Sunday, October 28, 2012

SEO বা এস ই ও নিয়ে কিছু ধারাবাহিক প্রশ্ন-উত্তর, আপনিও অংশ নিন!


SEO faqসকলের শুভ কামনা করে আজ থেকে একটু ব্যতিক্রমী পোস্ট শুরু করতে চাচ্ছি, আর তা হল বিভিন্ন বিষয় নিয়ে বাংলায় ধারাবাহিক প্রশ্ন-উত্তর।
বিভিন্ন বিষয়ে যেহেতু আমার একার পক্ষে প্রশ্ন খুজে বের করা বা সঠিক উত্তর দেওয়া খুব একটা সহজ ব্যাপার নয় তাই আপনাদের সকলের সাহায্য, পরামর্শ একান্ত প্রয়োজন। আর পোষ্ট লিখতে গিয়ে অনেক উত্তর বিভিন্ন ব্লগ এবং ফোরাম থেকে কপি পেষ্ট করতে হতে পারে তাই এটিকে ব্যক্তি উদ্দেশ্যে কপি-পেষ্ট না ভেবে সকল কে জানিয়ে দেবার উদ্দেশ্যে ভাবার জন্যে একান্ত অনুরোধ করব এবং প্রয়োজনে সেই সব ব্লগারের নাম এবং লিঙ্ক রেফারেন্স হিসেবে যোগ করে দেব। তারপরও যদি কোন ব্লগারের কোন আপত্তি থাকে তাহলে বিনা শর্তে সে সব কপি পেষ্ট উত্তর লিঙ্ক সহ মুছে দিতে চেষ্টা করব
আশা করি অনেকের কাজে লাগবে,
তাহলে প্যাচাল কম! কাজ বেশি…

১। SEO কি ?

“হোসেন রাহাত” তার ব্লগে বলেছেন – -
এসইও(SEO) বা সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশন বলতে বুঝায় বিভিন্ন সার্চ ইঞ্জিনে একটি সাইটকে তুলে ধরা সাইটে কি আছে তা সার্চ ইঞ্জিনকে বুঝানো। আমরা যেকোনো কিছু লিখে গুগলে সার্চ দিলে দেখা যাবে অনেক পরিমানে ফলাফল পাওয়া যায় এর মধ্যে প্রথম ২/৩ পেজে যে সাইট গুলো আমরা পাই সেগুলোই আমরা দেখে থাকি। এটাই হল এসইও মানে সাইটে এসইও করলে সার্চ ইঞ্জিন আপনার সাইটকে আগে নিয়ে আসবে আগে থেকলে ভিজিটররা বেশি দেখবে। এটাই মূলত এসইও র কাজ।
” nazmuls4″ তার ব্লগে বলেছেন – -
SEO শব্দের অর্থ হল Search Engine Optimize . আমি সহজ বাংলায় আমার নিজের মত করে বলি, SEO হল এমন একটা কায়দা.. যে কায়দাতে সার্চ ইঞ্জিন কে একটি নির্দিষ্ট ওয়েবসাইটকে, ঐ ওয়েবসাইটের কয়েকটি নির্দিষ্ট কীওয়ার্ড দ্বারা পরিচয় করিয়ে দেয়া। যাতে পরে কোন ভিজিটর ঐ ধরনের কোন কীওয়ার্ড সার্চ ইঞ্জিনে লিখে সার্চ দিলে.. সার্চ ইঞ্জিন ঐ নিদির্ষ্ট ওয়েবসাইটাকে ভিজিটরকে প্রদান করবে।
“seotrainingbd.com” তার ব্লগে বলেছেন – -
সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশন (SEO) হলো অনলাইনে মার্কেটিং করা। মনে করুন আপনার একটি প্রতিষ্ঠান আছে, সেখানে শাড়ি ও লুঙ্গী বানানো হয়ে থাকে। বিস্তারিত শুধু বানানেই কি কাজ শেষ হবে? আপনার প্রডাক্ট এর বিক্রির জন্য নিশ্চয়ই মার্কেটিং মানে বিজ্ঞাপন দিতে হবে।ঠিক তেমনই SEO করতে হবে তখনই যখন আপনার একটি ওয়েব সাইট থাকবে এবং আপনি চান আপনার ওয়েব সাইটটি যেন সবার কাছে প্রচার হয়। কিন্তু ওয়েবসাইট তো আর শাড়ি ও লুঙ্গী নয়, সুতুরাং মার্কেটিং টা একটু অন্য স্টাইলে করতে হবে। আরো সহজ করে বললে, মনে করুন আপনি একটি ওয়েবসাইট খুলেছেন। এখন ওয়েব সাইটের ভিজিটর পাবেন কোথায়? আপনি google ওপেন করে টাইপ করুন http://www.seotrainingbd.com করেছেন? কি দেখা যায়? দেখা যাবে এসইও ট্রেইনিং বিডির ওয়েবসাইটটা গুগলে দেখা যাচ্ছে। একই ভাবে অন্য যে সকল সার্চ ইঞ্জিন আছে সেখানেও যদি আপনি এসইও ট্রেইনিং বিডি লিখেন তাহলে এসইও ট্রেইনিং বিডির সাইট চলে আসবে। মূলত এই কাজটা করাই হচ্ছে SEO। এছাড়া নতুন কনো সাইটে ভিজিটর বা-ড়ানোর একমাত্র উপায় হল SEO। অর্থাৎ যখনই কেউ কিছু লিখে সার্চ দিবে গুগলে অথবা যে কোন সার্চ ইঞ্জিনে আপনার সাইটের লিঙ্ক যেন সেখানে দেখা যায়। শুধু দেখা গেলেই হবে না। প্রথম ১০ এর মাঝে থাকতে হবে। আর প্রথম সারিতে থাকলে ওই ওয়েবসাইটে যেমন ভিজিটর বৃদ্ধি পায় তেমনি তাদের যা প্রচারণা চালানো উদ্দেস্য তা সফল হয়। কি সাহস পাচ্ছেন না? হাজার হাজার সাইট থাকতে আপনার সাইটের লিঙ্ক কিভাবে আসবে? সবই সম্ভব শুধু অপেক্ষা করুন আর আমাদের সঙ্গেই থাকুন তাহলে সব কিছু জানতে পারবেন ইনশাল্লাহ।
আরো জানুন
http://www.webcoachbd.com/seo-tutorials

২। SEO কত প্রকার ও কি কি ?

অনেকের মতে
সার্চ ইঞ্জিন অপটিমা-ই-জেশন (SEO)দুই প্রকার । যথা :
1. On Page Optimization (অন- পেইজ এসইও)
2. Off Page Optimization (অফ-পেইজ এসইও)
এছাড়া পেইড SEO আছে

২। On page SEO কি ?

“seotrainingbd.com” তার ব্লগে বলেছেন – -
অনপেজ আসলে কোন একটি ওয়েব সাইট এর মধ্যে যে অপটিমা-ইজেশন করা হয়, সেইটা হল অনপেজ অপটিমা-ইজেশন । বিষয়টা এমন যে যখন কোন ওয়েব সাইট এর ডিজাইন করা হয় তখন এর ভিতরে কিছু সার্চ ইন্জিন অপটিমা-ইজেশন এর কাজ করতে হয়,এই কারনে করতে হয় যে সার্চ ইঞ্জিন যেন আমার সাইট টা খুজে পায়। ওয়েব সাইটের ভিতরে যা কিছু করা হয়, সব অনপেজ অপটিমা-ইজেশন।
অনপেজ অপটিমা-ইজেশন হচ্ছে সার্চ ইন্জিন অপটিমা-ইজেশন এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আর এটার ব্যবহার যদি কোনরকম ভুল হয় তাহলে সার্চ ইঞ্জিন আপনার সাইট খুজে বের করতে সাহায্য করবে না। তাই এটার ব্যবহার করতে হবে সঠিকভাবে। অনপেজের মধ্যে যে বিষয়গুলো বিদ্যমান। নিচে দেওয়া হল।
1. কি- ওয়ার্ড রিসার্চ,
2. কনটেন্ট,
3. মেটা ট্যাগ এবং মেটা ডিস্ক্রিপশন,
4. গুগল সাইট ম্যাপ,
5. XML সাইট ম্যাপ ।
আরও বেশ কিছু আছে। কিন্তু এইগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই কয়টা জিনিস জানতে পারলে অনপেজ অপটিমা-ইজেশন এর জন্য আর কিছুর প্রয়োজন নেই।
“সজীব রহমান” তার ব্লগে বলেছেন – -
ওয়েব পেজের মধ্যে যে সকল অপটিমা-ইজেশন করা হয় তাকেই অন-পেজ অপটিমা-ইজেশন বলা হয়।
আসুন দেখে নিই অন-পেজ অপটিমা-ইজেশনে কি বিষয় অন্তভুক্ত থাকে
  • ১.মেটা ট্যাগের ব্যবহার
  • ২.টাইটেলে ট্যাগের ব্যবহার
  • ৩.কী-ওয়ার্ড ট্যাগের ব্যবহার
  • ৪।Description ট্যাগের ব্যবহার
  • ৫।ALT ট্যাগের ব্যবহার
  • ৬।h1-h6 ট্যাগের ব্যবহার
  • ৭.পেজ – ফাইলের নামকরন
  • ৮.কী ওয়ার্ড সমৃদ্ধ কনটেন্ট বনানো
  • ৯।XML Sitemaps তৈরী করণ ইত্যাদি।

৩। Off Page SEO কি ?

“seotrainingbd.com” তার ব্লগে বলেছেন – -
অফপেজ অপটিমা-ইজেশন অনপেজ অপটিমা-ইজেশনকে ফলো করে। এর মানে, সাইট যত বেশী ভিজিট হয় তার মূল্য সার্চ ইঞ্জিনের কাছে তত বাড়ে। ওয়েবসাইটের বাইরে থেকে ওয়েবসাইটের জন্য যা করা হয় তাকে অফপেজ অপটিমা-ইজেশন বলে। অর্থাৎ ওয়েবসাইটের প্রচারের জন্য যেই মার্কেটিং করা হয় তাকেই অফপেজ অপপিমা-ইজেশন বলে।
অফপেজ অপটিমা-ইজেশন প্রচুর পরিমানে ট্রাফিক বা ভিজিটর এবং সাইট কে সার্চ ইঞ্জিন এর উপরে আনার জন্য সাহায্য করে। এই জন্য অফপেজ অপটিমা-ইজেশন এর গুরুত্বটা এত বেশি।অফপেজ অপটিমা-ইজেশন এর মধ্যে রয়েছে সব গুরুত্বপূর্ণ বিষয়। অনপেজ অপটিমা-ইজেশন হচ্ছে সাইট যখন নতুন তখন এর গুরুত্ব অনেক বেশি, কিন্তু সাইট যখন পুরান হয়ে যায় তখন অফপেজ অপটিমা-ইজেশন ছাড়া সাইট একেবারে অচল। এখন দেখি অফপেজ অপটিমা-ইজেশন এর মধ্যে কি আছে।
1. ব্যাক লিঙ্কিং
2. আর্টিকেল রাইটিং
3. অ্যাংকর টেক্সট
4. ব্লগ কমেন্ট
5. ফোরাম পোস্টিং
6. সোশ্যাল বুকমারকিং
7. ইয়াহু এন্সার ব্যাকলিঙ্কং
8. আর্টিকেল সাবমিশন
9. ডিরেক্টরি সাবমিশন
10. লিঙ্ক হুইল
11. লিঙ্ক এক্সচেন্জ
12. RSS সাবমিশন
13. Review Site সাবমিশন
14. Classified সাবমিশন
15. সার্চ ইঞ্জিন সাবমিশন
16. প্রোফাইল পোস্টিং
17. CSS সাবমিশন
18. ভিডিও পোস্টিং
19. ইমেজ পোস্টিং
20. পিডিএফ সাবমিশন

৫। Meta Tag কি?

“সজীব রহমান” তার ব্লগে বলেছেন – -
মেটা ট্যাগ হল HTML এর এমন কিছু ট্যাগ যে গুলো আপনার ওয়েব সাইটের গুরুত্বপূর্ণ তথ্য গুলোকে সার্চ ইন্জিনের কাছে প্রকাশ করে থাকে।এসকল ট্যাগের মধ্যকার লেখা গুলো ব্রাউজারে প্রকাশ পায় না (টাইটেল ট্যাগ বাদে). কিন্তু এই ট্যাগ ব্যবহারের ফলে সার্চ ইন্জিন বা অন্য ওয়েব ডেভলপাররা জানতে পারে ওয়েব সাইটের লেখক ,ওয়েব সাইট তৈরীর তারিখ, শেষ আপডেট করার সময় ইত্যাদি। তবে সকল ট্যাগ গুলো SEO তেমন গুরুত্বপূর্ণ নয় যতটা টাইটেলে,কী ওয়ার্ড,Description ট্যাগ গুলো। এই ৩টি ট্যাগ SEO জন্য অনেক গুরুত্বপূর্ণ
আরো জানুন- -

৬। robots.txt কি ?

“ডিজে আরিফ” তার ব্লগে বলেছেন – -
যখন সার্চ ইঞ্জিনের সার্চবট কিংবা স্পাইডারগুলো আমার ওয়েবসাইটে এসে আপনার পেজগুলোকে ইনডেক্স শুরু করে, তখন Robots.txt ফাইলটি দিক নির্দেশকের কাজ করে। এই ফাইলটি সার্চ ইঞ্জিন থেকে আগত ক্রওলার বা স্পাইডারকে জানাবে কোন পেজগুলো ইন্ডেক্স করতে হবে আর কোন পেজগুলো ইন্ডেক্স করতে হবে না। আপনার ওয়েবসাইটের পেজগুলো ইন্ডেক্স হওয়া বা না হওয়া অনেকটা এর ওপর নির্ভর করবে । ফাইলটি একটি সাধারণ টেক্সট ফাইল, এতে কোন বিশেষ কোডিং করা হয়নি, এটি আপনার ওয়েবসাইটের রুট ডিরেক্টরতে থাকতে হবে।
উদাহরণস্বরূপ – http://bn.jinnatulhasan.com/robots.txt
“মো:রেজওয়ানুল আলম” তার ব্লগে বলেছেন – -
“robots.txt” ফাইল এমন একটি ফাইল যেটা সার্চ ইন্জিনকে বলে যে,সার্চ ইন্জিন একটা সাইটের কোন কোন্ পেজ crawl করবে আর কোন কোন পেজ crawl করবেনা।এই robots.txt ফাইলটি রুট ফোল্ডারে থাকে।

৭, আমি কিভাবে Robots.txt ফাইলটি তৈরি করবো?

“মো:রেজওয়ানুল আলম” তার ব্লগে বলেছেন – -
robots.txt ফাইল দিয়ে সার্চ ইন্জিনের বট,ক্রাউলার এবং স্পাইডার সাইটের কোন্ কোন্ পেজ দেখবে এবং কোন্ কোন্ পেজ দেখবেনা এসব নিয়ন্ত্রন করা যায়।এই নিয়ন্ত্রনের পদ্ধতিকে বলা হয় রোবটস এক্সক্লুসন প্রটোকল (Robots Exclusion Protocol) বা রোবটস এক্সক্লুসন স্টান্ডার্ড (Robots Exclusion Standard) .এই ফাইল তৈরীর আগে এখানে ব্যবহৃত কিছু চিহ্ন চিনে নেয়া যাক
Robots.txt Protocol – Standard Syntax & Semantics
অংশ/চিহ্নবর্ননা
User-agent:নির্দেশ করে রোবট(সমূহ)কে
*Wildcard. User-agent: * এটার অর্থ সব রোবট
disallow:প্রতিটি লাইন disallow: দিয়ে শুরু হয়।এরপরে আপনি / দিয়ে URL path ঠিক করে দিতে পারেন।এতে করে ওই path বা ফাইল বা ওই পেজ আর রোবট ক্রাউল করবেনা।যদি কোন path না দেন অথ্যাৎ ফাকা থাকে তাহলে disallow কাজ করবে allow এর।
#কমেন্ট করার জন্য।এটার পরে কোন লাইন এজন্য লেখা হয় যাতে এই লাইনটি পরে বোঝা যায় যে নিচের কোডগুলি কি বিষয়ক হবে।
Disallow ফিল্ড আংশিক বা পূর্নাঙ্গ URL উপস্থাপন করতে পারে।/ চিহ্নের পর যে path উল্লেখ থাকবে সেই path রোবট ভিজিট করবেনা।যেমন
Disallow: /help
#disallows both /help.html and /help/index.html, whereas
Disallow: /help/
# would disallow /help/index.html but allow /help.html
কিছু উদাহরন
সব রোবট অনুমোদন করবে করবে সব ফাইল ভিজিটের জন্য (wildcard “*” নির্দেশ করে সব রোবট)
User-agent: *
Disallow:
সব রোবট কোন ফাইল ভিজিট করবেনা
User-agent: *
Disallow: /
গুগলবট এর শুধু ভিজিটের অনুমোদন থাকবে বাকি কেউ ভিজিট করতে পারবেনা
User-agent: GoogleBot
Disallow:
User-agent: *
Disallow: /
গুগলবট এবং ইয়াহুস্লার্প এর শুধু ভিজিটের অনুমোদন থাকবে বাকি কারো থাকবেনা
User-agent: GoogleBot
User-agent: Slurp
Disallow:
User-agent: *
Disallow: /
কোন একটা নির্দিষ্ট বটের ভিজিট যদি বন্ধ করতে চান তাহলে
User-agent: *
Disallow:
User-agent: Teoma
Disallow: /
এই ফাইলটি দ্বারা যদি আপনার সাইটের কোন URL বা পেজ crawl করা বন্ধ করে দেন তারপরেও কিছু সমস্যার কারনে এই পেজগুলি কোথাও কোথাও দেখাতে পারে।যেমন রেফারেল লগ এ URL গুলি দেখাতে পারে।তাছাড়া কিছু কিছু সার্চ ইন্জিন আছে যাদের এলগরিদম খুব উন্নত নয় ফলে এসব ইন্জিন থেকে যখন স্পাইডার/বোট crawl করার জন্য পাঠায় তখন এরা robots.txt ফাইলের নির্দেশনাকে উপেক্ষা করে আপনার সব URL crawl করে যাবে।
আরো জানুন- -

৮. কিওয়ার্ড কি?

কিওয়ার্ড হল শব্দ গুচ্ছ যা দিয়ে আপনি বিভিন্ন সার্চ ইঞ্জিনে আপনার তথ্য খুজতে ব্যবহার করে থাকেন

৯. কিওয়ার্ড রিসার্স কি ?

“seotrainingbd.com” তার ব্লগে বলেছেন – -
SEO এর প্রধান উপাদান হচ্ছে কীত্তয়ার্ড।বিশ্বের অধিকাংশ ব্যবহারকারী তথ্য খোজার ক্ষেত্রে কোন কোন শব্দ ব্যবহার করে থাকেন। কম জনপ্রিয় কোন শব্দ যদি ত্তয়েবসাইটের ডোমেইন এ ব্যবহার করা হয় তা হলে এটি সার্চ করার সময় পিছিয়ে থাকবে। তাই সঠিক কী ব্যবহার করার জন্য গুগলেরই সাহায্য গ্রহণ করতে হবে। প্রতিযোগীর সংখ্যা কমিয়ে নিয়ে আসার জন্য সঠিক শব্দ নির্বাচন করতে হবে। তাই গুগলের adwords ব্যবহার করে কোন শব্দ কতজন ব্যবহার করছে তার একটি হিসাবনিকাশ পাত্তয়া যায়।প্রতিমাসে যে পরিমানে সার্চ হয়েছে কিন্তু প্রতিযোগীর সংখ্যা কম এমন সকল শব্দ ব্যবহার করে সাইট নির্মাণ করলে সহজেই কাঙ্খিত ফল পাত্তয়া যায়। গুগলে mediafire movies লিখে সার্চ দেত্তয়া হলে এর প্রতিযোগির সংথ্যা দেখা যাচ্ছে অনেক। কিন্তু একই শব্দের সাথে আরো কিছু শব্দ all kinds of mediafire movies যুক্ত করে সার্চ দিলে প্রতিযোগিতা কমে যায়। এভাবেই গুগল adwords এর সাহায্যে সঠিক শব্দ, প্রতিযোগিতা কম কিন্তু সহজেই সকলে খোজার ক্ষেত্রে ব্যবহার করে থাকে এমন শব্দ ব্যবহার করে সাইট তৈরি করা যায়। তাই SEO সার্চ ইঞ্জিন অপটিমা-ইজেশন করার জন্য সঠিক শব্দ নির্বাচন ছাড়া আর কোন উপায় নেই।

১০. সাইটম্যাপ কি ?

“Jinnat Ul Hasan” তার ব্লগে বলেছেন – -
সাইটম্যাপ একটি XML ফাইল যাতে কোনো ওয়েবসাইটের যাবতীয় লিংক আরোও কিছু তথ্যসহ থাকে – যার ফলে সার্চ ইঞ্জিনগুলো খুব সহজে এবং কার্যকরীভাবে ওয়েবসাইটে ঘুরে বেড়াতে পারে এবং প্রয়োজনীয় ওয়েবপেজগুলোকে ইনডেক্স করতে পারে। ওয়েবমাষ্টাররা সাইটম্যাপের সাহায্যে তাদের ওয়েবসাইটে ইনডেক্স উপযোগী পেজ সম্বন্ধে সার্চ ইঞ্জিনগুলোকে অবহিত করে থাকে।
আরো জানুনঃ http://bn.earningfair.com/%E0%A6%AC%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%97%E0%A6%BF%E0%A6%82/%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA-%E0%A6%95%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%BE%E0%A6%87%E0%A6%9F%E0%A6%AE%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%AA%E0%A7%87%E0%A6%B0/

১১.সাইটম্যাপ কিভাবে বানাব?

“Jinnat Ul Hasan” তার ব্লগে বলেছেন – -
কয়েকটি উপায়েই সাইটম্যাপ বানানো যায়। নিজ হাতে লিংক ধরে ধরে কোড করে করতে পারেন আবার Vigos gSitemap সফটওয়ার কিংবা XML Sitemaps ওয়েবসাইটটি ব্যবহার করে খুব সহজেই কেবলমাত্র ওয়েবসাইটের লিংক দিয়েই সাইটম্যাপ তৈরি হয়ে যায়। যারা wordpress কিংবা joomla ব্যবহার করেন, তারা যথাক্রমে Google XML Sitemaps এবং Xmap প্লাগইন ব্যবহার করে অটোমেটিকভাবে সাইটম্যাপ বানিয়ে ফেলতে পারেন।
এছাড়া যারা blogger.com কিংবা wordpress.com এর ব্লগ ব্যবহার করেন যাতে ফাইল আপলোডের (FTP) সুবিধা নেই, তারা ব্লগের RSS feed টিকে সাইটম্যাপ হিসেবে ব্যবহার করতে পারেন। সাধারনত blogger.com এর feed এর লিংক হল http://xxxxx.blogspot.com/feeds/posts/default এবং wordpress.com ব্লগের জন্য হল http://xxxxx.wordpress.com/feed/ যা সাইটম্যাপের বিকল্প হতে পারে – xxxxx এর স্থলে আপনার ব্লগের নাম বসিয়ে দিন।

১২. ডুফলো এবং নোফলো ব্যাকলিংক কি?

শাহ্‌ সুলতান রনিতার ব্লগে বলেছেন – -

ডুফলো ব্যাকলিংক

ডুফলো ব্যাকলিংক হচ্ছে একটি সাধারন এইচটিএমএল লিংক। যার মাধ্যমে লিংকটি সরাসরি আপনার সাইটকে রেফার করবে এবং ব্লগ বা পোস্ট এই লিংকটিকে সমর্থন দেবে। ডুফলো ব্যাকলিংক হচ্ছে সবচেয়ে শক্তিশালী লিংক। আপনি কি ধরনের ব্লগের কাজ থেকে ডুফলো ব্যাকলিংক পাচ্ছেন তার উপরে নির্ভর করে আপনি কি ধরনের রেঙ্ক পাবেন।
উদাহরণস্বরূপ, আমি একটি সাধারন এইচটিএমএল সোর্স কোডের লিংকের মাধ্যমে একটি সাইটের ডুফলো ব্যাকলিংক উপস্থাপন করছি।
<a href=”http://www.banglahili.com”>বাংলাহিলি.কম</a>
নোফলো ব্যাকলিংক
নোফলো ব্যাকলিংক হচ্ছে এমন একধরনের লিংক যার মাধ্যমে ওয়েবসাইট সার্চ ইঞ্জিনকে তার প্রকাশিত ব্যাকলিংক কে ক্রাওল/ ইন্ডেক্স করতে নিষেধ করে । অর্থাৎ আপনি এধরনের লিংকের মাধ্যমে কোন প্রকার পেজ রেঙ্ক পাবেননা। তবে এর মাধ্যমে কিছু ভিজিটর পেতে পারেন। বিশ্বের জনপ্রিয় সাইটগুলো নোফলো ব্যাকলিংক ব্যাবহার করে থাকে যেমন ফেসবুক, টুইটার, উইকিপিডিয়া ইত্যাদি। নোফলো ব্যাকলিংক এর সাথে rel=”nofollow” কোডটি যুক্ত থাকে যা সার্চ ইঞ্জিনকে ইন্ডেক্স করতে বাঁধা দেয়।
উদাহরণস্বরূপ, আমি একটি সাধারন এইচটিএমএল সোর্স কোডের লিংকের মাধ্যমে একটি সাইটের নোফলো ব্যাকলিংক উপস্থাপন করছি।
<a href=”http://www.banglahili.com” rel=”nofollow”>বাংলাহিলি.কম</a>

১৩. ডুফলো এবং নোফলো ব্যাকলিংক চেক করার উপায় কি ?

search status নামে এডঅনস দিয়ে আপনি খুব সহজেই আপনি এই কাজটি সেরে ফেলতে পারেন যা আপনার ফায়ারফক্স ব্রাউজার রে যোগ করে দিতে হবে…
বিস্তারিত জানুন এই লিঙ্ক থেকেঃ http://seoaddakhana.blogspot.com/2011/06/nofollow-dofollow.html

১৪. সোশাল বুকমার্কিং কী ?

“নগদ নারায়ণ” তার ব্লগে বলেছেন – -
আপনি হয়তো আপনার ব্রাউজার এ কোন সাইট বা পেইজ বুকমার্ক করে রাখেন যদি সেই সাইটটির বিষয়বস্তু আপনার ভাল লেগে থাকে। কি করেন না? সোশাল বুকমার্কিংও ঠিক এরকমি একটা কাজ। শুধু তফাৎটা হচ্ছে যে সোশাল বুকমার্কিং টা একটা নির্দিষ্ট ওয়েবসাইট এর মধ্যে সেভ হয়ে থাকবে, আপনার লোকাল পিসি বা ব্রাউজার এ নয়। সুতরাং আপনি যেকোন কম্পিউটারি ব্যবহার করেন না কেন, ইন্টারনেট এর সংযোগ থাকলে যেকোন জায়গা থেকেই আপনার বুকমার্ক করা লিংক বা ওয়েবসাইট আপনি অ্যাক্সেস করতে পারবেন।

১৫. পেইজ র‍্যাংক কি ?

“dueza.com” তার ব্লগে বলেছেন – -
Page Rank বা সংক্ষেপে PR হচ্ছে গুগল কর্তৃক ব্যবহৃত এক ধরনের লিংক বিশ্লেষন এলগরিদম, যা দ্বারা একটি পেইজ বা ওয়েবসাইট কতটা গুরুত্বপূর্ণ তা নির্ধারণ করা হয় এবং সার্চের ফলাফলে এটিকে প্রধান্য দেয়া হয়। গুগল এটা বুঝে যখন একটি পেইজ অন্য একটি পেইজের সাথে যুক্ত হয়, এটা অন্য পেইজ দ্বারা সমর্থন দেওয়া বুঝায়। যত বেশী সমর্থন(এক্ষেত্রে লিঙ্ক বা ভোট) সেই পেইজ তত বেশী গুরুত্বপূর্ন গুগলের কাছে। আরো একটা ব্যাপার আছে সেই পেইজটি নিজের সাইটের বিভিন্ন পোস্টের সাথে কতটা লিঙ্ক জেনারেট করেছে মানে ইন্টারনাল লিঙ্ক আছে সেই পেইজের সাথে। গুগল যে সাইটের যত লিঙ্ক ইন্টারনেটের বিভিন্ন সাইটে পাবে তাকে তত বেশী গুরুত্ব দেবে। প্রতিটা সমর্থন বা লিঙ্ক গুনে দেখে গুগল যখন পেইজ র‍্যাংক দেয়।
আপনাদের জন্যে কিছু প্রশ্ন থাকল, সময় পেলে উত্তর দিন
  • ব্যাকলিংক পাওয়ার সহজ উপায় কি ?
  • ফোরাম সাইট থেকে কিভাবে ব্যাকলিংক পাব ?
  • প্রগ্রামিং এর সাথে কি এস ই ও – এর কোন সম্পর্ক আছে ?
  • নতুন একটা সাইট ইন্ডেক্স হতে কত সময় লাগে?
  • কোন ব্লগ পোষ্টে কতটি ট্যাগ ব্যবহার করা স্বাভাবিক ?
  • লোকাল SEO কি ?
পোষ্টটি ভাল লাগলে জানাবেন, আপনারা চাইলে এই রকম পোস্ট নিয়মিত করে যাব।
Read More

৩ টি বেস্ট ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিন

আজ আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব ৩ টি এস ই
ও ওয়ার্ডপ্রেস   প্লাগিন এর সাথে  । যেগুলো আপনার সাইট কে করে তুলবে আর ও অনেক অনন্য এবং সার্চ ইঞ্জিন এ ভাল অবস্থায় পৌছতে সাহায্য করবে ।
বর্তমানে অনেক এস ই ও প্লাগিন রয়েছে জেগুলো অনেক পরিচিতি লাভ করেছে কিন্তু এমন কিছু প্লাগিন রয়েছে যেগুলো ভাল কিন্তু ততটা পরিচিতি লাভ করতে পারে নি।
প্রথমে আমি আপানাদের যেই প্লাগিন টি সম্পর্কে বলব তা হল  Greg’s High Performance SEO Plugin । 
যা আপনি ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে ঃ

http://wordpress.org/extend/plugins/gregs-high-performance-seo/

এস ই ও প্লাগিন


এই প্লাগিন টা অনেকটা অল ইন ওয়ান এস ই প্লাগিন এর মত যা বর্তমানে সবচেয়ে উচু অবস্থানে অবস্থান করছে এস ই ও প্লাগিন হিসেবে । এবং বহুল ভাবে ব্যাবহার হচ্ছে। আপনার এই প্লাগিন টি ব্যাবহার করে দেখতে পারেন সত্যি চমকপ্রদ হবেন এই প্লাগিন টি ব্যাবহার করলে । কারন এটি অল অন ওয়ান এস ই ও প্লাগিন থেকে অনেক বেশি ফিচার সম্পন্ন এবং অনেক কম সাইজ ।এছারা এর আরও কিছু ফিচার আপানাকে আরও এর প্রতি দুর্বল করে তুলবে ।

দ্বিতীয় যেই প্লাগিন টির কথা বলব সেটির নাম হচ্ছে  Bloggerhigh SEO Plugin Help
এই প্লাগিন টি ডাউনলোড করুন এখানে থেকে ঃ

http://www.bloggerhigh.com/seopressor.php


এস ই ও প্লাগিন
এই প্লাগিন টি ডাউনলোড করার জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে ।আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এই প্লাগিন ব্যাবহার করার পর আপনি আপনার  রেজিস্ট্রেশান  করার কথা ভুলে জাবেন এই প্লাগিন টি অনেক ফিচার সম্পন্ন যা আপাঙ্কে অনেক সুবিধা দেবে । তবে খুব ভাল হয় যদি আপনি এই প্লাগিন ব্যাবহার করার আগে “কি ওয়ার্ড ” কি সেটা এবং কি ভাবে কি ওয়ার্ড ব্যাবহার করতে হয় । তারপর আপনি যেই  কি ওয়ার্ড  সিলেক্ট করবেন এবং সেই কি ওয়ার্ড উপর যেই আরটিকেল লিখবেন এই প্লাগিন সেই পোস্ট এ আপনার কি ওয়ার্ড ব্যাবহার এবং আরও কিছু বিষয় যেমন h 1,h2,h3 ইত্যাদি ট্যাগ এর ব্যাবহার এসব বিষয় এর উপর ভিত্তি করে আপনার পোস্ট কে নাম্বার দিবে । ফলে আপনি আপনার সাইট এর পোস্ট গুলো কে আরও ভাল ভাবে অপ্টিমাইজড করতে পারবেন ।

৩ নাম্বার এবিং শেষ প্লাগিন টি হল SEO content control Plugin
এই প্লাগিন টি ডাউনলোড করুন এখানে থেকে ঃ

http://wordpress.org/extend/plugins/seo-content-control/

"এস ই ও প্লাগিন"


এটিও অনেকটা ব্লগার হাই প্লাগিন এর মত। কিন্তু এটি ব্লগার হাই থেকে মানে ব্লগার হাই পোস্ট এর উপর কাজ করে আপনার পোস্ট কে এস ই ও তে ভাল স্থান দেয় কিন্তু কনটেন্ট কন্ট্রোল এর কাজ হল আপনার সাইট এর নিদিষ্ট কোন পার্ট এস ই ও টার্ম এ কেমন মানে দুর্বল না ভাল অবস্থানে আছে তা সম্পর্কে অবহিত করবে ।
Read More

গুগল-ইয়াহু বুকমার্কিং সার্চ ইন্জিন অপটিমাইজেশনে কোন প্রভাব ফেলেনা…

টাইটেল দেখেই হয়তো অনেকে অনুমান করতে পারছেন আজকের এই লেখাটা কেন লেখা !!! আমাদের অনেকের মধ্যেই সার্চ ইন্জিন অপটিমাইজেশন নিয়ে কিছু ভ্রান্ত ধারনা প্রচলিত আছে। যা আমরা বুঝে না বুঝে অবলীলায় করে যাচ্ছি। আজকের বিষয় টা হচ্ছে গুগল-ইয়াহু বুকমার্কিং সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ কতটা উপকারি !!!

Will these bookmarks affect Google's search results?
সার্চ ইন্জিন অপটিমাইজেশন (অফ পেইজ এস.ই.ও তে) বিভিন্ন জন টিউন করার সময় বেকলিঙ্কস বাড়ানোর জন্য বুকমার্কিং সাইট গুলোর উপকারিতা সম্পর্কে জানান আর সেগুলোতে বুকমার্কিং করার পরামর্শ দেন। আর এর সাথে সাথে গুগল-ইয়াহু বুকমার্কিং এর কথাও চলে আসে (এই যে সেদিন টিটির একটা টিউনে দেখলাম )। কিন্তু আমার প্রশ্ন হল গুগল-ইয়াহু বুকমার্কিং কি আসলেই কোন সাইটের সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ বিন্দু মাত্র উপকারী ভূমিকা পালন করে ???

ভাই দুঃখের বিষয় হলে ও সত্য যে আমরা অনেকেই এই ব্যাপারে জানি ই না। আপনারা অনেকেই অবাক হবেন যে গুগল-ইয়াহু বুকমার্কিং কোন সাইটের সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ বিন্দু মাত্র উপকারী ভূমিকা পালন করেনা। এটার উদ্দেশ্য সম্পুর্ন ভিন্ন। আসুন জেনে নেই গুগল-ইয়াহু বুকমার্ক কি এবং কেন আমরা বুকমার্কিং করবো !!!

গুগল-ইয়াহু বুকমার্ক কি ?

গুগল-ইয়াহু বুকমার্কস হচ্ছে এমন একটা অনলাইন সার্ভিস যেখানে আপনি অতি সহজেই আপনার পছন্দের সাইট গুলোকে সেভ করে রাখতে পারেন এবং একই সাথে যুক্ত করে দিতে পারেন উপযুক্ত লেভেলস এবং বর্ননা দিয়ে।

Will these bookmarks affect search results?
এটা ব্রাউজার এর বুকমার্ক এর মতো নয়। আপনি সাইন ইন অবস্থায় ঐ রিলেটেড (যেই লেভেলস এবং বর্ননা দিয়ে সেভ করা) বিষয় নিয়ে সার্চ দিবেন তখন গুগল আপনাকে আপনার বুকমার্ক করা সাইট সহ অন্যান্য সাইট গুলো শো করবে। এমন কি অন্যের কম্পিউটারেও (সাইন ইন অবস্থায়)। যা এক মাত্র আপনাকেই শো করবে। সাইন আঊট করে সার্চ দিয়ে দেখেন এখানে আপনি দেখতে পাবেন না আপনার বুকমার্ক করা সাইটটি। আর ইয়াহু বুকমার্ক ঠিক গুগল বুকমার্ক এর মতোই।

undefined

 

কেন গুগল-ইয়াহু বুকমার্কিং সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ কোন প্রভাব ফেলেনা…

আপনারা হয়তো জেনে থাকবেন যে গুগল আর ইয়াহু তে সাইট সাবমিটে কোন বেকলিঙ্কস পাওয়া যায়না। সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ গুগল-ইয়াহু বুকমার্কিং বিন্দু মাত্র প্রভাবই ফেলে না। কারন এই বুকমার্ক এর ফলে কোন বেকলিঙ্কস ই ক্রিয়েট হয়না এমন কি কোন প্রকার ন্যাচারাল লিঙ্ক ও নয়। এই বুকমার্ক শুধু মাত্র আপনার সার্চ রেজাল্টে ই দেখায়। এর মাধ্যমে আপনি ডাইরেক্ট কোন ভিজিটর ও পাবেননা। গুগল-ইয়াহু বুকমার্কিং এ সার্চ ইন্জিন অপটিমাইজেশন এর প্রভাব সম্পর্কে গুগল সিস্টেম ব্লগ লিখছিল যে…

Question : Will these bookmarks affect Google’s search results?
Answer: ” You’ll see the labels selected for a bookmark next to its corresponding snippet in the search results. Bookmarks affect Google’s search results only for you. Google improves the relevancy of the search results by tailoring to your interests, so the order of the search results could change in some cases “

সুতরাং গুগল-ইয়াহু বুকমার্কিং যে কোন কাজেই আসেনা একটা সাইটের সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ এটা কিন্তু পরিষ্কার। তাই এতো টুকু বলতে চাই আপনারা এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন যে সার্চ ইন্জিন অপটিমাইজেশন এ গুগল-ইয়াহু বুকমার্কিং খুবই উপকারী। আর অন্যকে বলার সময় ও কেয়ারফুল হন এটা আপনাদের কাছে আমার রিকুয়েস্ট।

মনে রাখা উচিৎ যে, সব সোসাইল বুকমার্ক সাইট ই বেকলিঙ্কস দেয় না, তাই ডুফলো সোসাইল বুকমার্ক সাইট গুলোকে টার্গেট করে সাইট সাবমিট করা উচিৎ। আর সব চেয়ে বড় কথা আপনার উচিৎ হবে হাই পেজ রেঙ্ক (৪-৬ অথবা ৭ এর উপরে ) ডুফলো সোসাইল বুকমার্ক সাইট গুলোকে টার্গেট করে বুকমার্কিং করা।

আশা করি সবার কাছে ব্যাপার টা ক্লিয়ার হয়েছে। কমেন্ট দিয়ে আপনার কোন মতামত থাকলে ব্যাক্ত করতে ভুলবেন না জেনো। ধন্যবাদ সাথেই থাকুন।
Read More

মাত্র তিনটি এসইও টিপস মেনে নিজের সাইটের পেজরেঙ্ক বাড়িয়ে নিন…

আমি আসলে কোনো এসইও এক্সপার্ট না। জাস্ট হালকা ধারণা আছে। নিজের সাইটের প্রয়োজনে শিখতে এবং জানতে হয়েছে। কিন্তু অনেকেই মনে করেন, আমি এ ব্যাপারে অনেক জানি। কেন মনে করেন, জানিনা। তবে মানুষের মুখে শুনতে ভালো লাগে, তাই বাধ্য হয়ে আরও কিছু শিখেছিলাম এবং নিজেকে আপটুডেট রাখার চেষ্টা করি… :) । নিজের অভিজ্ঞতা এবং জানার পরিধি থেকে এখানে আপনাদের সামনে মাত্র ৩টি এসইও টিপস তোলে ধরলাম। এই তিনটি এসইও টিপস মেনে চললে আপনার নিজের সাইটের এসইওর জন্য আর কারও কাছে হাত পাততে হবে না। এই তিনটিই আমি যথেষ্ট মনে করি। আপনি যদি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নাও জানেন, তবু এই তিনটি টিপস যদি মেনে চলতে পারেন তাহলে গুগল যতো কৌশল-ই করুক না কেন, আপনার পেজ রেঙ্ক বাড়তেই থাকবে… বাড়তেই থাকবে… :)
তাহলে চলুন সংক্ষেপে তিনটি টিপস জেনে নেয়া যাক-
১। প্রচলিত একটা কথা আছে- কনটেন্ট ইজ কিং। হ্যাঁ, এ কথা সত্য। আপনার সাইটে নিয়মিত কনটেন্ট দিন, গুগল বট এসে খুশি হবে, বট খুশি হলে প্রচুর ভিজিটর পাঠাবে। ভিজিটর এসে খুশি হলে সে আবারও আসবে। রিটার্ন ভিজিটরকে গুগল বট খুব গুরুত্ব দেয়, ফলে সে আরও ভিজিটর পাঠাবে।
২। সাইট কনটেন্ট যোগ করুন টাইম-টেবল মেনে। সপ্তাহে ৩টি যদি পোস্ট দেন তাহলে ৩টিই দিন। কোনো সপ্তাহে ৭টি আবার পরের সপ্তাহে ১টিও না, এমন যেনো না হয়। কারণ এতে গুগল বট রাগ (?) করতে পারে। এবং রাগ করতে পারে আপনার ভিজিটরও। সুতরাং বিষয়টিতে গুরুত্ব দিন।
৩। ভিজিটর/পাঠকের মতো গুগল বটও কনটেন্ট-এর মান বুঝতে পারে। সুতরাং একটা কনটেন্ট/পোস্ট সাইটে দেয়ার আগে লেখাটিকে তথ্যবহুল, সহজ-সরল, যুক্তিপূর্ণভাবে উপস্থাপন করার চেষ্টা করুন। একূল-ওকূল দুকূল-ই রক্ষা হবে।

এই তিনটি টিপস মেনে চলার জন্য আপনাকে এসইও এক্সপার্ট হওয়া লাগবে না। বেকলিংক, ডুফলো লিংক এইসব হাবিজাবি বিষয় নিয়ে আপনাকে অর্থ কিংবা সময় নষ্ট করতে হবে না। জাস্ট এই তিনটা টিপস মেনে চলুন, আমি আপনাকে নিশ্চয়তা দিয়ে বলছি- আপনার সাইটের পেজ রেংক বৃদ্ধি পাবেই।
Read More

সোশ্যাল বুকমার্কিং : আজকের বিষয় ডিগে সাইট সাবমিট

লিংকবিল্ডিং এর একটি জনপ্রিয় উপায় হচ্ছে সোশ্যাল বুকমার্ক সাবমিটিং। নতুন যারা এসইও করেন তাদের একটা সাধারন প্রশ্ন থাকে সোশ্যাল বুকমার্ক সাবমিটিং কিভাবে করব? তাই নতুন দের জন্য আমার এই পোস্ট। এই পোস্ট এ আমি দেখাবো কিভাবে digg.com এ বুকমার্ক সাবমিট করবেন। digg.com একটি জনপ্রিয় বুকমার্কিং সাইট কারন এর পেজ রাঙ্ক ৮ এবং লিংকগুলো ডুফলো। (কিভাবে ডুফলো নোফলো চেক করবেন তা নিয়ে আরেকদিন একটি ছোট পোস্ট লিখব।)
প্রথমে digg.com এ যান এবং Join Digg বাটনে ক্লিক করুন।

undefined

তাহলে একটি পপআপ উইন্ডো আসবে যাতে আপনারা একটি ছোট রেজিস্ট্রেশান ফর্ম পাবেন। আপনারা চাইলে আপনাদের ফেসবুক অথবা টুইটার একাউন্ট দিয়ে রেজিস্ট্রেশান করতে পারবেন। আশাকরি এ বিষয়ে আর বলতে হবেনা।

undefined
এবার রেজিস্ট্রেশান হোয়ে যাবার পর আপনার অ্যাকাউন্ট লগিন করুন। লগিন হয়ে যাবার পর digg.com এর হোম পেজ এ আসুন। এখানে এসে উপরে ডানপাশে সাবমিট লিংক বাটনে ক্লিক করুন।
এবারও একটি পপআপ উইন্ডো আসবে যাতে আপনার কাঙ্খিত ওয়েবসাইটের লিংক দিন।
undefined
এখানে একটা কথা বলে রাখা ভাল লিংক দেয়ার কিছু ভাল ও ভূল প্রক্রিয়া আছে। ভূল প্রক্রিয়ায় সাবমিট করা হলে আপনার পরিশ্রম বিফলে যেতে পারে। যেমনঃ
ভুল প্রক্রিয়াঃ

http://www.mysite.com
http://mysite.com
http://www.mysite.com/index.html
http://mysite.com/index.html

ভাল প্রক্রিয়াঃ

http://www.mysite.com/
কখনো ডমেইন এর শেষে “/” trailing দিতে ভুলবেন না।
সুত্রঃ seomoz.org
এরপর লিংক দেয়া হলে সাবমিট বাটনে ক্লিক করুন। সাধারন বট অটোমেটিক্যালি ওয়েবসাইটের টাইটেল এবং মেটা ডেসক্রিপসান নিয়ে নেয়। যদি না নিয়ে থাকে তাহলে নিজে থেকে এগুলো পূরন করুন। কিছু কিছু সোশ্যাল বুকমার্ক সাইট এ্যাংকর টেক্সট সাপোর্ট করে। আপনি চাইলে এ্যাংকর টেক্সট ব্যাবহার করতে পারেন এবং ক্যাটাগরি পছন্দ করুন এবং Digg it বাটন প্রেস করুন।
ব্যাস হোয়ে গেল আপনার একটি সোশ্যাল বুকমার্ক সাবমিট।
এটিতে  ভূলত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর নিন ২০০ ডুফলো সোশ্যাল বুকমার্ক সাইট লিস্ট মিডিয়া ফায়ারের ডাউনলোড লিংক। ধন্যবাদ
Read More

ফায়ারফক্সের অসাধারন একটি এসইও টুলবার সম্পর্কে জেনে নিন (পর্ব-২)

আজ আমি আপনাদের সাথে মজিলা ফায়ারফক্সের আরও একটি টুলবার নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এর আগে আমি Web Rank টুলবার নিয়ে পোস্ট করেছিলাম। যারা এটি মিস করেছেন তারা দেখতে চাইলে এখানে ক্লিক করুন
আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো মজিলা ফায়ারফক্সের আরও একটি অসাধারন একটি এসইও টুলবার Search Status নিয়ে। এটার সব চেয়ে বড় গুন হচ্ছে এটা দিয়ে আপনি কোন কি ডুফলো কিনা তা চেক করতে পারবেন এবং একি সাথে পেজ রেংকও চেক করতে পারবেন। তাহলে আসুন আর কথা না বাড়িয়ে জেনে নেই খুবি উপকারি এই এডঅন্স সম্পর্কে।

 এই টুলবার দিয়ে আপনি যা কিছু করতে পারবেন :

এই টুলবার দিয়ে আপনি এক সাথে অনেক কিছুই করতে পারবেন।  নিচে এ নিয়ে বিস্তারিত আলোচনা করা হল।
১। Google PageRank দেখতে পারবেন ।
২। Alexa rank দেখতে পারবেন ।
৩। Compete ranking দেখতে পারবেন ।
৪। খুব সহজেই নোফলো/ ডুফলো লিংক দেখতে পারবেন।
৫। backward/related links দেখতে পারবেন ।
৬। Alexa infoদেখতে পারবেন ।
৭। এবং আরও অনেক SEO tool পাবেন।
আশা করি এটির কি কি কাজ সবাই বুঝতে পেরেছেন। এবার আসুন এটি কিভাবে ইন্সটল করেবেন টা নিয়ে আলোচনা করি।

এটি যেভাবে ইন্সটল করবেন :

১।প্রথমে এই লিংকে ক্লিক করুন
২। তারপর নিচের ছবির মত Add To Firefox এ ক্লিক করুন ।
৩। এবার স্বাভাবিক নিয়মে ইন্সটল করুন এবং ব্রাউজার রিস্টার্ট করুন ।
ব্যাস হলে গেল এটি ইন্সটল ।

এটি যেভাবে ব্যবহার করবেন :

এবার আমি এটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।
১। আপনি আপনার ব্রাউজার আর ডান পাশে নিচে খেয়াল করুন নিচের ছবির মত একটি আইকন দেখতে পাবেন।


এবার আপনি আপনার মাউসের কারসার নীল কালারের আইকন আরা কাছে নিয়ে মাউসের রাইত বাটন ক্লিক করুন। এখানে আপনি অনেক গুল অপশন দেখতে পাবেন। যেটি যেটি আপনার প্রয়োজন আপনি সেটি সিলেক্ট করে দিন।
এই পোস্টটি কেমন জানি আউলা ঝাউলা হয়ে গেছে । আপনার বুহজতে পেরেছেন কিনা বলতে পারছিনা। আপনি এটি জাস্ট ইন্সটল করে আম যেভাবে বলেছি সেইভাবে করেন আশা করি সবাই পারবেন। আর কোন অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন।
Read More

সোশ্যাল বুকমার্কিং কেন ? সেরা ১০০টি ডুফলো সোশ্যাল বুক মার্কিং সাইট

সবাই কেমন আছেন ?
আশা করি ভাল আছেন।
আমিও আপনাদের দোয়ায় ভালই আছি।
আজ আমি আলোচনা করবো সোশ্যাল বুকমার্কিং সম্পর্কে। সোশ্যাল বুকমার্কিং কি এবং কেন, কিভাবে বুকমার্কিং করবেন এবং বেশ কিছু ডুফলো সোশ্যাল বুকমার্কিং সাইটের লিস্ট থাকবেন আমার পোষ্টে। আসুন তবে দেরি না করে শুরু করা যাক।

সোশ্যাল বুকমার্কিং

বিভিন্ন সোশ্যাল বুকমার্কিং সাইটে বুকমার্ক করার মাধ্যমে আপনি ব্যাকলিংক তৈরি করতে পারবেন সাথে সাথে আপনার কন্টেন্ট পেজকে গুগল SERP’s এ ভালো অবস্থানে নিয়ে আসতে পারবেন। ব্যাকলিংক তৈরি তে সোশ্যাল বুকমার্কিং খুবই কার্যকরি একটা অফপেজ seo. ডুফলো সোশ্যাল বুকমার্কিং সাইট গুলোতে নিয়মিত বুকমার্ক করা গেলে খুব ভালো ফল পাওয়া যায়। এতে করে আপনার সাইট বা ব্লগের ব্যাকলিংকস বাড়তে থাকবে। যা gradually আপনার ব্লগের serp’s উন্নতি করতে হেল্প করবে। তাই যে কোন ব্লগ বা সাইটের জন্য ডুফলো সোশ্যাল বুকমার্কিং সাইট গুলোতে সাইট সাবমিট করা উচিৎ। আর আশা করি সবাই বুকমার্ক সম্পর্কে জানেন , তাই বুকমার্ককিং সাইট সম্পর্কে আর বেশি কিছুই বললাম না।
 undefined

কিভাবে বুকমার্কিং করবেন ?

ব্যাকলিংক এবং ট্রাফিক পাওয়ার জন্য বুকমার্কিং অনেক কার্যকরী। নতুন অনেকেই ঠিক মতো বুকমার্কিং করতে না পারার কারনে এর সুবিধা গুলো তে বঞ্চিত হয়। সাইট গুলোতে বুকমার্কিং করার জন্য মূলত ৪ টি অপশন থাকে।

১। URL
২। The title
৩। Tags
৪। Description

URL এর জায়গায় আপনি আপনার ব্লগের এড্রেস দিন, তার পর টাইটেলে আপনার ব্লগের টাইটেল টি দিন (পোষ্টের বুকমার্কিং করতে চাইলে পোষ্টের টাইটেল দিবেন),  Tags এর স্থানে আপনার ব্লগে ব্যাবহৃত কিওয়ার্ড গুলো ব্যাবহার করুন (প্রয়োজনে কমন বা টার্গেট করা গুলো দিন)। আর শেষে আপনার ব্লগের ডেসস্ক্রিপশন দিন। সব ঠিক মত হয়ে গেলে সাবমিট বাটনে ক্লিক করে সাবমিট করে দিন ব্যাস কাজ শেষ।


আমি নিচে সেরা ১০০ টি সোশ্যাল বুকমার্কিং সাইটের লিস্ট দিলাম , এই সাইটে গিয়ে আপনি আপনার সাইট সহজেই বুকমার্ক করে ফেলুন এবং ব্যাকলিংক এবং সাইটের ভিজিটর বাড়ান।

1. http://www.del.icio.us
2. http://www.fark.com
3. http://www.furl.net
4. http://www.bloghop.com
5. http://www.digg.com
6. http://www.palbe.net
7. http://www.icerocket.com
8. http://www.newsvine.com
9. http://www.stumbleupon.com
10. http://www.authorcontent.com
11. http://www.backflip.com
12. http://www.beanrocket.com
13. http://www.a1-webmarks.com
14. http://www.bibsonomy.org
15. http://www.faves.com
16. http://www.bmaccess.net
17. http://www.bookmarktracker.com
18. http://www.business-planet.net
19. http://www.connotea.org
20. http://www.dzone.com
21. http://www.folkd.com
22. http://www.squidoo.com
23. http://www.clipclip.org
24. http://www.clipmarks.com
25. http://www.Givealink.org
26. http://www.linkarena.com
27. http://www.xmaui.com
28. http://www.whitelinks.com
29. http://www.topstumbles.com
30. http://www.pusha.se
31. http://www.developernewz.com
32. http://www.celebhungama.com
33. http://www.choowawa.com
34. http://www.cmymark.com
35. http://www.contentpop.com
36. http://www.catchlive.com
37. http://www.bukmark.net
38. http://www.bookmax.net
39. http://www.bookmarkus.eu
40. http://www.bookmarkall.com
41. http://www.bookmark4you.com
42. http://www.blurpalicious.com
43. http://www.bestofindya.com
44. http://www.veryhotlinks.com
45. http://www.votedlinks.com
46. http://www.wagg.it
47. http://www.7878748.com
48. http://www.web2list.com
49. http://www.blinklist.com
50. http://www.buddymarks.com
51. http://www.citeulike.org
52. http://www.diigo.com
53. http://www.kaboodle.com
54. http://www.oyax.com
55. http://www.pixelmo.com
56. http://www.plugim.com
57. http://www.postonfire.com
58. http://www.propeller.com
59. http://www.reddit.com
60. http://www.shoutwire.com
61. http://www.slashdot.org
62. http://www.socialogs.com
63. http://www.spurl.net
64. http://www.upchuckr.com
65. http://www.wirefan.com
66. http://www.mister-wong.com
67. http://www.mylinkvault.com
68. http://www.healthranker.com
69. http://www.indianpad.com
70. http://www.jumptags.com
71. http://www.getigadget.com
72. http://www.favoor.com
73. http://www.lilisto.com
74. http://www.multiply.com
75. http://www.dropjack.com
76. http://www.ludicrous.ne
77. http://www.linkvote.com
78. http://www.listerlister.com
79. http://www.linksprocket.com
80. http://www.linkets.com
81. http://www.laflink.com
82. http://www.getboo.com
83. http://www.joomocracy.com
84. http://www.jetmarks.com
85. http://www.ifaves.com
86. http://www.syncone.net
87. http://www.nowpublic.com
88. http://www.rollyo.com
89. http://www.spurl.net
90. http://www.supr.c.ilio.us
91. http://www.wists.com
92. http://www.ambedo.com
93. http://www.bookmark-manager.com
94. http://www.bookmarktracker.com
95. https://www.chipmark.com
96. http://www.gather.com
97. http://www.gravee.com
98. http://unalog.com
99. http://uvouch.com
100.http://yummy.printfu.org

এই টিউনটি শুধু মাত্র নতুন ব্লগারদের জন্য
Read More

ব্লগ/সাইটের এলেক্সা রেংক দ্রুত কমিয়ে আনার হট কিছু কার্যকরী টিপস…

কেমন আছেন সবাই ? ভালো ত ! আমিও  ভালোই আছি।
জানি আপনারা সবাই ই চান যেন আপনারদের ব্লগ/সাইটের এলেক্সা রেংক টা দ্রুত কমিয়ে আনতে নতুনরা প্রায়শই কি করবেন ভেবে পান না। আর পুরাতনরাও ১ লাখের নিচে নামিয়ে আনতে হিমসিম খান তাই না ? আপনার ব্লগের এলেক্সা রেংক দ্রুত কমিয়ে আনতে চান ! আজ আমি আপনাদের ব্লগ/সাইটের এলেক্সা রেংক কমিয়ে আনার জন্য আমার বাস্তব অভিজ্ঞতার আলোকে  কিছু হট টিপস দিবো। আশা করছি আমার আজকের এই পোস্ট টা নতুন বা পুরাতন সবারই এমন কি যারা ওডেস্কে এমন কাজ দেখেও বিড করেন না, না পারার ভয়ে তাদেরও উপকারে আসবে  কারন এখানে আমি সব বিষয় গুলো ই উপস্থাপন করার চেষ্টা করেছি। সেই দুপুরেই পোস্ট টি পাবলিশ করার কথা থাকলেও ১ টি সাইটের ডিজাইন নিয়ে ব্যস্ত থাকায় হয়ে উঠে নাই। এই পোস্ট টা সাব্বির আলোমের অনুরোধে করছি। আসুন কথা না বাড়িয়ে শুরু করা যাক…
 

ব্লগ/সাইটের এলেক্সা রেংক কমিয়ে আনার হট টিপসঃ


১। এলেক্সাতে আপনার ব্লগ/সাইটি Claim করুন এবং সাইটের ডেসক্রিপশন ও কন্টাক্ট ইনফো আপডেট করুন
প্রথমেই এলেক্সাতে আপনার ব্লগ/সাইটটির URL সাবমিট করার মাধ্যমে Claim Your Site এই লিংকে  ক্লিক করে ক্লেইম করুন। এখানে আপনাকে আপনার ব্লগ/সাইট টি ভেরিফিকেশন করতে হবে, ভেরিফিকেশন কোড সাইটে বসিয়ে অথবা ফাইল ডাউনলোড করে সাইটে আপলোডের মাধ্যমে ভেরিফাই করতে হবে। ভেরিফাই হয়ে গেলে এখন ২য় স্টেপে এসে আপনার সাইটের যাবতীয় ডাটা (সাইটের টাইটেল, ডেসক্রিপশন, লোগো, লিসিনিং কান্ট্রি, সাইট ওউনার ইত্যাদি) এবং কন্টাক্ট ইনফো আপডেট করে দিন। ব্যাস হয়ে গেলো।
২। এলেক্সা’র Widgets গুলো সাইটে ব্যাবহার করুন
এ পর্যায়ে এলেক্সার সাইট ইনফো Widgets গুলো ব্যবহার করুন। এটি আপনাকে ভালো রেংক পেতে প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে সাহায্য করবে। তাই আপনার সাইটের ডাটা সম্বলিত Alexa Traffic Widgets আর Review Widgets ২ টি সাইটে বসিয়ে দিন।
৩। এলেক্সা টুলবার টি আপনার ব্রাউজারে ইনস্টাল করে নিন
ওয়েবমাস্টারের কাজ যারা করে তাদেরকে এলেক্সা নিয়ে মোটামুটি বেশ ভাবতে হয়। দ্রুত সাইটের রেংক বৃদ্ধিতে অনেক অনেক কার্যকরী ভূমিকা পালন করে এলেক্সার টুলবারটি এটি খুব ই গুরুত্বপূর্ণ। এই লিংক থেকে এলেক্সা টুলবারটি ডাউনলোড করে আপনার ব্রাউজারে ইন্সটাল করে নিন। এবং আপনার ব্রাউজারটি রিস্টার্ট দিন। ব্যাস আপনার ব্রাউজারে এলেক্সা টুলবারটি চলে আসলো।
৪। মতামত সহ এলেক্সাতে বেশ কিছু রিভিউ দেয়ার ব্যবস্থা করুন
এলেক্সার রেংক কমিয়ে আনতে রিভিউ অনেক বড় একটা ফ্যাক্টর বলে অনেকেই মনে করেন। তাই সাইটে সম্পর্কে মানুষ জেনো রিভিউ দেয় সেই ব্যবস্থা করতে হবে। আপনার সাইটের রিভিউ দিতে পরিচিত বন্ধু-বান্ধব এবং সাইটের ভিজিটরদেরও উদ্বুদ্ধ করতে পারেন। এলেক্সা সাইটের রিভিউ দেয়ার জন্য আপনার এলেক্সাতে একাউন্ট  থাকতে হবে। সরাসরি না থাকলেও কোন সমস্যা নেই আপনি আপনার ফেসবুক একাউণ্ট দিয়েই লগিন করতে পারবেন। আর পূর্বে এলেক্সা একাউণ্ট করা থাকলে ত কথাই নেই। (ফেসবুক একাউন্ট দিয়ে লগিন করে রিভিউ দিন এতে করে একাউন্ট করা না থাকলে আপনাকে নতুন করে একাউণ্ট খোলার ঝামেলা পোহাতে হবে না।)
 
  • বাস্তব অভিজ্ঞতা থেকে আরও কিছু খুবি কার্যকরী টিপসঃ


(ক) নিয়মিত পোস্টিং করুন, এটা আসলেই অনেক কাজে দেয়। আর ঠিক মতো ব্লগ/সাইটের SEO করুন কারণ ভালো ট্রাফিক এলেক্সা রেংকিং এ বহুলাংশে প্রভাব ফেলে।
(খ) পোষ্টের মাঝে ইন্টারনাল লিঙ্কিং করুন এতে করে পেজ ভিউ বাড়বে আর বাউনস রেট কমবে। আর যা দ্রুত এলেক্সা রেংক কমতে সাহায়ক হবে, কেননা এলেক্সা রেংক কমানোর ক্ষেত্রে পেজভিউ এবং বাউনস রেটকে প্রাদান্য দিয়ে থাকে।
(গ) মাঝে মাঝে এলেক্সাতে আপনার সাইটের অবস্থান নিয়ে রিভিউ লিখুন। এই রকম পোস্ট থাকলে তা অনেক কাজে দেয়। পাশাপাশি এলেক্সা টুলবার নিয়ে লিখুন এবং ব্যবহার করতে পরামর্শ দিন, এতে করে আপনার ভিজিটর রা উদ্বুদ্ধ হয়ে এলেক্সা টুলবার ব্রাউজারে ইন্সটাল করে নিবে।
(ঘ) ওয়েবমাষ্টার সংক্রান্ত সাইটের এলেক্সা দ্রুত বৃদ্ধি পায় কারন ওদের প্রায় সবার ই এলেক্সা টুলবার ব্রাউজারে ইন্সটাল করা থাকে। আর ওয়েবমাষ্টার সংক্রান্ত না হলেও অভিজ্ঞতা শেয়ারের ছলে Other’s একটা কেটাগরিতে মাঝে মাঝে ওয়েবমাষ্টার সংক্রান্ত পোস্ট করতে পারেন।
(ঙ) আরেকটা কার্যকরী টিপস দেই সেটা হচ্ছে বেশি বেশি নিজের সাইট ভিজিট করুন আর এবং ট্যাবে ওপেন করে রাখুন এতে করে Average site time বৃদ্ধি পেতে থাকবে, আর সময় পেলেই রিফ্রেস/রিলোড দিন। বিলিভ মি এটা অনেক অনেক কাজে আসে।

  • বাস্তব অভিজ্ঞতা থেকে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ টিপসঃ


(১) আমি দেখেছি যে WP ব্লগে Allow Trackbacks and Create Trackbacks ফাংশন টা এলেক্সা রেংক কমাতে হেল্প করে। এটা করা যেতে পারে।
(২) টাকা খরচ করে যদি চান রেংক কমাতে তবে এলেক্সার নিজস্ব সুবিধা Alexa Site Audit ইউজ করে দেখতে পারেন, এটা একটা SEO analysis টুলস। শুনেছি অনেক অনেক কাজ হয়, আর খরচ হবে মাত্র ১৯৯ ডলার। তবে আমার এটাতে তেমন অভিজ্ঞতা নাই… টাকা দিয়ে রেংক কমাতে হবে ! পাগলে পাইছে :P
(৩) আপনার wp ব্লগে “Alexa redirect” Plugin ইউজ করে দেখতে পারেন, এটা অনেককেই ইউজ করতে দেখা যায়। কিন্তু আমি মনে করি এটা দিয়ে তেমন দীর্ঘ মেয়াদি কোন ইফেক্ট পড়ে না আর পরলেও এলেক্সা রেংক বেশি দিন স্থায়িত্ব হয় না, দ্রুত ই আবার বৃদ্ধি পেতে থাকে ।
(৪) মজিলার একটা Extension আছে ReloadEvery  এটা দিয়ে কাজ হয়, এটার কাজ হচ্ছে আপনার ব্লগের পেজ গুলো মিনিটে মিনিটে রিলোড দিবে। কিন্তু আমি মনে করি এডসেন্স সাইটে এমন এক্সটেনশন না ইউজ কড়াই ভালো।
(৫)  এলেক্সা অটো সার্ফ  সফটওয়্যার/টুলস (Upmyrank.com অথবা alexaautosurf.com) বা Alexa Booster টুলস এর মাধ্যমে চরম কাজ হয়। কিন্তু এটা অনেক নামিদামি ব্লগার ই বলেন যে এই রেংক বেশি দিন থাকেনা। এলেক্সা অটো সার্ফ  টুলস গুলো ব্লাক হ্যাট এর মধ্যে পরে বলেও অনেক ওয়েবমাস্টার মন্তব্য করেন।

হুম আশা করি পোস্ট টি শুধু ব্লগার নয় ফ্রিল্যান্সারদেরও কাজে লাগবে কারন ফ্রিল্যান্স মার্কেটপ্লেস গুলোতে এমন অনেক কাজ পাওয়া যায়। কোন ব্যাপারে দ্বিমত থাকলে ব্যাক্ত করবেন। আর পোস্টটি যদি ভালো লাগে তবে কমেন্টে ধন্যবাদ দিতে ভুলবেন না জেনো। এবং সেটা হবে আমার সার্থকতা।
Read More

যেভাবে কোন সফটওয়্যার ছাড়াই ১ ক্লিকেই পিং করবেন আপানর সাইট।

কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন। আজ ছোট একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো। আমরা অনেকেই জানি যে পিং কাকে বলে। বিশেষ করে আমরা যারা ব্যাকলিংকের কাজ করি তারা বেশি ভালো করে জানেন।কিন্তু আমরা অনেকেই আছি যারা এই কাজ করার জন্য ম্যানুয়্যেলি করে থাকি।যা অনেক সময় সাপেক্ষ।

আমরা যেসকল সাইটে পিং করি তার মধ্যে রয়েছে


আমার মতে তার মধ্যে http://pingomatic.com/  বেশ ভালো কাজ দেয়।তাছাড়া আপনি এখান থেকে এক ক্লিকেই ২০টি মত সাইটে একসাথে পিং করতে পারবেন। কিন্তু আপনি যখন কোন লিংককে পিং করতে যাবেন তখন দেখবেন যে সেখান বেশ কিছু ডিটেইলস আপনাকে পূরণ করা লাগছে যা আপনার মূল্যবান সময় নষ্ট করবে।একসময় আমার এমন অনেক সময়  নষ্ট হয়েছে। তাছাড়া এক কাজ বার বার করা বিরিক্তিকর ও বটে।
 
তাই কিভাবে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন তার একটা টিপস দেখাবো আপনাদের।এর মাধ্যমে আপনি শুধুমাত্র ব্রাউজার থেকে একটি ক্লিকের মাধ্যমেই এই কাজটি সেরে ফেলতে পারেন

যেভাবে তৈরী করবেন

এই কাজটি আমরা করবো আমাদের ব্রাউজারের বুকমার্কাস টুলবারের সাহায্যে। আর এর জন্য আমরা ব্যবহার করবো মজিলা ফায়ারফক্স ব্রাউজার।আসুন নিচের ধাপ গুলো অনুসরণ করি
 ১।আপানর ব্রাউজারে যদি বুকমার্কাস টুলবারের অফ করা থাকে তাহলে তা একটিভ করে নিন।এর জন্য ব্রাউজারের উপরের দিকে মাউসের রাইট বাটন ক্লিক করে Bookmarks Toolbar সিলেক্ট করুন
  
২। এবার Bookmarks Toolbar আপানর ব্রাউজারে ওপেন হবে,এখন Bookmarks Toolbar গিয়ে আবার রাইট বাটন ক্লিক করুন এবং এখান থেকে “New Bookmark” এ ক্লিক করুন।
৩।তাহলে এখন নতুন একটি বুকমার্কের উইন্ডো অপেন হবে।এখন এখান থেকে আপনি পছন্দমত একটা নাম দিন Name এর স্থলে।

৪।এখন আপনি Location ফিল্ডে নিচের দেয়া জাভাস্ক্রিপ কোডটি কপি করে পেস্ট করুন।
javascript:(function(){var%20url=encodeURIComponent(window.location);var%20%20name=encodeURIComponent(document.title);%20var%20rss%20='';var%20%20links=document.getElementsByTagName('link');for%20(i=0;i%3Clinks.length;i++)%20{if(links[i].getAttribute('type')%20==%20'application/rss+xml')%20%20rss=encodeURIComponent(links[i].getAttribute('href'));}%20%20window.location='http://pingomatic.com/ping/?%20title='+name+'&blogurl='+url+'&rssurl='+rss+'&chk_weblogscom=on&chk_blogs=on&chk_technorati=on&ch%20k_feedburner=on&chk_syndic8=on&chk_newsgator=on&chk_myyahoo=on&chk_pubsubcom=on&chk_blog%20digger=on&chk_blogrolling=on&chk_blogstreet=on&chk_moreover=on&chk_weblogalot=on&chk_icerocket%20=on&chk_newsisfree=on&chk_topicexchange=on&chk_google=on&chk_tailrank=on&chk_bloglines=on';})()
৫। এবার Add বাটনে ক্লিক করুন। ব্যাস তাহলেই হয়ে গেলো। এখন আপনার বুকমার্কে দেখবেন এলটি নতুন বুকমার্ক তৈরী হয়েছে.
 
৬। এবার আপনি কোন ওয়েবসাইটকে পিং করতে যাবেন তখন শুধুমাত্র ঐ ওয়েবসাইটে গিয়ে ক্লিক করুন আপনার তৈরি করা বুকমার্কে।
 
তাহলে দেখুন কোন ঝামেলা ছাড়াই আপনার সাইটটি এক ক্লিকেই পিং হয়ে গেছে।
 
 
আশা করি এই ছোট টিপসটি আপনাদের বেশ সময় বাচাবে।
Read More

ফায়ারফক্সের অসাধারন একটি এসইও টুলবার সম্পর্কে জেনে নিন (পর্ব-১)

আজ আমি শেয়ার করবো মজিলা ফায়ারফক্সের সাধারণ একটি টুলবার ওয়েবরেঙ্ক  ( Web Rank )। আমি জানি এটি নিয়ে অনেকেই জানেন , তবে আমি মনে করি নতুন অনেকেই এটি নিয়ে জানেন না।
তাই আভিজ্ঞদের কাছ থেকে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি।

webRank

আর এই টুলবারটি যারা ফ্রীল্যান্সিং করেন তাদের খুব কাজে লাগবে এবং ব্লগারদেরও কাজে লাগবে।

এই টুলবার দিয়ে আপনি যা করতে পারবেন :

  • গুগলের পেইজ রেঙ্ক দেখতে পারবেন
  • এলেক্সা রেঙ্ক দেখতে পারবেন
  • কমপ্লিট রেঙ্ক দেখতে পারবেন
  • কুইঙ্কেস্ট রেঙ্ক দেখতে পেরবেন
  • গুগল আপনার কতটি পেইজ ইনডেক্স করল
  • ইয়াহু আপনার কতটি পেইজ ইনডেক্স করল
  • বিং আপনার কতটি পেইজ ইনডেক্স করল
  • গুগল এর কতটি ব্যাকলিঙ্ক
  •  বিং  এর কতটি ব্যাকলিঙ্ক
  •  ইয়াহু এর কতটি ব্যাকলিঙ্ক
এই সুবিধা গুলি আপনি যে কোন সাইটে গেলেই দেখতে পাবেন।

এটি  যেভাবে আপনার ব্রাউজারে ইন্সটল করবেন:


  • তারপর টুলবারটি ব্রাউজারে ইন্সটল করুন
  • তারপর ব্রাউজার রিস্টার্ট করুন
যে কোন সাইটে গিয়ে মজা দেখুন।আশা করি নতুনরা সবাই বুঝতে পেরেছেন।
তারপরও কারো কোথায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না কিন্তূ এর কোন ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
Read More

খুব সহজে সময় বাঁচিয়ে এক সাথে বিভিন্ন সাইটে বুকমার্কিং করুন…

আমরা যারা এসইও সম্পর্কে জানি তারা অবশ্যই সোস্যাল বুকমার্কিং সম্পর্কে মোটামুটি একটা ধারণা রাখি। মূলত সাইটের ব্যাকলিঙ্ক এবং ভিজিটর বৃদ্ধির জন্যই এর জনপ্রিয়তা। কেননা প্রতিটি সোস্যাল বুকমার্কিং সাইটের রয়েছে প্রচুর পরিমানে নিজস্ব ভিজিটর। পাশাপাশি মানের দিক থেকেও সাইটগুলো বেশ কোয়ালিফাইড। তাই সবাই ব্লগিং-এ সফলতা লাভ করার জন্য সোস্যাল বুকমার্কিং এর মাধ্যমে সাইটের ব্যাকলিঙ্ক বৃদ্ধি করে থাকেন। এছাড়াও ফ্রিল্যান্সিং সাইট গুলোতেও এর বেশ চাহিদা রয়েছে।
তবে প্রতিটি বুকমার্কিং এর জন্য আপনাকে বারবার ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, মেটাট্যাগ ব্যাবহার করতে হবে যা সত্যিই বেশ ঝামেলাপূর্ন কাজ। তাই অনেকেই ইদানিং কিছু অত্যাধুনিক টুলস ব্যবহার করে থাকেন যা এই ঝামেলা থেকে একজন ব্লগার বা ফ্রিল্যান্সারকে মুক্তি দিতে অনেকটা সহায়তা করে থাকে।
আজকে আমরা এমনই একটি সাইট সম্পর্কে জানব। তবে যারা সোস্যাল বুকমার্কিং এর কাজগুলো রেগুলার করে থাকেন তাদের কাছে হয়তবা সাইটটি পরিচিত।
সাইটটির নাম Easysocialbookmarking আসুন জেনে নেই এই উপকারি সাইট টা সম্পর্কে…

undefined

সাইটটিতে রেজিষ্ট্রেশন এবং লগইন প্রতিটি বুকমার্কিং সাইটের প্রয়োজনীয় বিষয় হলেও বারংবার একই তথ্য দেয়ার প্রয়োজনীয়তা থেকে মুক্তি দিয়ে আপনার সময়কে বাঁচিয়ে দিবে অনেকগুণ।
কর্ম-কৌশলসমূহ:
  • উপরের লিঙ্কে ক্লিক করে প্রথমে সাইটিতে প্রবেশ করুন।
  • ডানপাশে সোস্যাল বুকমার্ক করার জন্য প্রয়োজনীয় তথ্যগুলো  (ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, মেটাট্যাগ) যোগ করুন এবং Gather info বাটনে ক্লিক করুন।
  • এবার বামপাশের বুকমার্কিং সাইটের লিষ্ট থেকে একেকটি সাইটে লগইন করুন এবং সাবমিট বাটনে ক্লিক করুন। আর যেসাইটগুলোতে আপনার কোন রেজিষ্ট্রেশন নেই সেখানে বুকমার্কিং এর কাজ করতে শুরুতে রেজিষ্ট্রেশন করুন।
undefined
  • ব্যাস হয়ে গেল বুকমার্কিং
আশা করি সবাই ব্যাপার টা বুঝতে পেরেছেন। এতে করে আপনার বার বার ইনফো দেয়ার সময় নষ্টের হাত থেকে বাঁচবেন। ধন্যবাদ সবাইকে সময় নিয়ে পোস্ট টি পড়ার জন্য। ভালো থাকবেন সবাই কামনা। 
Read More

ওয়েবসাইট বা ব্লগকে ১০০ এর অধিক সার্চ ইঞ্জিনে ফ্রীতে সাবমিট করুন (নতুন দের জন্য)

আমি এসইওতে এত এক্সপার্ট না যতটুক জানি তা সবার সাথে ইনশাল্লাহ শেয়ার করব । আমি আজকে যে টিপস টা দেব তা হল কিভাবে আপনারা আপনাদের ব্লগ অথবা ওয়েবসাইট কে ফ্রীতে ১০০ এর অধিক সার্চ ইঞ্জিনে যুক্ত করবেন তাও অনেক সহজে ও কম সময়ে ত চলুন আসল কাজে ।
 আমরা ওয়েবসাইট বা ব্লগ বানানোর পর এসইও এর কাজে হাত দেয় । এসইও করার প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট বা ব্লগকে সার্চ ইঞ্জিনে যুক্ত করা । আমরা প্রথমে গুগল, ইয়াহু, বিং এ আমাদের ওয়েবসাইট বা ব্লগকে যুক্ত করি । তারপর অন্যান্য কাজগুলো করি । এসইও করার মূল উদ্দেশ্যই হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে ভিসিটর নিয়ে আসা । ওয়েবসাইট বা ব্লগকে সার্চ ইঞ্জিনে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এসইও করার জন্য। গুগল, ইয়াহু, বিং ছাড়া আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলাতে অবশ্যই আমাদের ওয়েবসাইট বা ব্লগকে সাবমিট করাতে হবে তা না হলে ওই সব সার্চ ইঞ্জিন থেকে আমরা কোন ভিসিটর পাবো না । সাধারণত সার্চ ইঞ্জিন থেকে ৮০% ভিসিটর আসে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় । আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইট বা ব্লগকে ১০০ এর অধিক সার্চ ইঞ্জিনে ফ্রীতে যুক্ত করতে পারবেন । শুধু আপনার ওয়েবসাইট বা ব্লগের নাম, টাইটেল, আপনার ইমেইল এই জাতীয় ইনফর্মেশন দিয়ে সাবমিট দিলেই চলবে । এখানে আপনার ভ্যালিড ইমেইল আইডি দিবেন কারন তার আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠাবে । ভালো ফলাফল এর জন্য ৩-৪ সপ্তাহ পর পর পুনরায় আপনার ওয়েবসাইট বা ব্লগকে সাবমিট করবেন । নিচে আমি ছবি সহও এড্রেস গুলো দিলাম । এগুলার ব্যবহার অতি সহজ ।
01) DIGGZA








05) ADD ME




আশা করি সবার ভালো লেগেছে আর কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন । কোন কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন
Read More

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot