Internet কে Active করুন।
এখন ০(জিরো) চেপে ধরে রেখে Home এ প্রবেশ করুন। দেখুন Enter URL লেখা আছে। এখানে যে ঠিকানার যেতে চান তা লিখে go তে ক্লিক করুন। এভাবে যত খুশি ব্রাউজ/ডাউনলোড করুন ।
বি.দ্রঃ সিমে কোন টাকা রাখবেন না। টাকা থাকলে টাকা কাটবে।কোন ভুল হলে ক্ষমা করবেন।
Read More

Tuesday, October 30, 2012

অনলানে খুব সহজে ইনকাম করার আর একটি ট্রিকস (১০০% কার্যকর) (না দেখলে মিস করবেন)

আজ আমি সবার জন্য একটি ঈদ উপহার নিয়ে এসেছি। আমরা অনেকে অনলিনে টাকা উপার্জন করতে চাই কিন্তু পারি না তাই আমি আজকে জানাবো কিভাবে আমরা Android মোবাইল ব্যবহার করে টাকা আয় করতে পারি ।


১. যাদের Android Mobile আছে তাদের জন্য ।

Whaff 168x300 Android মোবাইল দিয়ে টাকা উপার্জন করুন ১০০% কার্যকর Whaff2 168x300 Android মোবাইল দিয়ে টাকা উপার্জন করুন ১০০% কার্যকর Whaff3 168x300 Android মোবাইল দিয়ে টাকা উপার্জন করুন ১০০% কার্যকর Whaff4 Android মোবাইল দিয়ে টাকা উপার্জন করুন ১০০% কার্যকর


প্রথমে Android Mobile দিয়ে  WHAFF Apps টা Download করুন ।

মোবাইল এ ইন্সটল করার পর তা start করুন ।

Apps টা start করার পর সেটা আপনার Facebook  ID দিয়ে Log in করুন ।

Log in করার পর একটা মেসেজ বক্স আসবে সেখানে Invite Code চাবে সেখানে AA65778 এ কোড টা দিয়ে দিন এবং ok করুন ।

আপনে যদি Invite Code use না করেন তাহলে আপনের loss হবে কারন আপনি যখন Invite Code টা use করবেন
তখন আপনার অ্যাকাউন্ট এ 0.20$ জমা হাবে এবং যে আপনাকে  Invite Code দিবে সেও 0.20$ পাবে।

আপনার Invite Code পাবার জন্য Invite এ যান সেখানে আপনার কোড পাবেন।

এখন আপানার যত Facebook বন্দু আছে সবাইকে Invite করুন এই WHAFF Apps টা ডাউনলোড করার জন্য এবং আপনার Invite Code টা দিয়ে দিবেন এতে তার ও লাভ হবে আপনার ও হবে।

আর একটা উপায় এ এই WHAFF দারা আয় করা যায় আপনি ইচ্ছা করলে তাদের থেকে Android Apps ডাউনলোড করেও আয় করতে পারেন ।

5$ হলে এখান থেকে টাকা উঠাতে পারবেন PAYPAL দিয়ে ।


২.যাদের Android Mobile নাই তাদের জন্য ।

যাদের Android Mobile নাই তারা মন খারাপ করেন না তাদের জন্য আমি আছি না এখন আমি বলবো কিভাবে Android Mobile না থাকলে ও PC থেকে কিভাবে আপনে উপরোক্ত কাজ গুলো করতে পারবেন।

প্রথমে নিচের লিংক এ সফটওয়্যার টা ডাউনলোড করুন
BlueStacks

এটা Android PC emulator যা আপনার পিসি কে Android মোবাইল করে ফেলবে ।
এখন উপরের নিয়ামে WHAFF ডাউনলোড করুন এবং বন্ধু দের Invite করুন ।

 :(বিঃদ্রঃ আমি আমার Invite Code টাকা আয় করার জন্য দেই নাই এটা দেওয়া হইয়াছে শদু আর এক জনের উপকার এ জন্য । যদি আপনারা চান তাহলে Invite Code Use করেন না করলে না:)
Read More

Monday, October 29, 2012

License/Crack ছাড়া Kaspersky Antivirus (KAV) and Kaspersky Internet Security (KIS) ইউস করেন আজীবন


আমি আজকে দেখাব কিভাবে license ছাড়া Kaspersky Antivirus এবং Kaspersky Internet Security আজীবন ইউস করবেন। তাহলে শুরু করি।ঃ



কিভাবে  Kaspersky ইউস করবেন License Key ছারাঃ

1) Disconnect from Internet connection by unplugging the Modem cable.
 
2) Now Open Kaspersky (Kav or Kis) and Click Settings

3) Uncheck "Enable Protection" option.
 
4) Click "Options" tab, uncheck "Enable self-defense" and "Disable External service control"
 
5) Go to Start> Run...  and type regedit and click Ok

6) Browse to the following key:  HKEY_LOCAL_MACHINE>SOFTWARE>KasperskyLab>environment


7) From the list box in the right, Double Click the key named "ProductStatus"

8) In the "Value Data" field replace Released with Beta and Click Ok

9) Go back to Kaspersky Settings and Check the following options: 
  • Enable Protection
  • Enable Self-Defense
  • Disable External service control
10) Click Ok then Restart your computer to apply settings.



Done! Now to activate the License: Run Kaspersky, Click License, Click Activate new License, then Click Activate Beta License, finally click Next then Ok
 
সবাই ভাল থাকবেন। আজকের মত এখানেই সমাপ্তি...............।
Read More

Flash Drive (Pendrive) কে আপনার পিসির RAM হিসেবে ইউস করবেন কোন সফটওয়্যার ছাড়া



আমি আপনাদের দেখাব কিভাবে কোন সফটওয়্যার ছাড়া Flash Drive (Pendrive) কে RAM হিসেবে ইউস করতে হয়। তাহলে শুরু করি।


Windows XP

1) Insert the Flash Drive then Right Click on Computer > Properties
 
2) Navigate to Advanced tab then click Settings under Performance section.
 
 
3) Click Advanced tab again, and click Change under Virtual Memory section.
 
4) Select the USB Flash Drive letter from the list, click Custom Size .
 
5) Set the minimum and maximum size to use in the Flash Drive (better choose same size of flash drive)
 
 
6) Press OK and Apply all settings, Restart your Computer for changes to take effect.

Windows Vista / 7


1) Insert USB Flash Drive into your computer.

2) Right Click on the USB Flash Drive > Properties

3) Navigate to ReadyBoost tab.
4) Select Use this Device and allocate the amount of memory to use (better choose around 80% of USB Flash Drive's size)
 
5) Click OK to apply all settings, then Restart the computer for changes to take effect.

সবাই ভাল থাকবেন। আজকের মত বিধায়।
Read More

আপনার পিসির গতি বাড়ান কোন সফটওয়্যার ছাড়া (কাজের টিউন)


নানা কারনে আমাদের পিসি অনেক Slow হয়ে যায়। এখান আমি দেখাব কিভাবে কোন সফটওয়্যার ছাড়া পিসির গতি বৃদ্ধি করতে হয়। তাহলে শুরু করি...।ঃ


স্টেপ - ১ :

Startup Programs

1) Click Start> Run...  

2) Type msconfig in the text box, then Hit OK

3) Go to Startup Tab

4) Disable all the unimportant programs (such as: MSN, Skype, Facebook update, Google Update...)

5) Click OK and restart the computer.






স্টেপ ২ :

Uninstall Unnecessary Programs

1) Go to Control Panel

2) Under Programs click Uninstall Programs

3) There, you can uninstall all unnecessary programs (such as: App Updater...)


স্টেপ -৩ :

Clean Temporary and Unused Files

1) Go to Computer

2) Right Click the Drive you want to clean (e.g: C:\ )
3) Click Properties

4) Click Disk Cleanup

5) Wait a little, select the stuffs you want to Clean (such as: Temporary Internet Files, Offline Webpages...)
6) Click OK then Delete Files
Read More

নিয়ে নিন .com, .net, .org,ডোমেইন তা ও আবার ফ্রীতে

আমি আপনাদের দেখাব কিভাবে ফ্রিতে প্রিমিয়াম ডোমেন নিবেন...। তাহলে শুরু করি।

ফ্রী ডোমেইন পাওয়ার জন্যঃ

১) এই লিঙ্ক এ জান

২) সাইন আপ করেন

৩)্তারপর আপনার রেফার লিঙ্ক দিয়ে only ৯ জন কে রেফার করেন

৪)তারপর আপনি ফ্রীতে .com/.net/.org ডোমেন পেয়ে যাবেন।

৫)আপনি যদি ২টি ডোমেন নিতে চান তাহলে ১৬টি রেফার করতে হবে।

তাই দেরি না করে এই লিঙ্কে যেয়ে register করেন
সবাই ভাল থাকবেন।
Read More

কিভাবে ইমেজ (Picture) থেকে লেখা (Text) কপি করবেন...............।



 




আমি এখন দেখাব কিভাবে কোন Image থেকে text কপ্ই করতে হয়...। এইটা আমাদের অনেক সময় করতে হয়। কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে করতে হয়। তাহলে শুরু করিঃ

ধাপে ধাপেঃ-

1) Prepare the image that contains text, by scanning or taking a picture of it.
2) Go to OnlineOcr

3) Click Browse... then select the image that you scanned.
4) Select the Language that the picture is written by (to make it more accurate)
5) Select the Output Format : MsWord, MsExcel, or plain text.
6) Click Recognize to start the process.
7) Done! It will take a little while to show the text file. It have around 94.5% of accuracy, so after finishing remember to re-check the missing text if found.
Read More

কিভাবে Trial (Demo) version সফটওয়্যার আজীবন চালাবেন? (মেগা টিউন) কিভাবে Trial (Demo) version সফটওয়্যার আজীবন চালাবেন?


ইন্টারনেট এ অনেক সফটওয়্যার আছে যে গুলি trail version. আমি এখন দেখাব কিভাবে Trail সফটওয়্যার কে আজীবন চালাবেন। তাহলে শুরু করি......।।

1) প্রথমে  Download করুন RunAsDate from Here

 2)  Open করুন RunAsDate :



  3) Click Browse... and select your Application to Run (e.g : C:\Program Files\Mozilla Firefox\Firefox.exe )(main exe file)

4) Select the date which you were able to use the program normally and Click Run.

Note: আপনি .Desktop shortcut তৈরি করে নিতে পারেন। তাহলে চালাতে সহজ হবে।

(সতর্কতাঃ আপনাকে লক্ষ রাখতে হবে যেন Desktop shortcut টি ছাড়া অন্য কোন ভাবে যেন program টি চালু না হয়।)
সবাই ভাল থাকবেন।
Read More

মোবাইল দিয়ে, Grameen সিম দিয়ে ফ্রি ইন্টারনেট ইউস করেন আনলিমিটেড

প্রথমে আপনার সিমটিতে যেকোনো একটি প্যাকেজ একটিভ করেন।
তারপর আপনাকে internet configuration setting এ গিয়ে দুটি কাজ করতে হবে।
১। proxy address:076.073.016.123
  port:80  এবং
২। homepage:wap.gpgamestore.com  দিবেন।
তারপর সেভ করে , wap.gpgamestore.com সাইট যান।  এবং যাওয়ার পর একটি সার্চ বক্স দেখতে পাবেন। এবং সেখানে আপনের কাঙ্ক্ষিত সাইট টি দিন। এবং ফ্রি ইন্টারনেট ইউস করেন।
তবে ইন্টারনেট স্পীড বেশি ভাল না।
Internet Configuration Setting মেনু সব মোবাইল এর এক রকম নয়। তবে আমি Nokia Symbian Seris এর স্ক্রীন সট দিলাম।
তারপর ও কোন সমস্যা হলে কমেন্ট করবেন please.
প্রথমে মেনুতে যান।
তারপর Setting..>Connection...>Destination.... যান
স্ক্রীন সট এর মত করেন...। তারপরও কোন সমস্যা হলে কমেন্ট করেন।

No দিন।
এবার সেভ করেন। বুজতে সমস্যা হলে কমেন্ট করেন।
Read More

Banglalion, Qubee, Ollo মডেম দিয়ে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট চালান (মেগা টিউন)

আমি আজকে আপনাদের দেখাব কিভাবে বাংলালায়ন/কিউবি/ওলো মডেম দিয়ে আজীবন ফ্রি ইন্টারনেট চালাবেন। আমি তিন মাস হল এভাবে ইন্টারনেট চালাছি। আপনারা ও পারবেন।


আর বকবক না করে কাজ শুরু করি।

আপনার যা যা লাগবেঃ
১-একটি বাংলালায়ন/কিউবি/ওলো মডেম
২-একটি কম্পিটার

এবার মুল কাজে যায় ঃ
১-প্রথমে এখানে যান । download করে আনজিপ করুন। তারপর এখানে যান । এখান থেকে ১টি একাউন্ট করেন।
২-তারপর আপনার  মডেম টি কম্পিউটারে কানেক্ট করেন। আপনার মডেম টি পিসি কানেক্ট হলেই হবে, কোন পেকেজ থাকতে হবে না।
৩-আপনার download করা আনজিপ করা ফোল্ডারে দেখেন PD-launcher নামে একটি ফাইল আছে । PD-launcher ক্লিক করেন।
৪- yes চাইলে yes দেন। তারপর নিচের মত একটি উইন্ডো আসবে।

৫- সেখানে আপনি যে একাউন্ট করেছিলেন, তার উজারনেম ও পাসওয়াড দিয়ে কানেক্ট করেন।
৬-কানেক্ট হলে আপনি ইচ্ছা মত ইন্টারনেট ইউস করতে পারবেন।

(বিঃদ্রাঃ ১টি একাউন্ট দিইয়া ১০০mb use করা যায়। আপনি যদি ১০ টি একাউন্ট করেন, তাহলে ১gb use করতে পারবেন। যত বেশি একাউন্ট তত বেশি use.

আর একটি কথাঃ ১টি একাউন্ট দিয়ে ৯০mb use করার পর আর একটি একাউন্ট কানেক্ট করেন। যদি কোন কারনে ১০০mb use হয়ে যায়, তাহলে ঐ দিন আর কনেক্ট হবে না। সাবধান।


আর একটি কথা, আপনার মডেম টি আপনের পিসি তে আগে ইউস করা হতে হবে। যদি আগে ইউস না করে থাকেন বা ইউস করার পর যদি windows সেটআপ করে থাকেন তাহলে আপনি কানেক্ট করতে পারবেন না।
সুতরাং আপনার মডেম এর মেয়াদ শেষ হওয়ার আগে আপনার পিসি ইউস করা থাকতে হবে।)

তারপর ও কোন সমস্যা হলে কমেন্ট করে জানান।
Read More

গ্রামীণ সিম দিয়ে ফ্রি ইন্টারনেট চালান আজীবন মেয়াদ (মেগা টিউন)

আমি আজকে আপনাদের দেখাব কিভাবে গ্রামীণ সিম দিয়ে আজীবন ফ্রি ইন্টারনেট চালাবেন। আমি তিন মাস হল এভাবে ইন্টারনেট চালাছি। আপনারা ও পারবেন।


আর বকবক না করে কাজ শুরু করি।

আপনার যা যা লাগবেঃ
১-একটি GP সিম
২-একটি মডেম
৩-একটি কম্পিটার

এবার মুল কাজে যায় ঃ
১-প্রথমে এখানে যান । download করে আনজিপ করুন। তারপর এখানে যান । এখান থেকে ১টি একাউন্ট করেন।
২-তারপর আপনার gp মডেম টি কম্পিউটারে কানেক্ট করুন। আপনার সিমে যে কোন একটি pakage(যেমন P1 send 5000) চালু করেন। আপনার কোন টাকা কাটবে না।
3-এরপর এখানে যান ।ফ্রি ব্রাওজিং। টাকা কাটবে না।
৪-আপনার download করা আনজিপ করা ফোল্ডারে দেখেন PD-launcher নামে একটি ফাইল আছে । PD-launcher ক্লিক করেন।
৫- yes চাইলে yes দেন। তারপর নিচের মত একটি উইন্ডো আসবে।

৬- সেখানে আপনি যে একাউন্ট করেছিলেন, তার উজারনেম ও পাসওয়াড দিয়ে কানেক্ট করেন।
৭-কানেক্ট হলে আপনি ইচ্ছা মত ইন্টারনেট ইউস করতে পারবেন।

(বিঃদ্রাঃ ১টি একাউন্ট দিইয়া ১০০mb use করা যায়। আপনি যদি ১০ টি একাউন্ট করেন, তাহলে ১gb use করতে পারবেন। যত বেশি একাউন্ট তত বেশি use.

আর একটি কথাঃ ১টি একাউন্ট দিয়ে ৯০mb use করার পর আর একটি একাউন্ট কানেক্ট করেন। যদি কোন কারনে ১০০mb use হয়ে যায়, তাহলে ঐ দিন আর কনেক্ট হবে না। সাবধান।

আর একটি কথাঃ আপনি যদি বেশি স্পীড পেতে চান, তাহলে আপনাকে p1 pakage বাদে অন্য কোন পেকেজ (জেমনঃp7, 3,1...) চালু করতে হবে। p7 চালু করলে ১৫ দিন আনলিমিটেড চালাতে পারবেন। মানে অন্য যেকোনো পেকেজ।

এটি গ্রামীণ জানলে ও কিছু করতে পারবে না। আজীবন চালান ফ্রি ইন্টারনেট।))

---------Banglalion,Qubee,olloo এগুলো তে ও আনলিমিটেড চালাতে পারবেন। একই ভাবে। তারপর ও কোন সমস্যা হলে কমেন্ট করেন।
Read More

Sunday, October 28, 2012

ইন্টারনেট থেকে আয়ের সহজ ও নিরাপদ উপায়

ইন্টারনেট থেকে আয়ের ইচ্ছা প্রায় সকল ব্রাউজারের মধ্যেই বিদ্যমান আছে। তবে আপনি তুলনামূলক কম পরিশ্রম করে ভাল উপার্জন করা সম্ভব যদি আপনি একজন প্রফেশনাল মানের ওয়েব বা ব্লগ পাবলিশার হতে পারেন। কেননা, অনলাইনে যতগুলো মাধ্যমে অর্থ উপার্জন করা যায় অনলাইন এ্যাডভারটাইজিং তাদের মধ্যে অন্যতম। আর একজন প্রফেশনাল মানের পাবলিশার হতে হলে অবশ্যই আপনাকে কিছু বিষয় জেনে-বুঝে কাজ করতে হবে। আর এ আয়ের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে গুগল এ্যাডসেন্সকে। এখন পর্যন্ত যতগুলো এ্যাডসেন্স কোম্পানি গড়ে উঠেছে, সকল দিক বিবেচনা করলে গুগল এ্যাডসেন্স এর অবস্থান সবার শীর্ষে। এখানে যেমনি কোন অসৎ আচারন সহ্য করা হয় না, তেমনি আপনার উপার্জিত অর্থ পরিশোধের বেলায়ও তারা থাকে বেশ সোচ্চার। অর্থাৎ, অর্থ উপার্জনের পরে অর্থ হাতে পাওয়ার ব্যাপারে কোন প্রকার সন্দেহ নেই।
ইন্টারনেট থেকে আয়ের সহজ ও নিরাপদ উপায়
বিভিন্ন প্রতিষ্ঠান তাদের প্রডাক্ট বিশ্বব্যাপী মার্কেটিং করার জন্য সবার আগে অগ্রাধিকার দেয় গুগলকে। কেননা তাদের আছে সুবিশাল নেটওয়ার্ক এবং সার্চ ইন্জিনের দিক থেকে বিবেচনা করলে গুগল অপ্রতিদ্বন্দী। এ্যাড কতবার দেখানো হবে, কোন ধরনের সাইটে দেখান হবে ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে গুগলে এ্যাড দেয়ার জন্য প্রথমে একটি প্রডাক্ট কোম্পানি গুগলকে পে করে থাকে। এক্ষেত্রে একই কী ওয়ার্ডের ওপর বিভিন্ন কোম্পানি কম-বেশি রেটে এ্যাড প্রদান করে থাকে। তাই আপনার ব্লগ বা ওয়েবসাইটে এ্যাড পাবলিশিং এর ক্ষেত্রে এ্যাডের কোয়ালিটিকে অব্শ্যই বিবেচনা করতে হবে। কেননা, এ্যাডসেন্স থেকে আপনার অতিরিক্ত আয়ের প্রত্যাশা থাকাটাই স্বাভাবিক।

আসুন এবার জেনে নেই এডসেন্স থেকে আয়ের কিছু কৌশল বা বিবেচ্য বিষয়সমূহ:
১. গুগল কিভাবে একটি সাইটে এ্যাড দিয়ে থাকে সে বিষয় সম্পর্কে নূন্যতম একটি ধারনা থাকা একজন ওয়েব পাবলিশারের জন্য খুবই জরুরি। গুগল সবসময় আপনার প্রত্যেকটি আর্টিকেলের কীওয়ার্ডকে বিবেচনা করে থাকে। তাই বেশি উপার্জনের ইচ্ছা থাকলে অবশ্যই আপনাকে মূল্যবান কীওয়ার্ড বেছে নিতে হবে। আর এটি আপনি রিসার্চ করতে পারেন গুগল কীওয়ার্ড টুল এর মাধ্যমে। ধরুন, আপনি যদি একটি গাড়ির মডেল নিয়ে আর্টিকেল পোষ্ট করেন তবে অবশ্যই আপনি একটি গাড়ি কোম্পানির এ্যাড পেতে পারেন। এটিই হচ্ছে কীওয়ার্ড রিলেটেড এ্যাড প্রদর্শন সিষ্টেম।
২. একজন ভাল ব্লগার তার ব্লগে লিখবেন এটা স্বাভাবিক, কিন্তু তার চেয়েও বড় কথা হল অধিক উপার্জনের জন্য যেকোন কন্টেন্ট না লিখে বিষয়ভিত্তিক কন্টেন্ট লিখতে হবে। সাধারনত প্রডাক্ট এবং সার্ভিস নিয়ে লেখালিখি করলে ভাল ফলাফল পাওয়া যায়। কেননা এ ধরনের বিজ্ঞাপনের আউটলুক যেমনি সুন্দর তেমনি এর টাইটেল থাকে অনেক বেশি আকর্ষনীয়।
৪. সত্যি কথা বলতে গুগল এ্যাডসেন্স থেকে আয়ের পূর্ব শর্ত হল সাইটে প্রচুর ভিজিটর থাকতে হবে আর ভিজিটর বৃদ্ধির জন্য আপনারকে অবশ্যই পেজকে অপটিমাইজ করতে হবে। যার ফলে দিনে দিনে আপনার টপিকসগুলো গুগলের সার্চে চলে আসতে থাকবে।
৫. উপরের বিষয়গুলোর পাশাপাশি দেশ ভেদেও এ্যাড থেকে আয়ের রেট কম-বেশি হয়ে থাকে। ধরুন একটি এ্যাডে যদি কোন বাংলাদেশী ভিজিটর ক্লিক করে থাকে তবে আপনি যতটুকু আয় করবেন তার চেয়ে অনেক বেশি আয় করতে পারবেন এই একটি ক্লিক যদি ইউরোপ কিংবা আমেরিকা থেকে করে। বিষয়টি বেশ স্বাভাবিক যে আমাদের দেশের টাকার মূল্য আর ধনী দেশগুলোর টাকার মূল্য সমান নয়। পাশাপাশি অনলাইন থেকে প্রডাক্ট কেনা-কাটা করার প্রচলন ধনী দেশগুলোতে বেশ সমাদৃত, যা আমাদের দেশে নাই বললেই চলে। অর্থাৎ এ্যাড কোম্পানির প্রত্যাশা পূরন হয়ে থাকে যখন এ্যাডের মাধ্যমে তাদের বিক্রির পরিমান বাড়ে।
৬. একজন ব্লগার নিয়মিত লেখালেখি করে যে পরিমান উপার্জন করে তার চেয়ে অনেক বেশি উপার্জন সম্ভব যদি আপনি প্রডাক্ট কিংবা সার্ভিস এর উপরে অল্প কিছু টপিকস লিখে সেগুলোকে যদি গুগলের সার্চে নিয়ে আসা যায়। এ জন্য আপনাকে অল্প পরিমান টপিকস লিখে সেগুলো সার্চে নিয়ে আসতে বেশি বেশি এসইও এর কাজ করতে হবে। আর্টিকেল লেখার সুবিধার জন্য অবশ্যই আপনি লেখার পূর্বে বিভিন্ন সাইটের প্রডাক্ট রিভিউ পড়ে নিতে পারেন।
পুরো প্রক্রিয়াটি পুরোনোদের কাছে পরিচিত হলেও নতুনদের জন্য অনেক বেশি উপকারে আসবে বলে প্রত্যাশা করছি। পাশাপাশি এ্যাডসেন্স পাওয়ার ব্যাপারে তাড়াহুড়ো না করে একটি ভাল মানের সাইট তৈরির দিকে নজর দেয়াটাই নতুন একজন ব্লগারের জন্য অধিক গুরুত্বপূর্ন। গুগল এ্যাডসেন্স থেকে বেশি পরিমানে এবং দীর্ঘ মেয়াদি আয় পেতে হলে অবশ্যই আপনাকে উপরের বিষয়গুলোর প্রতি যত্নবান হতে হবে। সামনে আবারো হাজির হব নতুন কোন টপিকস নিয়ে সে পর্যন্ত ভাল থাকুন সুস্থ থাকুন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি……..
[http://tutorialbd.com/bn/?p=6759]
Read More

গুগল পাণ্ডা বধ ও এর সকল সমস্যা সমাধান একসাথে। পাণ্ডাকে নিয়ে মাথা ঠাণ্ডা রাখেন

সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন সবাই। আজ আবার ও গুগল পাণ্ডা নিয়ে লিখতে বসলাম, আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে এই  পাণ্ডার হাত থেকে আপনার ওয়েব সাইট কে রক্ষা করবেন, কি কি বিষয় বা কৌশল এখন ও কাজ করছে ইত্যাদি। তো চলুন শুরু করা যাক
গত টিউনে আমি গুগল পাণ্ডা কি , এর ভার্সন বা আপডেট সম্পর্কে বলেছেলাম। যারা মিস করেছেন তারা দেখে নিতে পারে।

যেসকল কারণে আপনার ওয়েব সাইট পাণ্ডার কিক খেতে পারে

আশা করি কেউই চাইবেন না পাণ্ডার কিক খেয়ে রেংক হারাতে। গুগল পাণ্ডা আপনাকে তখনই কিক মারার জন্য প্রস্তুতি নিবে যখন নিচের বিষয় গুলো আপনার ওয়েবসাইট এ থাকবে, তো দেখে নিই কি কি বিষয় আপনার ওয়েবসাইটকে দুর্বল করে দিতে পারে।
১. খুবই অল্প পরিমাণের অরজিনিয়াল কন্টেন্ট থাকলে,
২. নিম্নমানের ও খুব কম ইনবন্ড লিংক আপনার সাইট এ থাকলে
৩. বাউন্স রেট বেশি হলে বা ভিজিটরা কম সময় সাইট  ভিজিট করলে
৪. সর্বচ্চো পরিমানের % কপি- পেস্ট কন্টেন্ট থাকলে,
৫.  অনেক পেজ ওয়েবসাইট এ কিন্তু কাজের পোস্ট একটাও নাই , মানে সব ই আপনার ওয়েবসাইটের বিষয়ের সাথে মিল নেই।
৬. আজে বাজে শব্দ দ্বারা পূর্ণ ওয়েব সাইট
৭. অধিক মাত্রায় অবাঞ্ছনীয় ব্যাক লিংক থাকলে।

 যেভাবে গুগল পাণ্ডাকে বধ করবেন।

গত টিউনে আসিফ ভাইয়া একটা কমেন্ট করেছিলে। সেখানে আসিফ  ভাইয়া বলেছেন “পান্ডা আসলে, সার্চ কোয়ালিটি আপডেট” আমি ও উনার কথার সাথে মিল রেখে বলতে চাই যদি আপনি গুগল পাণ্ডা কে বধ করতে চান তাহলে অবশ্যই আপনার সাইটকে এমন ভাবে আপডেট করতে হবে যাতে করে সেটি এই সার্চ কোয়ালিটির আপডেটের মধেই থাকে। তো গুগল পাণ্ডাকে টপকে উপরের দিকে যেতে হলে আপনাকে যা যা করতে হবে তার মধ্যে রয়েছে।

 ১. স্প্যামিং ব্যাক লিংক  থেকে সাবধানঃ

একটা সময় ছিল যখন কোন সাইটকে ১ম এ নিয়ে আসতে গেলে, সবাই কন্টেন্ট এর চেয়ে বেশি গুরুত্ব দিত লিংক বিল্ডিং এ। তা অবশ্য অনেক কাজেও আসতো। তাইতো সব্বাই মিলে যেভাবেই পারত নিজের ওয়েব সাইট কে প্রথমে নিয়ে আসার জন্য ফোরাম প্রোফাইল লিংকিং, স্প্যামিং ব্লগ কমেন্টিং , একই এঙ্কর টেক্স বার বার ব্যবহার করা ইত্যাদি কাজ করত। যার মধ্যে ৭০% ই থাকতো স্পামিং, অর্থাৎ আপনার ওয়েব সাইটের বিষয়ের সাথে আপনার ব্যাক লিংক করা ওয়েব সাইটের কোন মিল ই থাকতো না।কিন্তু গুগল পাণ্ডা আপডেট আসার পর এই কৌশল দিন দিন পড়তে শুরু করেছে। তাই ব্যাক লিংক করুন কোয়ালিটির জন্য কোয়ানটিটি (পরিমাণ) এর জন্য নয়।

 ২. কন্টেন্ট লিখতে সাবধানঃ

সব্বাই বলে “Content Is King” , কিন্তু এখন গুগল পাণ্ডার কাছে “unique Content Is a King” । তাই যেভাবেই হয় একদম ইউনিক কন্টেন্ট লিখুন, পাকনামো করে আবার “Article Spinning “  করতে গেলে হিতে বিপরীত হয়ে যাবে। কারন গুগল এখন স্পিনিং কন্টেন্ট ও ধরে ফেলতে পারে। কন্টেন্ট লেখার সময় অবশ্যই অন-পেজ অপটিমাইজেশন এর দিকে খেয়াল রাখতে হবে। না হলে আপনার কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারে।
যতটা সম্ভব কনটেন্টকে আপনার ওয়েব সাইটের সাথে মিল রাখার চেষ্টা করেন। এক পোস্ট যেন বার বার না আসে সেই দিকেও খেয়াল রাখতে হবে।
আর কপি পেস্ট…………………। ডু-ল্যান্সার এর মত ১০০ হাত দূরে থাকুন :D

৩. সাইট ডিজাইনে হন আরও সতর্কঃ

আমরা অনেকই সাইট ডিজাইনের সময় কিছু কিছু বিষয় গুলো ভুলে যায়, যেমন আপনি যে থিম বা টেম্পলেট ব্যাবহার করছেন অদ্য ও কি সেটা এসইও ফ্রেন্ডলি? ন্যাভিগেশন বার কেমন আপনার ওয়েবসাইট এ? এমন কিছু কি আছে যা আপনার ওয়েব সাইটকে সুন্দর করার জন্য করেছেন, যার জন্য গুগল বট আপনাকে হাজার চেষ্টা করেও ইনডেক্স করতে পারে নাই?
যদি এসব আপনি না ভেবেই সাইট এ হাজার হাজার কন্টেন্ট, ব্যাক লিংক করেন তাহলে কোন লাভ ই হবে না, তাই সাইট ডিজাইনের অবশ্যই সতর্ক হতে হবে, যেমন
১. যে  থিম বা টেম্পলেট ব্যাবহার করছেন সেটাতে কি কি ধরনের কোড ব্যাবহার হয়েছে,
২. সাইট সুন্দর করার জন্য CSS কে ভালভাবে ব্যাবহার করুন।
৩. H1, H2 <b>, ul, il এদেরকে চেষ্টা করবেন সবসময় ক্লিন রাখার জন্য, যেমন <h2> This is Headline </h2> এটির  কার্যকারিতা <h2 class=”css”> This is Headline</h2> এর চেয়ে বেশি।
৪. আমার মতে ভালো থিমের স্ট্রাকচার হল
  • META
  • Body
  • Navigation
  • Main Article Body
  • Sidebar
  • Others
  • Footer

যেমনঃ

<html>
<– Start Meta 1st in Head -!>
<head>
<– All of your meta content and CSS Java etc -!>
<meta content >
</head>
<body>
<nav>
Menu1 | Menu1 | Menu1 | Menu1 |
</nav>
<– Start your article body form here -!>
<div id=”content”>
You need to put your article here
</div>
<– Start your Sidebar or others HTML after the content sector -!>
<div id=”Siderbar”>
Here will be sidebar code
</div>
<– Start Footer Sector HTML Code -!>
<div id=”footer”>
Here will be Footer or Copyright Content
</div>
</body>
</html>

৪. BoilerPlate or Template কন্টেন্ট এড়িয়ে চলুনঃ

টেম্পলেট কন্টেন্ট হল আপনার একই টেক্স আপানার ওয়েব সাইটের অনেক গুলো পেজে থাকা, যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তারা বিষয়টা ভালো বুঝতে পারবেন, আপনি যখন একটা পোস্ট লিখেন, তখন সেটির কিছু অংশ ( ডেসক্রিপশন ) থাকে হোম পেজ এ। একই টেক্সট থাকে ক্যাটাগরিতে, ট্যাগ এ আর্কাইভ এ। তখন কিন্তু সেটি ডুপ্লিকেট কন্টেন্ট এর আওতায় পড়তে পারে। তাই যারা ওয়ার্ডপ্রেস ব্যবহার করেন তাদের জন্য উচিত ক্যাটাগরি, ট্যাগ, আর্কাইভ ইত্যাদি গুলোকে “NO Index” করে রাখা, যেটি আপনি “All in One SEO pack” প্লাগিন্স দিয়েই করতে পারেন।

৫. একই এঙ্কর টেক্সট বার বার ব্যবহার বাদ দিনঃ

সেই দিন শেষ হয়ে গেছে যখন ওয়েব মাষ্টাররা লিংক বিল্ডিং করার সময় একই এঙ্কর টেক্সট বার বার ব্যবহার করত।  এতে অনেক ভালো কাজও হত। কিন্তু এখন “গুগল পাণ্ডা” একই এঙ্কর টেক্সট বার বার দেখলে সেটিকে স্পামিং লিংক বিল্ডিং হিসাবে চিহিত করে। তাই আপনি সব সময় লিংক বিল্ডিং করার সময় অবশ্যই মাথায় রাখবেন যাতে করে গুগল পাণ্ডা বুঝতে না পারে আপনি নিজেই সব লিংকিং করেছেন। যতটা সম্ভব ন্যাচারাল থাকা যায়।
আর স্পিনিং আর্টিকেল এ ব্যাক লিংক করবেন না। ছোট হোক কিন্তু নিজের লেখা এমন কিছু আর্টিকেল লিখে লিংক বিল্ডিং করতে থাকেন।

৬. অন-পেজ এসইও করুন সঠিক ভাবেঃ

এখন বলা চলে যার অন-পেজ এসইও সবচেয়ে ভালো সে অল্প কিছু অফ পেজ এসইও করলেই তার সাইটটি রেংক আপ করারনো যায়। তাই আপনি অন পেজ এ এমন কিছু বাদ দিবেন না যার জন্য আপনি আপনার রেংক হারাতে পারেন। যেমনঃ
১. বার বার একই কী-ওয়ার্ড ব্যাবহার করা  থেকে বিরত থাকুন।
২. কী-ওয়ার্ড ডেনসিটি ১%-৩% এর ভিতরে রাখুন।
৩. Title ট্যাগ এ এমন ভাবে সাজান যাতে করে একটি টাইটেল এই সব কী-ওয়ার্ড থাকে, যেমন আপনার কী-ওয়ার্ড যদি হয় Bangladesh newspaper, Bangladesh newspapers, Bangladesh newspapers online তাহলে আপনি সাজাতে পারেন এভাবে।
Bangladesh Newspapers Online website Link or List.
৪. চেষ্টা করুন কী-ওয়ার্ড টাইটেল এর প্রথমেই রাখতে/
৫. H1-H6 ট্যাগ গুলোতে বার বার কী-ওয়ার্ড ব্যবহার করবেন না
৬. সাইট ম্যাপ অবশ্যই ব্যবহার করুন
৭. দয়া করে পুরানো ব্ল্যাক হ্যাট এসইও কইরেন না, কারন সবই এখন গুগল পাণ্ডা মামার মুখস্ত :D
এইত গেল সব প্রধান প্রধান বিষয় গুলো যে কিভাবে আপনার সাইটকে রক্ষা করবেন ‘গুগল পাণ্ডা’ আপডেট থেকে। সব কথার শেষ কথা হল আপনি যতটা সম্ভব ন্যাচারাল এসইও করতে থাকেন। গুগল পাণ্ডাকে বুঝতে দিয়েন না যে আপনি বেশি এসইও করছেন। আজ এ পর্যন্তই , আশা করি নতুন কিছু আপনাদেরকে উপহার দিতে পেরেছি। ধন্যবাদ সবাইকে। তবে যাওয়ায় আগে একটা ছোট কথা বলে যাই সেটা হল “গুগল কিন্তু ১০০% সত্যি কথা বলে না” :P
Read More

আসুন জেনে নিই “গুগল পাণ্ডা” কি, কেন কিভাবে?



প্রশ্ন জাগতেই পারে গুগল আবার কবে থেকে পাণ্ডা পোষা শুরু করলো। আসলে এই “গুগল পাণ্ডা” কোন উন্নত জাতের চাইনিজ পাণ্ডা নয়, এটা একটি গুগল এর অ্যালগোরিদম এর পরিবর্তনের নাম। যেটা আমরা সার্চ রেজাল্ট ফিল্টারিং ও বলে পারি। গুগল তাদের সার্চ রেজাল্টকে আরও সহজ ও স্প্যামিং এর হাত থেকে রক্ষা করার জন্য নতুন একটি আপডেট ২৪শে ফেব্রুয়ারি ২০১১ সালে প্রকাশ করে, যেটি “গুগল পাণ্ডা” নামে এখন সবার কাছেই বেশ পরিচিত। বিশেষ করে যারা এসইও নিয়ে কাজ করেন তাদের জন্য এক প্রকার বাড়তি চাপ। এটা এমন একটি অ্যালগোরিদম যেটি অনেক শক্তিশালী, এটি একটি ওয়েব সাইটের সকল প্রধান বিষয় গুলোকে প্রাধান্য  দেয়, যেমন কন্টেন্ট, বাউন্স রেট,ভিজিটর ডাটা, ডোমেইন এর বয়স, কোয়ালিটি ব্যাক লিংক, সাইট স্পীড সহ সব কিছু। এটা কিছুটা মানুষের  মত কাজ করে থাকে।  নিজে নিজে অনেক ক্ষেত্রে নতুন পদক্ষেপ নেয়, এবং প্রয়োজন মাফিক তা বাদ ও দিয়ে দেয় ।এসকল তথ্যের মধ্যে যদি কোন একটি বিষয় তার কাছে মনে হয় যে এটি রেংকিং পাওয়ার যোগ্য  না তাহলে তাকে একদম নিচে ফেলে দিবে। মোট কথা এটা বললে ভুল হবে না যে, গুগল পাণ্ডা= No(Spamming+copy/past+low quality content+low quality backlink)।



আপনারা সবাই হয়তো পাণ্ডা চিনে থাকতে পারেন। আসলে এটা যেমন তেমন পাণ্ডা নয়। যারা একটু বাকা বাঁকা এসইও করেন তাদের জন্য রীতিমত ভুমিকম্প। হ্যাঁ নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কার কথা বলছি। এই হল সেই এসইও মাস্টারদের সুপরিচিত নাম “গুগল পাণ্ডা” । আজ আমরা এর জীবন কাহিনী, কেন এলো সার্চ ইঞ্জিনে, কি কি ক্ষমতা তার, এর আপডেট ভার্সন গুলোর ব্যবহার এসব নিয়ে আলোচনা করবো। আশা করছি সবারই ভালো লাগবে।

কে এই গুগল পাণ্ডা?

না হলে যে কারনে গুগল পাণ্ডার আগমন

আমারা জানি গুগল বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন। যারা ইন্টারনেট ব্যাবহার করেন তাদের জন্য তো এটা এমন একটি স্থান যেখানে শুধু মাত্র স্পর্শ করার ছাড়া সবকিছুই পাওয়া সম্ভব।
আর গুগল ও সবসময় চায় যে ব্যাবহারকারীদের সবসময় তাদের যা প্রয়োজন তাই দিতে। কিন্তু সেই কাজটি অনেক সময় ব্যাহত হয় কিছু স্প্যামারদের কারনে যারা নিজ থেকে কোন কিছু না দিয়ে অনের জিনিস চুরি করে, গুগলের চোখ ফাঁকি দিয়ে সবার আগে অবস্থান করে। এতে করে অনেক সময় অনাকাঙ্ক্ষিত সব ওয়েব সাইট চলে আসে প্রথমের দিকে। তাই এই সমস্যা থেকে সমাধানের জন্য নিয়ে আশা হয় “গুগল পাণ্ডাকে”। যে এই ধরনের ওয়েব সাইট গুলকে গুগল সার্চ রেজাল্ট থেকে কিক মেরে উপর থেকে একদম নিচে নিয়ে আসবে। ( এই কথা বলার সাথে সাথে “কুংফু পাণ্ডা” ছবির কথা মনে পরে গেলো পি) । গুগল তাদের এই পাণ্ডা আপডেট কে এমন ভাবে তৈরি করেছে যে, যেকোনো ধরনের অযচিত ওয়েব সাইট গুলকে কখনোই সার্চ রেজাল্টের প্রথমে আসতে দিবে না। এর ফলে আপনি পাবেন আরও উন্নত মানের সার্চ রেজাল্ট। যেখানে থাকবে না কোন স্প্যামিং, কপি/পেস্ট পোস্ট। যা পাবেন সবই বাঘা বাঘা সাইট।

গুগল পাণ্ডার সংক্ষিপ্ত জীবন কাহিনী

গুগল পাণ্ডা ২০১১ সালের ২৪ শে ফেব্রুয়ারি সর্বপ্রথম ভার্সন “পাণ্ডা ১.০” প্রকাশ করে। তারা এই এক বছরে ৩.৬ ভার্সন পর্যন্ত বের করেছে। আসুন দেখে নেই  কেমন ছিল তাদের কর্মকাণ্ড

 গুগল পাণ্ডা ১.০:

এটি সর্ব প্রথম ভার্সন পাণ্ডার। বের হয় ২৪শে ফেব্রুয়ারি ২০১১। এর মূল লক্ষ্য ছিল “কন্টেন্ট ফর্ম” সাইটের উপর, যে সকল সাইট গুলোতে মেম্বারা রেজিঃ করে স্প্যামিং ও অথবা খারাপ কোয়ালিটির কন্টেন্ট প্রভাইড করত তাদেরকে সোজা ধাক্কা মেরে নিচে নামিয়ে দেয়া। এর মধ্যে উন্নতম উদাহরণ হল hugpage.com

গুগল পাণ্ডা ২.০

১১ এপ্রিল, ২০১১ সালে এটা রিলিজ হয়। এটাই ছিল গুগলের ১ম অফিশিয়াল রিলিজ। যদিও বা এটা তেমন সাফল্য অরজন করতে পারিনি। এটি ছিল মূলত আমেরিকান সার্চ গুলোকে ফিল্টার করা। তাছাড়া সারা বিশ্বের সকল ইংরেজি ভাষার ওয়েব সাইট গুলোকে যারা কী ওয়ার্ড স্টিফিং করার  বা অন্য সকল ব্যাক হ্যাট এসইও করে ১ম পেজে থাকত তাদেরকে অপসারন করা।

 গুগল পাণ্ডা ২.১ ও ২.২

গুগল পাণ্ডা ২.১ বের হয় ১০ই মে ২০১১ আর ২.২ বের হয় জুন ১৬ ২০১১ তে। স্বল্প সময়ে ২টি ভার্সন বের করার কারনে বেশ কিছু বাগ থাকে । আর এই সময়ে গুগল যেসকল সাইট গুলো স্ক্রাপিং এর মাধ্যমে রিলিভেন্ট কন্টেন্ট ছাড়াই রেংকিং পায় তাদেরকে বাদ দেয়ার জন্য কাজ করে।

গুগল পাণ্ডা ২.৩

জুলাই ২৬, ২০১১ তে এটি বের হয় এবং এতে বেশ কার্যকরী পদক্ষেপ নেয়া হয়। এর মধ্যে রয়েছে লো কন্টেন্ট সাইট ও উন্নতমানের কন্টেন্ট এর সাইটের মধ্যে পার্থক্য করে দেয়া। যেসকল সাইট গুলো লো কন্টেন্ট নিয়েও ১ম এ ছিল আর তাদের কারনে যারা ভালো কন্টেন্ট লিখেও তাদের পিছনে থাকতো তাদেরকে আবার র‍্যাংকিং এ ফিরিয়ে আনা ছিল এই আপডেটের প্রধান লক্ষ্য ।

গুগল পাণ্ডা ২.৪

এটার মূল লক্ষ্য ছিল অন্য ভাষার সাইট গুলোকে ফিল্টারিং করে সাইট অনুযায়ী সঠিক র‍্যাংকিং করা। এটি রিলিজ হয় আগস্ট ২০১১ তে।

গুগল পাণ্ডা ২.৫

এই ভার্সন এর কাজ ছিল যেসকল বড় বড় সাইট গুলো সার্চ এ থাকার সামর্থ্য থাকার পরেও তারা অন্যদের জন্য পিছিয়ে ছিল তাদেরকে আবার রেংকিং এ ফেরানো। এর মধ্যে ছিল Foxnews.com ও Android.com  সাইট। এটি বের হয়  সেপ্টেম্বার ৩০ শে, ২০১১/

গুগল পাণ্ডা ৩.১

২.৫ এর ২মাস পরেই গুগল তাদের ৩ প্যাক ভার্সন বের করে। এটিতে অন্যরকম সব পরিবর্তন আনা হয়। যেমন সাইট এক্সেস ভ্যালিডিটি, ইউজাদের ব্যাবহার, অন পেজ এ বেশ পরিবর্তন আনা হয়। এটি সার্চের ১% সাইট কে প্রভাবিত করে।

গুগল পাণ্ডা ৩.২

ইমেজ সার্চ এর আল্গরিদামে ব্যাপক পরিবর্তন আনা হয়। তাছাড়া এই সিরিজে গুগল ব্যাক লিংকিং এর উপর জোর দেয়। স্প্যামিং ব্যাক লিংকিং ধিরে ধিরে পরতে থাকে। এর মধ্যে ফোরাম এর প্রোফাইল লিংকিং উল্লেখযোগ্য। এই ভার্সন রিলিজ হয় ১৪ জানুয়ারি, ২০১২।

গুগল পাণ্ডা ৩.৩ ও ৩.৪

এই আপডেটে গুগল তাদের গুগল+ কে সার্চ রেজাল্টের (SERP’s) জন্য কাজ করায়। এতে করে গুগল+ ব্যবহারকারীরা একটি বাড়তি সুবিধা পান গুগল + থেকে। তাছাড়া বেশ বড় করে তারা কাজ করেন স্প্যামিং ব্যাক লিংক নিয়ে, এই আপডেটে বেশ কিছু জনপ্রিয় সাইট তাদের র‍্যাংকিং হারান গুগলে, এটি হিট করে যথাক্রমে ২৯শে ফেব্রুয়ারি ও ২৩ শে মার্চ ২০১২।

গুগল পাণ্ডা ৩.৫

বলা চলে এটাই এখন পর্যন্ত সবচেয়ে শক্তিশালী আপডেট যেটি কিনা ৩.৫% ওয়েব সাইটকে হিট করে। এই আপডেটের মূল কথা ছিল যে সকল সাইটে বেশি SEO করা হবে তাদেরকে নিচে নামিয়ে দেয়া হবে। ম্যাট কাট তার কথা রেখেছেন। হাজার হাজার ওয়েব সাইট তার পরে দিন থেকেই ভিজিটর শূন্য হয়ে যায়। যারা অধিক মাত্রায় ব্যাক লিংকিং , টুলস এর মাধ্যমে, কন্টেন্ট স্ট্যাফিং সহ অধিক মাত্রায় এসইও এর সাথে যুক্ত ছিলেন তারাই ছিল মূল টার্গেট। এতে করে যেমন নতুন সাইট এর র‍্যাংক হারান শুরু হয় ঠিক তেমনি যেসকল সাইট গুলো বেশ কয়েক বছর ধরে ভালো অবস্থানে ছিল তারাও নিচের দিকে নামতে থাকে। এই আপডেট হিট করে ১৯ শে এপ্রিল ২০১২।
মোট কথা গুগল পাণ্ডার মূল উদ্দেশ্য হল সার্চ ইঞ্জিনকে যতটুকু সম্ভব স্বচ্ছ রাখা। যদি ও এটি এখন ও ৩.৫-৫% ওয়েব সাইটের উপর কাজ করছে তবে এটি সামনের আপডেটে এই সংখ্যা আরও বাড়াবে। তাই এটা ভাবার কোন অবকাশ নেই যে আমার ওয়েব  সাইট তো এখন ও ঠিক ই আছে। বলা যায় না কখন আপনি ১ নম্বর থেকে সজা ১০০ নম্বর এ চলে যাবে। এমন ও হতে পারে যে আপনি সার্চের ডাটাবেস এই নাই । একদম সরাসরি স্যান্ড বক্সে
আশা করি কিছুটা হলেও আমি “গুগল পাণ্ডা সম্পর্কে আপনাদেরকে ধারণা দিতে পেরেছে। আর আগামী পর্বে আমি বলব কিভাবে এই গুগল পাণ্ডার হাত থেকে বাঁচবেন, কোন কোন ম্যাথরড এখন ও ভালো কাজ করে ইত্যাদি।
Read More

Avast এন্টিভাইরাসকে ২০৩৮ পর্যন্ত মেয়াদ দিন ফ্রী

এভাস্টের কী কোড নিয়ে একাধিকবার টিউন হলেও কী কোড প্রবেশ করানোর পদ্ধতিটি না জানানোর কারণে অনেকেই এভাস্টকে ২০৩৮ পর্যন্ত রেজিস্টার্ড করতে পারছেন না। তাই কী কোড প্রবেশ করানোর পদ্ধতি নিয়ে আমার এ ক্ষুদ্র প্রয়াস…


প্রথমে এভাস্ট রান করান
যে ইন্টারফেসটি আসবে ওখান থেকে রেজিস্টর নাউ আইকনে ক্লিক করুন

এবার আপনি অনলাইন রেজিস্ট্রেশান এবং অফলাইন রেজিস্ট্রেশন নামে দুটি অপশান দেখতে পাবেন

অফলাইন রেজিস্ট্রেশান সিলেক্ট করে লাইসেন্স কী প্রবেশ করান ।
এবার আপনার এন্টি ভাইরাসটি আজীবন মেয়াদ পেয়ে গেল (২০৩৮ সাল অবধি)

সবাই ভালে থাকবেন, অনেক ভালো। সবসময়।
ধন্যবাদ।
আপনাদের জন্য সিরিয়াল গুলো আরেকবার
S/N: W7444164R9965A0911-KAJBBSDL
S/N: W1003130R9975A0912-RCUR86KL
S/N: W5299231R9973A0911-4PN0Y545
S/N :W7630705R9946A0912-D3EFM38L
S/N: W4264775R9967A0911-6ZSDBUL9
S/N: S8128161R9977A0911-FAM7JJH8
S/N: S1464458R9970A0912-9M3D30L4
S/N: S1122519R9970A0911-2WLUXS0Y
S/N: S1902164R9954A0911-7FNEU1BC
S/N: C5101589R9945A0910-PX0H0W8S
S/N: C2080008R9941A0911-N9H4S8YM
S/N: C7987628R9972A0910-BE721D8S
Read More

PR-8 (৮) ব্যাকলিংক ক্রিয়েট করুন আপনার সাইটের জন্য

undefined


একটা ওয়েবসাইট কে ভাল পজিশন এ আনার জন্য ব্যাকলিংক কতটা জরুরি আপনারা সবাই জানেন। তাই আমি ব্যাকলিংক এর প্রয়োজনিওতা নিয়ে কথা বলবো না।
আজ আমি আপনাদের শেয়ার করবো PR ৮ ফোরাম সাইট থেকে কিভাবে আপনার সাইটের এর জন্য ব্যাকলিংক নিবেন।

নিচে আমি সবগুলো ধাপ স্টেপ বাই স্টেপ দিয়ে দিলাম।

১.    http://www.dotnetnuke.com







2. http://my.opera.com






3. http://www.idealist.org






.

কোনো সমস্যা হলে কমেন্ট করবেন।
আজ এই পর্যন্ত। আপনাদের অনুপ্রেরনা পেলে টিউন টি চালিয়ে যাব।
Read More

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot