Monday, December 10, 2012

উইন্ডোজ কে হ্যাক করে দ্রুত ফাইল কপি-পেস্ট করুন

সাধারনত আমরা যখন কোন ফাইল বা ফোল্ডার কম্পিউটার থেকে কপি করে পেন্ড্রাইভ
বা অন্য কিছুতে নিতে চাই তখন ওই ফাইল বা ফোল্ডারটির উপর মাউস রেখে ডান বাটন এ
ক্লিক করে Send To Pendrive এ ক্লিক করলেই হয়। কিন্তু আমরা যখন পেন্ড্রাইভ থেকে কোন
কিছু কপি করে কম্পিঊটার এ রাখতে চাই বা হার্ডডিস্কের এক ড্রাইভ থেকে আরেক ড্রাইভ এ
তখন সেই ড্রাইভ এ গিয়ে পেস্ট করতে হয়। এভাবে কপি-পেস্ট  করলে অনেক সময় লাগে এবং কোন ্ড্রাইভে ভাইরাস থাকলে তা অনান্য ড্রাইভেও ছড়ায়। অথচ এই কপি-পেস্ট এর কাজ গুলো আমরা ইচ্ছা করলে অন্যান্য ড্রাইভে না গিয়েও খুব সহজে করতে পারি। এর জন্য প্রথমে Start  থেকে Run এ গিয়ে regedit লিখে OK করুন।
HKEY_CLASSES_ROOT\AllFilesSystemObjects\shellex ঠিকানায় গিয়ে ContextMenuHandlers এর উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে ২টা নতুন key বানাতে হবে যেগুলোর নাম হবে Copy To এবং Move To
.
images7 উইন্ডোজ কে হ্যাক করে দ্রুত ফাইল কপি পেস্ট করুন

এখন Copy To সিলেক্ট করে ডানপাশ থেকে default এ ডাবল ক্লিক করে Value Data তে {C2FBB630-297111d1-A18C-00C04FD75D13} লিখে ওকে করুন। এবং Move To সিলেক্ট করে
ডান পাশ থেকে default এ ডাবল ক্লিক করে Value Data তে {C2FBB631-2971-11d1-A18C-00C04FD75D13}  লিখে ওকে করে বেরিয়ে আসতে হবে। এখন যে ফাইল বা ফোল্ডারটি কপ-পেস্ট
বা কাট-পেস্ট করতে চান সেটির উপর মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Copy To Move To Folder (কাট করার জন্য) ক্লিক করে যে লোকেশানে পেস্ট করতে চান তা নির্বাচন করে Copy বা Move এ ক্লিক করুন।

0 comments:

Post a Comment

Total Pageviews

Powered by Blogger.

© iটিউটোরিয়ালবিডি, AllRightsReserved.

Designed by AllForBlogspot