Sunday, October 28, 2012

ফায়ারফক্সের অসাধারন একটি এসইও টুলবার সম্পর্কে জেনে নিন (পর্ব-২)

আজ আমি আপনাদের সাথে মজিলা ফায়ারফক্সের আরও একটি টুলবার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এর আগে আমি Web Rank টুলবার নিয়ে পোস্ট করেছিলাম। যারা এটি মিস করেছেন তারা দেখতে চাইলে এখানে ক্লিক করুন
আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো মজিলা ফায়ারফক্সের আরও একটি অসাধারন একটি এসইও টুলবার Search Status নিয়ে। এটার সব চেয়ে বড় গুন হচ্ছে এটা দিয়ে আপনি কোন কি ডুফলো কিনা তা চেক করতে পারবেন এবং একি সাথে পেজ রেংকও চেক করতে পারবেন। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেই খুবি উপকারি এই এডঅন্স সম্পর্কে।

 এই টুলবার দিয়ে আপনি যা কিছু করতে পারবেন :

এই টুলবার দিয়ে আপনি এক সাথে অনেক কিছুই করতে পারবেন।  নিচে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
১। Google PageRank দেখতে পারবেন ।
২। Alexa rank দেখতে পারবেন ।
৩। Compete ranking দেখতে পারবেন ।
৪। খুব সহজেই নোফলো/ ডুফলো লিংক দেখতে পারবেন।
৫। backward/related links দেখতে পারবেন ।
৬। Alexa infoদেখতে পারবেন ।
৭। এবং আরও অনেক SEO tool পাবেন।
আশা করি এটির কি কি কাজ সবাই বুঝতে পেরেছেন। এবার আসুন এটি কিভাবে ইন্সটল করেবেন টা নিয়ে আলোচনা করি।

এটি যেভাবে ইন্সটল করবেন :

১।প্রথমে এই লিংকে ক্লিক করুন
২। তারপর নিচের ছবির মত Add To Firefox এ ক্লিক করুন ।
৩। এবার স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন এবং ব্রাউজার রিস্টার্ট করুন ।
ব্যাস হলে গেল এটি ইন্সটল ।

এটি যেভাবে ব্যবহার করবেন :

এবার আমি এটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
১। আপনি আপনার ব্রাউজার আর ডান পাশে নিচে খেয়াল করুন নিচের ছবির মত একটি আইকন দেখতে পাবেন।


এবার আপনি আপনার মাউসের কারসার নীল কালারের আইকন আরা কাছে নিয়ে মাউসের রাইত বাটন ক্লিক করুন। এখানে আপনি অনেক গুল অপশন দেখতে পাবেন। যেটি যেটি আপনার প্রয়োজন আপনি সেটি সিলেক্ট করে দিন।
এই পোস্টটি কেমন জানি আউলা ঝাউলা হয়ে গেছে । আপনার বুহজতে পেরেছেন কিনা বলতে পারছিনা। আপনি এটি জাস্ট ইন্সটল করে আম যেভাবে বলেছি সেইভাবে করেন আশা করি সবাই পারবেন। আর কোন অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot