Sunday, October 28, 2012

ওয়েবসাইট বা ব্লগকে ১০০ এর অধিক সার্চ ইঞ্জিনে ফ্রীতে সাবমিট করুন (নতুন দের জন্য)

আমি এসইওতে এত এক্সপার্ট না যতটুক জানি তা সবার সাথে ইনশাল্লাহ শেয়ার করব । আমি আজকে যে টিপস টা দেব তা হল কিভাবে আপনারা আপনাদের ব্লগ অথবা ওয়েবসাইট কে ফ্রীতে ১০০ এর অধিক সার্চ ইঞ্জিনে যুক্ত করবেন তাও অনেক সহজে ও কম সময়ে ত চলুন আসল কাজে ।
 আমরা ওয়েবসাইট বা ব্লগ বানানোর পর এসইও এর কাজে হাত দেয় । এসইও করার প্রথম কাজ হচ্ছে ওয়েবসাইট বা ব্লগকে সার্চ ইঞ্জিনে যুক্ত করা । আমরা প্রথমে গুগল, ইয়াহু, বিং এ আমাদের ওয়েবসাইট বা ব্লগকে যুক্ত করি । তারপর অন্যান্য কাজগুলো করি । এসইও করার মূল উদ্দেশ্যই হচ্ছে সার্চ ইঞ্জিন থেকে ভিসিটর নিয়ে আসা । ওয়েবসাইট বা ব্লগকে সার্চ ইঞ্জিনে যুক্ত করা একটি গুরুত্বপূর্ণ বিষয় এসইও করার জন্য। গুগল, ইয়াহু, বিং ছাড়া আরও অনেক সার্চ ইঞ্জিন আছে যেগুলাতে অবশ্যই আমাদের ওয়েবসাইট বা ব্লগকে সাবমিট করাতে হবে তা না হলে ওই সব সার্চ ইঞ্জিন থেকে আমরা কোন ভিসিটর পাবো না । সাধারণত সার্চ ইঞ্জিন থেকে ৮০% ভিসিটর আসে তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় । আপনি খুব সহজেই আপনার ওয়েবসাইট বা ব্লগকে ১০০ এর অধিক সার্চ ইঞ্জিনে ফ্রীতে যুক্ত করতে পারবেন । শুধু আপনার ওয়েবসাইট বা ব্লগের নাম, টাইটেল, আপনার ইমেইল এই জাতীয় ইনফর্মেশন দিয়ে সাবমিট দিলেই চলবে । এখানে আপনার ভ্যালিড ইমেইল আইডি দিবেন কারন তার আপনাকে কনফার্মেশন মেসেজ পাঠাবে । ভালো ফলাফল এর জন্য ৩-৪ সপ্তাহ পর পর পুনরায় আপনার ওয়েবসাইট বা ব্লগকে সাবমিট করবেন । নিচে আমি ছবি সহও এড্রেস গুলো দিলাম । এগুলার ব্যবহার অতি সহজ ।
01) DIGGZA








05) ADD ME




আশা করি সবার ভালো লেগেছে আর কোন ভুল ত্রুটি হলে ক্ষমার চোখে দেখবেন । কোন কিছু বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাবেন

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot