Thursday, December 6, 2012

ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরির জন্য ১৫টি জরুরী প্লাগইন

কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমগুলোর মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা বর্তমানে অনেক জনপ্রিয় হয়ে ওঠেছে। আর জনপ্রিয়তার শীর্ষে যে ওয়ার্ডপ্রেস রয়েছে িএকথা সবারই জানা। ওয়ার্ডপ্রেস দিয়ে এমন কোন ওয়েবসাইট নেই যা তৈরি করা সম্ভব নয়। ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ ও জরুরী বিষয় হচ্ছে ওয়েবসাইটের জন্য জরুরী কতগুলো প্লাগইন ইন্সটল করা। কেননা, সঠিক প্লাগইনগুলো যদি ইন্সটল না করেন তবে আপনার ওয়েবসাইট নানা দিক থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনই কয়েকটি প্লাগইনের তালিকা আজকে তুলে ধরা হলোঃ

১. Akismet
(এই প্লাগইনটি সাধারণত ওয়ার্ডপ্রেসের প্লাগইন লিস্টে অটোমেটিক প্রদান করা থাকে। এটি আপনার ওয়েবসাইটে স্পামিং বন্ধ করতে সহায়তা করবে।  আপনাকে যেটি করতে হবে তা হলো এটিকে ইন্সটল করতে হবে এবং ইন্সটল করার পর আপনাকে API Key দিতে হবে। এই Key টি নিতে হলে এখানে ক্লিক করেন)

২. All in One SEO Pack
(এই প্লাগইনটি আপনার সা্ইটের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে সহায়ক হবে। প্লাগইনটি ডাউনলোড করুন এখান থেকে)

৩. Contact Form 7
(এই প্লাগইনটির মাধ্যমে আপনার ওয়েবসাইটে একটি যোগাযোগ ফরম ব্যবহার করতে পারবেন যার মাধ্যমে আপনার ভিজিটর আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এটি ডাউনলোড করুন এখান থেকে)

৪. Contact Info Options
(এর মাধ্যমে আপনি ওয়ার্ডপ্রেসের ব্যবহারকারীদের প্রোফাইল থেকে AIM, Yahoo IM এবং Jabber/Google এগুলো বাদ দিয়ে টুইটার, ফেইসবুক এবং গুগল+ ইত্যাদি আইডি যোগ করাতে পারবেন। এটি ডাউনলোড করুন এখান থেকে)

৫. Email subscription
(এর মা্ধ্যমে আপনার উইজেটে ই-মেইল সাবস্ক্রিপশনের অপশন যোগ করতে পারবেন যার ফলে আপনার সাবস্ক্রাইবাররা আপনার নতুন পোস্টের ব্যাপারে তাদের মেইলের মাধ্যমে জানতে পারবে। এটি ডাউনলোড করুন এখান থেকে)

৬. Facebook, Twitter & Google+ Social Widgets 
(আপনার প্রত্যেক পোস্ট এবং পৃষ্ঠার উপরে বা নিচে ফেইসবুক, টুইটার এবং গুগল+ এ শেয়ার করার লিংক যুক্ত করতে পারবেন। এটি ডাউনলোড করুন এখান থেকে)

৭. Google Analyticator 
(আপনার ওয়েবসাইটের প্রতিদিনের ভিজিটরের বৃত্তান্ত জানুন এটির মা্ধ্যমে। এটি ডাউনলোড করুন এখান থেকে)

৮. Google XML Sitemaps 
(গুগল, ইয়াহু, আস্ক এবং বিং সার্চ ইঞ্জিনে আপনার সাইটের সাইটম্যাপ সাবমিট করুন। এটি ডাউনলোড করুন এখান থেকে)

৯. Quick Cache
(আপনার সাইটের লোডিং স্পিড বাড়ানোর জন্য একটি অন্যতম ক্যাচ প্লাগইন। এটি ডাউনলোড করুন এখান থেকে)

১০. SEO Facebook Comments
(আপনার প্রত্যেক পোস্টের শেষে ফেইসবুক থেকে মন্তব্য করার অপশন যোগ করুন। এটি ডাউনলোড করুন এখান থেকে)

১১. Social Login for wordpress 
(সামাজিক ওয়েবসাইটের মাধ্যমে আপনার ওযেবসাইটে লগইন/রেজিস্টার করার অপশন যোগ করুন। এটি ডাউনলোড করুন এখান থেকে)

১২. User Photo 
(আপনার ওয়েবসাইটের ব্যবহারকারীরা তাদের প্রোফাইলে ছবি যোগ করার সুবিধা পাবেন এই প্লাগইনটির মাধ্যমে। এটি ডাউনলোড করুন এখান থেকে)

১৩. WP-Polls 
(ওয়েবসাইটে ভিজিটরদের বিভিন্ন বিষয়ে মতামত/জরিপ নিতে চাইলে এই প্লাগইনটি উপযুক্ত। এটি ডাউনলোড করুন এখান থেকে)

১৪. WP Sidebar Login 
(আপনার ব্যবহারকারীরা এই প্লাগইনটির মাধ্যমে আপনার ওয়েবসাইটে লগইন/রেজিস্টার করার সুযোগ পাবেন। এটি ডাউনলোড করুন এখান থেকে)

১৫. WP Grins 
(এই প্লাগইনটির মাধ্যমে প্রত্যেক পোস্টের কমেন্ট বক্সের উপরে ইমোটিকন থাকবে যেগুলোতে ক্লিক করলেই মন্তব্যের ঘরে ইমোটিকন যুক্ত হবে। এটি ডাউনলোড করুন এখান থেকে)

ব্যস! িএই প্লাগইনগুলো ইন্সটল করুন এবং ৈতৈরি করুন  একটি আকর্ষণীয় ওয়েবসাইট।

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot