আমরা অনেকেই ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস ব্যবহার
করি কিন্তু এসিও না করার ফলে আমাদের ব্লগস্পট বা ওয়ার্ডপ্রেস গুগল এ
সার্চ দিলে খুঁজে পাওয়া যায় না এবং গুগল প্রথম পেজ এ নিয়ে আসাও সম্ভভ
হয় না।আমি আজ আপনাদের খুব সহজে ব্লগস্পট এবং ওয়ার্ডপ্রেস এসিও করে দেখাবো যাতে আপনারা খুব সহজে এসিও করতে পারেন এবং আপনাদের ব্লগস্পট কে গুগল সার্চ এ প্রথম পেজ এ আনতে পারেন।আমরা কয়েক ধাপে ব্লগস্পট এসিও শেষ করবো।ওয়ার্ডপ্রেস এসিও করা খুব সহজ।ব্লগস্পট এসিও করতে পারলে ওয়ার্ডপ্রেস খুব সহজেই এসিও করতে পারবেন।
২. বিং ভেরিফিকেশন এর জন্য আপনার হট মেইল দিয়ে লগিন করুন ,হট মেইল না থাকলে হট মেইল এ একটা একাউন্ট খুলে নিন।
আমাদের সাইট মাপ তৈরী হয়ে গেলো।এখানে আমার সাইট মাপ এর ঠিকানা http://cj-bd.blogspot.com/sitemap.xml, আপনারও এই রকম একটি সাইট মাপ তৈরী হয়ে যাবে।নিচের ছবি টি লক্ষ্য করুন,লাল ইন্ডিকেট করা ঘরের মধ্যে ওটাই আপনার সাইট মাপ এর ঠিকানা।এই সাইট মাপ এর লিঙ্ক টা গুগল ওয়েবমাস্টার এবং বিং ওয়েবমাস্টার এ সাবমিট করতে হবে।XML ফাইল টা ব্লগের মেটা টাগ এ বসানোর প্রয়োজন নেই কারণ ব্লগের মেটার ভিতর ১৫০ শব্দের বেশি বসানো যায় না তাই আমরা সাইট মাপ টা ব্লগে না বসিয়ে নিচের ধাপে চলে যাবো।
এখন গুগল এইচটিএমএল এর কোডটি আপনার ব্লগের মেটা টাগ(আপনার ব্লগের সেটিং এর সার্চ পারফমেন্স এ ক্লিক করলে মেটা বসানোর ঘর/জায়গা পাবেন এখানেই আপনার মেটা টাগ গুলো বসাতে হবে।)এর ভিতরে বসিয়ে দিন।
তারপর ৩ নং এর কনফার্ম এর লিঙ্কটিতে ক্লিক করুন এবং সবশেষে ভেরিফাই এ ক্লিক করুন।বাস আপনার ব্লগস্পট ভেরিফিকেশন হয়ে গেলো।
এখন অপটিমাইজেশন এর সাব মিনু সাইট মাপ এ ক্লিক করুন এবং আপনার সাইটমাপ এর ঠিকানা দিন।বাস গুগল ওয়েবমাস্টারের কাজ শেষ।
পরের স্টেপ এ আপনার সাইট মাপ এর ঠিকানা দিন এবং পুনরায় আড্ এ ক্লিক করুন।
এখন ভেরিফিকেশন করার পালা,এজন্য আপনাকে ভেরিফাই নাও এ ক্লিক করতে হবে।
এখন ২ নং এর কোড টি আপনার ব্লগস্পট এর মেটা টাগ(আপনার ব্লগের সেটিং এর সার্চ পারফমেন্স এ ক্লিক করলে মেটা বসানোর ঘর/জায়গা পাবেন এখানেই আপনার মেটা টাগ গুলো বসাতে হবে।)এর মধ্যে বসিয়ে দিন এবং ভেরিফাই এ ক্লিক করুন বাস আপনার বিং ভেরিফিকেশন ও হয়ে গেলো।
ব্লগস্পট সাবমিট এবং ভেরিফিকেশন এর কাজ শেষ।
<html>
<head>
<title>"এখানে আপনার ব্লগস্পট এর টাইটেল দিন"</title>
<meta name="keywords" content="এখানে কমা দিয়ে দিয়ে আপনার কি ওয়ার্ড গুলো বসান। ">
</head>
</html>
ফীড তৈরী হলে আপনার ফিড টি আপনার ব্লগস্পটে সাইট ফিড এ বসিয়ে দিন।বাস কাজ শেষ।
প্রথম কাজ
১. গুগল ভেরিফিকেশন,ফিড তৈরী,গুগল এনালাইসিস এর জন্য আপনার জিমেইল একাউন্ট থাকলে সরাসরি আপনার ইমেল দিয়ে লগিন করুন।জিমেইল এ একাউন্ট না থাকলে একটা একাউন্ট খুলে নিন।২. বিং ভেরিফিকেশন এর জন্য আপনার হট মেইল দিয়ে লগিন করুন ,হট মেইল না থাকলে হট মেইল এ একটা একাউন্ট খুলে নিন।
সাইট মাপ তৈরী
আমাদের ব্লগস্পট এর জন্য প্রথমে একটি সাইট মাপ তৈরী করবো।আর সাইট মাপ সবচেয়ে ভালো তৈরী করে দেয় এই ওয়েবসাইট টি। প্রথমে এই ওয়েবসাইট এ যান এবং URL লিখার জায়গায় আপনার ব্লগস্পট এর ঠিকানা দিন এবং স্টার্ট এ ক্লিক করুন।আমাদের সাইট মাপ তৈরী হয়ে গেলো।এখানে আমার সাইট মাপ এর ঠিকানা http://cj-bd.blogspot.com/sitemap.xml, আপনারও এই রকম একটি সাইট মাপ তৈরী হয়ে যাবে।নিচের ছবি টি লক্ষ্য করুন,লাল ইন্ডিকেট করা ঘরের মধ্যে ওটাই আপনার সাইট মাপ এর ঠিকানা।এই সাইট মাপ এর লিঙ্ক টা গুগল ওয়েবমাস্টার এবং বিং ওয়েবমাস্টার এ সাবমিট করতে হবে।XML ফাইল টা ব্লগের মেটা টাগ এ বসানোর প্রয়োজন নেই কারণ ব্লগের মেটার ভিতর ১৫০ শব্দের বেশি বসানো যায় না তাই আমরা সাইট মাপ টা ব্লগে না বসিয়ে নিচের ধাপে চলে যাবো।
গুগল ভেরিফিকেশন
এখন আপনার সাইট মাপকে গুগল এ সাবমিট করতে হবে যাতে আপনার সাইট গুগল খুঁজে পায়।এজন্য আপনাকে গুগল ওয়েবমাস্টার এ লগিন করতে হবে।লগিন করে আড্ সাইট এ ক্লিক করুন এবং আপনার ব্লগস্পট এর ঠিকানা দিন।এখন গুগল এইচটিএমএল এর কোডটি আপনার ব্লগের মেটা টাগ(আপনার ব্লগের সেটিং এর সার্চ পারফমেন্স এ ক্লিক করলে মেটা বসানোর ঘর/জায়গা পাবেন এখানেই আপনার মেটা টাগ গুলো বসাতে হবে।)এর ভিতরে বসিয়ে দিন।
তারপর ৩ নং এর কনফার্ম এর লিঙ্কটিতে ক্লিক করুন এবং সবশেষে ভেরিফাই এ ক্লিক করুন।বাস আপনার ব্লগস্পট ভেরিফিকেশন হয়ে গেলো।
এখন অপটিমাইজেশন এর সাব মিনু সাইট মাপ এ ক্লিক করুন এবং আপনার সাইটমাপ এর ঠিকানা দিন।বাস গুগল ওয়েবমাস্টারের কাজ শেষ।
বিং ভেরিফিকেশন
গুগল এর মতো করে আমরা এখন বিং ভেরিফিকেশন করবো।এজন্য আপনাকে বিং ওয়েবমাস্টার এ লগিন করতে হবে।এখন আড্ সাইট এ আপনার ব্লগস্পট এর ঠিকানা দিন এবং আড্ এ ক্লিক করুন।পরের স্টেপ এ আপনার সাইট মাপ এর ঠিকানা দিন এবং পুনরায় আড্ এ ক্লিক করুন।
এখন ভেরিফিকেশন করার পালা,এজন্য আপনাকে ভেরিফাই নাও এ ক্লিক করতে হবে।
এখন ২ নং এর কোড টি আপনার ব্লগস্পট এর মেটা টাগ(আপনার ব্লগের সেটিং এর সার্চ পারফমেন্স এ ক্লিক করলে মেটা বসানোর ঘর/জায়গা পাবেন এখানেই আপনার মেটা টাগ গুলো বসাতে হবে।)এর মধ্যে বসিয়ে দিন এবং ভেরিফাই এ ক্লিক করুন বাস আপনার বিং ভেরিফিকেশন ও হয়ে গেলো।
ব্লগস্পট সাবমিট এবং ভেরিফিকেশন এর কাজ শেষ।
মেটা টাগ তৈরী
ব্লগস্পটে যেয়েতু ১৫০ শব্দ এর বেশি মেটা টাগ এ বসানো যায় না তাই আমরা ছোট করে মেটা টাগ তৈরী করবো।আপনার ব্লগের সেটিং এর সার্চ পারফমেন্স এ ক্লিক করলে মেটা বসানোর ঘর/জায়গা পাবেন এখানেই আপনার মেটা টাগ গুলো বসাতে হবে।<html>
<head>
<title>"এখানে আপনার ব্লগস্পট এর টাইটেল দিন"</title>
<meta name="keywords" content="এখানে কমা দিয়ে দিয়ে আপনার কি ওয়ার্ড গুলো বসান। ">
</head>
</html>
বেশি কিছু বসবেন না সবকিছু মিলে যেনো ১৫০ শব্দের বেশি না হয় ,বেশি হলে কি ওয়ার্ড কিছু কমিয়ে দিন। ইচ্ছা করলে আপনারা এখান থেকে অথবা এখান থেকে মেটা বানিয়ে নিতে পারেন।
রোবট টেস্ক তৈরী
রোবট টেস্ক খুব সাবধান ভাবে তৈরী করতে হবে এখান থেকে রোবট টেস্ক ক্রিয়েট/তৈরী করুন।সুধু মাত্র আপনার সাইট মাপ এর ঠিকানা দিন এবং ক্রিয়েট রোবট টেস্ক এ ক্লিক করুন।এখন আপনার তৈরী রোবট টেস্ক আপনার ব্লগস্পট এর কাস্টম রোবট টেস্ক বসান এবং সেভ করুন।
ব্লগস্পট এনালাইসিস
এখন আপনার ব্লগস্পট এর ভিসিটর এর সংখা এবং আরো অনন্য কিছু দেখার জন্য গুগল এনালাইসিস এ লগিন করুন এবং আপনার ব্লগস্পট আড্ করে দিন তারপর আপনার এনালাইসিস কোড টি ব্লগস্পটে বসিয়ে দিন।এনালাইসিস কোড টি ভেরিফিকেশন করে নিবেন।
ফিড তৈরী
এবার আমরা গুগল ফিড বার্নার থেকে ফিড তৈরী করবো।প্রথমে গুগল ফিড বার্নার এ লগিন করুন এবং আপনার ব্লগস্পট এর জন্য ফিড তৈরী করুন।
ফীড তৈরী হলে আপনার ফিড টি আপনার ব্লগস্পটে সাইট ফিড এ বসিয়ে দিন।বাস কাজ শেষ।
ওয়ার্ডপ্রেস এসিও
ওয়ার্ডপ্রেস এ সুধু গুগল এবং বিং ভেরিফিকেশন করলেই হয়ে যাবে।আর কোনো ঝামেলা নাই।
নিচের ধাপগুলো দেখুন:এখানে সর্ট কার্ট ভাবে দেওয়া হলো।বিস্তারিত ব্লগস্পট এসিও তে দেখুন।
১. সাইট মাপ তৈরী করুন।
২. গুগল ওয়েবমাস্টারে আপনার সাইট লিঙ্ক/ওয়ার্ডপ্রেস এর ঠিকানা এবং সাইট মাপ সাবমিট করুন এবং ভেরিফিকেশন করুন।
৩. বিং ওয়েবমাস্টারে আপনার সাইট লিঙ্ক/ওয়ার্ডপ্রেস এর ঠিকানা এবং সাইট মাপ সাবমিট করুন এবং ভেরিফিকেশন করুন।
ফ্রী ওয়ার্ডপ্রেস এ এর চেয়ে বেশি কিছু করা যায় না।প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে ব্লগস্পট এর মতো করে এসিও করতে পারবেন।এছারাও বিভিন্ন এসিও প্লাগিন ব্যবহার করতে পারবেন।এক্ষেত্রে সাইটম্যাপ এর ফাইল টা আপনার হোস্টিং এর সার্ভার এ আড্ করতে হবে।এবং মেটা টাগ-থিম কাস্টমাইজ এ গিয়ে হিডার পিএচপি এর মধ্যে বসাতে হবে।
নিচের ধাপগুলো দেখুন:এখানে সর্ট কার্ট ভাবে দেওয়া হলো।বিস্তারিত ব্লগস্পট এসিও তে দেখুন।
১. সাইট মাপ তৈরী করুন।
২. গুগল ওয়েবমাস্টারে আপনার সাইট লিঙ্ক/ওয়ার্ডপ্রেস এর ঠিকানা এবং সাইট মাপ সাবমিট করুন এবং ভেরিফিকেশন করুন।
৩. বিং ওয়েবমাস্টারে আপনার সাইট লিঙ্ক/ওয়ার্ডপ্রেস এর ঠিকানা এবং সাইট মাপ সাবমিট করুন এবং ভেরিফিকেশন করুন।
ফ্রী ওয়ার্ডপ্রেস এ এর চেয়ে বেশি কিছু করা যায় না।প্রিমিয়াম ওয়ার্ডপ্রেস ব্যবহার করলে ব্লগস্পট এর মতো করে এসিও করতে পারবেন।এছারাও বিভিন্ন এসিও প্লাগিন ব্যবহার করতে পারবেন।এক্ষেত্রে সাইটম্যাপ এর ফাইল টা আপনার হোস্টিং এর সার্ভার এ আড্ করতে হবে।এবং মেটা টাগ-থিম কাস্টমাইজ এ গিয়ে হিডার পিএচপি এর মধ্যে বসাতে হবে।
শেষ প্রক্রিয়া: লিঙ্ক বিল্ডিং
এখন আমরা বিভিন্ন ভাবে আমাদের ব্লগ সাইট এর ভিসিটর বাড়াবো এবং গুগল এর প্রথম পেজ এ নিয়ে আসবো।এজন্য আপনি নিচের কাজ গুলো করবো।
১.আপনি বিভিন্ন ব্লগ সাইটে টিউন/পোস্ট লিখুন এবং শেষে আপনার ব্লগস্পট এর ঠিকানা দিয়ে দিন।এতে আপনার ব্লগে ভিজিটর বাড়বে।
২.এছারাও আপনার ব্লগস্পট এর ঠিকানা ফেইসবুক, টুইটার, পিন্টারেস্ট, লিঙ্কেডিন ইত্যাদি সোসাল সাইটে শেয়ার করুন।
৩.বিভিন্ন ওয়েবসাইট,ব্লগসাইট,ফোরাম সাইট এ কমান্ট করুন যেখানে কমান্ট করতে একাউন্ট খোলা লাগে না শুধু ওয়েবসাইট এর ঠিকানা দিয়েই কমান্ট করা যায়।এক্ষেত্রে আপনি কমান্ট করার জন্য Blogspot এবং Wordpress কে বেছে নিতে পারেন।
অনেক কষ্ট করলেন তাই না?আর করতে হবে না।১ মাস পরে দেখুন আপনার ব্লগস্পট গুগল এর প্রথম পাতায় চলে এসেছে।
এসিও তো শিখলেন,এবার আয় করুন
এখন ধরা যায় আপনি যেকোনো এসিও এর কাজ করতে পারবেন।ভাবার কিছুই নেই! ওডেস্ক, ফ্রীল্যান্সার, ইলান্স এ অনেক এসিও এর কাজ আছে যা আপনি ইচ্ছা করলেই করতে পারেন।এসিও এর কাজে বিড করুন এবং আপনার সাইট যে আপনি গুগল এর প্রথম পেজ এ এনেছেন তার প্রমান বায়ারকে দিন এবং কাজ জিতে নিয়ে করা শুরু করুন।